ঢাকা ব্যাংক পিএলসিব্যাংক হিসাব

ঢাকা ব্যাংক চলতি হিসাব

ঢাকা ব্যাংকের চলতি হিসাব ন্যূনতম প্রয়োজনীয় আমানত, সর্বনিম্ন সার্ভিস চার্জ এবং বিনামূল্যে এটিএম কার্ড সরবরাহ করে। এই হিসাবটি মালিকানা ব্যবসা, পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানি, অংশীদারি কোম্পানি এবং সংস্থার জন্য উপযুক্ত।

Key Features (মূল বৈশিষ্ট্য)
• সর্বনিম্ন আমানতের পরিমাণ: ১০,০০০ টাকা
• অর্ধ-বার্ষিক হিসাব রক্ষণাবেক্ষণ ফি: ৫০০ টাকা + ভ্যাট
• সর্বাধিক উত্তোলন (প্রতি মাসে): গ্রাহকের লেনদেন প্রোফাইল (টিপি) অনুসারে
• চেক বই: ৫.০০ টাকা প্রতি পাতা + ভ্যাট
• ডেবিট কার্ড সুবিধা
• ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং এবং অনলাইন লেনদেন সুবিধা।

Required Documents (প্রয়োজনীয় কাগজপত্র)
• হিসাব খোলার ফর্ম সঠিকভাবে পূরণ
• আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ২ কপি ছবি
• নমিনির সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ২ কপি ছবি
• আবেদনকারীর জাতীয় আইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সার্টিফিকেটের অনুলিপি
• ট্রেড লাইসেন্স
• হিসাবটি প্রতিষ্ঠানের নামে হলে সিল
• নমিনির জাতীয় আইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সার্টিফিকেটের অনুলিপি
• কেওয়াইসি প্রোফাইল
• হিসাব খোলার জন্য প্রয়োজনীয় অন্য যেকোন ডকুমেন্টস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button