ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড কোনটি ব্যবহার করবেন
যারা ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দু’টিই ব্যবহার করছেন তাদের মধ্যে একটা দ্বিধা থেকেই যায়, ক্রেডিট কার্ড ব্যবহার করবো, নাকি ডেবিট কার্ড ব্যবহার করবো? ক্ষেত্র বিশেষে আপনি দু’টিই ব্যবহার করুন যখন যেটা প্রয়োজন। এ’কথার পরও প্রশ্ন থেকেই যায়, যুক্তি কি? কোন কার্ড ব্যবহার করার পক্ষে যুক্তি বেশি? এটা আসলে আপনার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। তারপরও আপনার জন্য কোন কার্ড ব্যবহারের যুক্তির পাল্লা বেশি তা আজ একটু জেনে নিন, ঝালাই করে নিন। আর যারা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ব্যবহার করছেন না অথবা যেকোন একটি ব্যবহার করছেন তারা জেনে নিন কার্ড দু’টির পার্থক্য এবং বেছে নিন নিজের সুবিধামত কার্ড।
তবে আপনি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটিই ব্যবহার করুন না কেননা সবার লাগে প্রয়োজন একটি ভালো ফাইনান্সিয়াল প্ল্যানিং। কারণ প্লানিং ছাড়া কোন কাজ ভালো হয়না।
ডেবিট কার্ড (Debit Card)
• ডেবিট কার্ড সবাই বহন করতে পারে, শুধু একটি ব্যাংক হিসাব থাকলেই হলো।
• ডেবিট কার্ড হিসাবের সাথে যুক্ত ২৪ ঘন্টা টাকা উত্তোলন করতে পারবেন।
• ডেবিট কার্ড এর ক্ষেত্রে আপনার ব্যালেন্স ০ টাকা। অতিরিক্ত খরচ করার সুযোগ নেই। তবে কিছু ব্যাংক ওভার ড্রাফট এর সুযোগ দিয়ে থাকে।
ক্রেডিট কার্ড (Credit Card)
• ক্রেডিট কার্ড এর ক্ষেত্রে ব্যাংকের টাকা খরচ করুন এবং পরে পরিশোধ করুন।
• নির্দিষ্ট পরিমান মাসিক ইনকাম থাকলেই আপনি ক্রেডিট কার্ড বহন করতে পারবেন।
• ক্রেডিট কার্ড এর ক্ষেত্রে অতিরিক্ত খরচের সুযোগ আছে। তবে ইন্টারেস্ট বা লাভ যুক্ত হবে।
• ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে যেকোন কিছু কেনা কাটা করুন ঘরে বসেই।
• ক্রেডিট কার্ড এর ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক ও বিভিন্ন ছাড়ের সুবিধা পাওয়া যায়।
• ক্রেডিট কার্ড এর ক্ষেত্রে আপনার রেগুলার স্টেটমেন্ট থেকে আপনি আপনার বাজেট নির্দিষ্ট করতে পারবেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |