ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিবিনিয়োগ ও লোন

ডিবিবিএল পারসোনাল লোন যখন তখন

ডিবিবিএল পারসোনাল লোন যখন তখন মাত্র ১% প্রক্রিয়াকরণ ফী সম্বলিত একটি আকর্ষণীয় প্যাকেজ। এটি ব্যক্তিগত চাহিদাগুলি বিস্তৃত করার জন্য ব্যক্তিগত ঋণ সুবিধা প্রদান করে।

মূল বৈশিষ্ট্য
• সর্বনিম্ন অর্থের পরিমাণ- ৫০,০০০ টাকা
• সর্বোচ্চ অর্থের পরিমাণ- ২,০০,০০,০০ টাকা
• ন্যূনতম ঋণের মেয়াদ- ১ বছর
• সর্বোচ্চ ঋণের মেয়াদ- ৫ বছর
• দ্রুত ও সহজ প্রক্রিয়া
• সহনশীল মাসিক কিস্তি
• লোনের পরিমাণ ২০ লক্ষ টাকা
• অনুমোদন সময়কাল- ডাচ বাংলা ব্যাংক আপনার লোনের আবেদন করার পর আবেদন পর্যালোচনা এবং মঞ্জুর করার জন্য ১৫ থেকে ২০ দিন কর্মদিবস সময় নিবে।

উদ্দেশ্য
নিম্নোক্ত ব্যয় খরচ পূরণ করার জন্য-
• মেডিকেল
• শিক্ষা
• বিবাহ
• ভ্রমণ
• উৎসব
• পেশাদারদের জন্য সরঞ্জাম ক্রয় এবং অফিস সেট আপ
• ভোক্তাদের জন্য টেকসই লাইফস্টাইল পণ্য ক্রয়
• অন্য কোন বৈধ উদ্দেশ্যে।

নির্বাচিত হওয়ার যোগ্যতা
• বয়স- ১৮-৭০ বছর ঋণের মেয়াদ বা অবসরের বয়স শেষ হওয়ার পূর্বে
• ন্যূনতম আয় প্রতিমাসে- ২০,০০০ টাকা
• জাতীয়তা- বাংলাদেশী নাগরিক হতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আবেদনপ্রার্থীর যোগ্যতা
• বেতনভোগী কর্মকর্তা
• পেশাদারগণ (ডাক্তার, স্থপতি, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইত্যাদি)
• ল্যান্ডলর্ড/ল্যান্ড ল্যাডি
• স্বনির্ভর ব্যক্তি।

পরিশোধের মেয়াদ
• ৬০ মাস পর্যন্ত
* শর্ত প্রযোজ্য।

ফি ও চার্জ
• প্রক্রিয়াকরণ ফি- ১% (মঞ্জুরকৃত লোনের উপর)
• দ্রুত নিষ্পত্তি ফি- ২% (অপরিশোধিত লোনের উপর)
• স্ট্যাম্প শুল্ক ফি- ১২৫০ টাকা
• বিলম্বে পরিশোধ ফি- সর্বোচ্চ তিনটি কিস্তি দেরিতে পরিশোধ করা যাবে, বাকি কিস্তিগুলোর জন্য জরিমানা আরোপ করা হবে।

প্রয়োজনীয় দলিলপত্রাদি
১. লেটার অফ ইন্ট্রোডাকশন (চাকুরীজীবীদের ক্ষেত্রে)
২. বৈধ পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স এর কপি
৩. বিজনেস কার্ড/অফিস আইডি
৪. বেতন হিসাবের বিবরণী
৫. টিএন্ডটি/মোবাইল ফোন/অন্যান্য ইউটিলিটি বিল এর কপি
৬. ট্যাক্স সার্টিফিকেট
৭. সর্বশেষ ১ বছরের ব্যাংক হিসাব
৮. ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

৪৫ মন্তব্য

  1. আমি একটি একক মালিকানাধীন ব্যবসা খুলতে চাই । অবশ্য প্রতি মাসে ২০০০০ টাকা উপার্জন করা সম্ভব । কিন্তু মূলধন নেই । আমি কি ৪-৫ লক্ষ টাকা লোন নিতে পারি ।

