ঢাকা ব্যাংক ডিপোজিট পেনশন স্কিম
ঢাকা ব্যাংক ডিপোজিট পেনশন স্কিমের মাধ্যমে ভবিষ্যতের জন্য আপনার সঞ্চয় নিশ্চিত করুন। আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় আপনার জীবন জুড়ে পেনশন উপার্জনের মত একটি স্কিম।
Key Features (মূল বৈশিষ্ট্য)
• মাসিক কিস্তি, নূন্যতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত
• নমনীয় মেয়াদ, ২ বছর থেকে সর্বাধিক ১০ বছর
• সর্বাধিক মেয়াদপূর্তি ভ্যালু প্রায় ৪৭.১৭ লক্ষ টাকা
• ইচ্ছামত হিসাব খুলতে পারবেন
• মেয়াদপূর্তির পূর্বেই নগদীকরণ করা যায়।
Monthly Deposit (মাসিক জমা)
• মাসিক আমানতঃ ৫০০, ১০০০, ৩,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ ও ২৫,০০০ টাকা
• উপরে উল্লিখিত যেকোনো মূল্যের যেকোন সংখ্যক হিসাব খোলা যায়।
Who Can Apply (কে আবেদন করতে পারবেন)
• যে কোনও বাংলাদেশি নাগরিক, ১৮ বছর বা তার বেশি
• এছাড়াও মাইনর আইনী অভিভাবক দ্বারা হিসাব খুলতে পারবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
Required Documents (প্রয়োজনীয় কাগজপত্র)
• হিসাব খোলার ফর্ম সঠিকভাবে পূরণ
• আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ২ কপি ছবি
• নমিনির সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ২ কপি ছবি
• আবেদনকারীর জাতীয় আইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সার্টিফিকেটের অনুলিপি
• নমিনির জাতীয় আইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সার্টিফিকেটের অনুলিপি
• কেওয়াইসি প্রোফাইল
• হিসাব খোলার জন্য প্রয়োজনীয় অন্য যেকোন ডকুমেন্টস।
মাসিক কিস্তির পরিমাণ