  2. আমি ৩ লক্ষ টাকা লোন নিতে চাই ৫ বছর মেয়াদে আামার কার্ড থেকে প্রতি মাসে কিস্তির টাকা কেটে নিবে সে ক্ষেএরে আমি কি লোন নিতে পারবো ডাচ্ বাংলা থেকে

  3. আমি প্রবাসি বাংলাদেশি। আমার মাসিক আয় ৩০ হাজার টাকা। পরিবারে আর্থিক সমস্যাথাকায় অনেকটাকার প্রয়োজন। পরিমান ১৫ লাখ টাকা। যা দিয়ে মা আব্বার মুখে হাসি ফোটানো যাবে। আমি বৈধভাবে মালায়শিয়াতে আছি। আমি কি লোন পেতে পারি।

  4. আমি সরকারি চাকুরী করি৷ লোন নেয়ার জন্য আগ্রহী। আমার স্যালারিও হয় ডাচ-বাংলা ব্যাংকে। সো আমি লোনের ব্যাপারে কি ভাবে বিস্তারিত আলোচনা করতে পারি?

  5. আমি একটা গার্মেন্টস এ চাকরি করি, তো সেক্ষেত্রে কি আমি কোন লোন পেতে পারি?
    যদি সেরকম হয় তাহলে আমি বাড়ি করার জন্য ২ লক্ষ টাকা লোন নিতে চাই।
    হ্যা আমার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট আছে।

  6. আমার বর্তমান বেতন ১৬,০০০ টাকা। ডাচ বাংলা ব্যাংক একাউন্ট মাধ্যমে বেতন উঠাই। আমার চাকুরি স্থল গাজিপুর কিন্তু বাড়ি করব যশোর আমি ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে পারব কি?

  7. আমার বেতন ১৮৫০০ টাকা আপনাদের ব্যাংকে এর মাধ্যমে পাই। আমার স্ত্রী ওয়ান ব্যাংক এর মাধ্যমে বেতন পায় ১২০০০ টাকা। পাশাপাশি ব্যবসা করি। আমি কি লোন পাব।

  8. আসসালামু আলাইকুম। স্যার, আমি বাহরাইন প্রবাসি। আমার ভাই সৌদি আরব থাকে। পরিবারের কিছু টাকার সমস্যা। তাই পার্সোনাল লোন তুলতে চাই। ২ লাখ টাকা তুলতে চাই। আমাকে কি ডাচ্ বাংলা ব্যাংক লোন দিবে। যা যা ডকুমেন্টস লাগে তা দিব।

  9. আমার নিজের নামে ৫ বিঘার মধ্যে ডেইরি খামার সেড ও তিন তলা ফাউন্ডেশন এর ঘর একতলা ভবন আছে। ২০১০ সাল থেকে ডেইরি খামার করে আসতেছি ৫ মাস হলো খামার বিক্রয় করছি।এখন আবার গাভী তুলতে চাই। এ অবস্থায় লোন পাবো পুরো বাড়ী মঠগেজ দিতে পারবো। লাইসেন্স ও ব্যাংক এস্টেটমেন্ট ও ভালো আছে। আমি কি ৩০ লাখ টাকা লোন পাবো? জমির দাম আছে ২.৫০/৩ কোটি টাকা।

  10. আমি গত চার মাস আগে পারসোনাল লোনের আবেদন করি। সকাল কাগজ পত্র দেই, সাতটি চেকের পাতাও দেই কিন্তু এখনও লোন পাইনি। কেন লোন হচ্ছে না তার সঠিক কারণও বলেছে না। চার মাসেও কেন লোন হল না এর সঠিক কারণ জানতে চাই বা কোথায় অভিযোগ করব।

  11. আমার ঢাকার মীরপুরে নিজস্ব বাড়ি আছে। যার আমি ওয়ারিস সুত্রে মালিক। আমার ছোট একটি ব্যবসা আছে। আলহামদুলিল্লাহ মাসে প্রায় ২০০০০ টাকা আয় হয়। ৫ লক্ষ টাকার লোন এর জন্য আবেদন করতে চাই। তাই আমার কি কি কাগজ পএ লাগবে।

  12. আমার দুই লক্ষ টাকা লোন লাগবে, তিন বছরের জন্য, মাসে কতো টাকা দেওয়া লাগবে, আমার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট করা, এই একাউন্টে আমার স্যালারি আসে, আমার জব থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button