কার্ড সার্ভিসক্রেডিট কার্ডডাচ্-বাংলা ব্যাংক পিএলসি
ডিবিবিএল মাস্টারকার্ড গোল্ড লোকাল ক্রেডিট কার্ড
ডিবিবিএল মাস্টারকার্ড গোল্ড লোকাল ক্রেডিট কার্ড ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা সম্বলিত একটি কার্ড।
মূল বৈশিষ্ট্য
- মুনাফার হার- ১৫.০০%, মাসিক ১.২৫% এবং প্রথম ৫০ দিন কোন সুদ ধার্য হবে না
- সর্বনিম্ন মাসিক আয়- ২০,০০০ টাকা
- ব্যালেন্স ট্রান্সফার- কার্ড হোল্ডার তার ডিবিবিএল অ্যাকাউন্টের কার্ড লিমিটের সর্বোচ্চ ৯০% ট্রান্সফার করতে পারবেন
- বার্ষিক ফি- ১ম বছর ফ্রী এবং ২য় বছর থেকে বার্ষিক ফি ৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা
- ক্রেডিট লিমিট- ন্যূনতম: ১,০০,০০০ টাকা এবং সর্বোচ্চ: ৫,০০,০০০ টাকা
- ন্যূনতম বয়স- ২১ বছর
- আবেদনপ্রার্থীর যোগ্যতা- চাকুরীজীবী হতে হবে।
কার্ডের সেবাসমূহ
- সর্বনিম্ন সুদের হার
- বীমার জন্য কোন ফি নেই
- রিওয়ার্ড পয়েন্ট উপার্জনের বিনিময়ে শূন্য বার্ষিক/নবায়ন ফি প্রাপ্তির সুবিধা
- দেরীতে পরিশোধের জন্য কোন ফি নেই
- নগদ উত্তোলনের কোন ফি নেই
- বিশ্বজুড়ে ১০০% নগদ উত্তোলনের সুবিধা
- প্রথম ৫০ দিন কোন সুদ ধার্য হবে না
- যেকোন ডিবিবিএল ব্যাংক হিসাবে সর্বোচ্চ ৯০% তহবিল স্থানান্তরের সুবিধা
- ২টি সম্পূর্ণ ফ্রী পরিপূরক (সাপ্লিমেন্টারি) কার্ড
- যেকোন লেনদেনের জন্য ফ্রী এসএমএস সতর্কবার্তা
- দেশজুড়ে শাখা, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম এবং ফাস্ট ট্র্যাকের সাহায্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ।
প্রয়োজনীয় কাগজপত্র
চাকুরীজীবীদের জন্য
- ই-টিআইএন সার্টিফিকেট
- নিজের এবং নমিনীর ২ কপি করে রঙিন ছবি
- বেতনের সনদপত্র/পে-স্লিপ/সর্বশেষ বৃদ্ধি/ডিবিবিএল অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য সর্বশেষ তিন মাসের ব্যাংক হিসাব (যেকোন একটি)
- অফিস আইডি কার্ডের ফটোকপি
- জাতীয় আইডি কার্ডের ফটোকপি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (যেকোন একটি)
- যেকোন বিলের ফটোকপি (ওয়াসা/বিদ্যুৎ/গ্যাস ইত্যাদি)।
ব্যবসায়ীদের জন্য
- ই-টিআইএন সার্টিফিকেট
- নিজের এবং নমিনীর ২ কপি করে রঙিন ছবি
- বৈধ ট্রেড লাইসেন্সের ফটোকপি
- স্মারকলিপির ফটোকপি
- সর্বশেষ ৬ মাসের ব্যাংক বিবরণী
- বিজনেস কার্ড।
ফি ও চার্জ
- কার্ড পুনঃ ইস্যু ফি: ৫০০ টাকা+ভ্যাট
- পিন পুনঃইস্যু ফি: ২০০ টাকা
- বিলম্বিত সুদ: ২%
- নগদ অগ্রীম (ক্যাশ অ্যাডভান্স) ফি: ১০০ টাকা বা ৩% যেটি বেশি
- ক্রেডিট লিমিট: ৫০%
- নগদ অগ্রীম (ক্যাশ অ্যাডভান্স) এর সুদ: মাসিক ১.২৫% হারে
- ক্রয়ে সুদের হার: ১.২৫%
- সর্বনিম্ন বকেয়া পরিশোধ: ৫০০ টাকা বা ৫% যেটি বেশি
- চেক ফেরত ফি: ৫০ টাকা বা ৫ ডলার
- বাইরের চেক সংগ্রহ ফি: ১০০ টাকা বা ১০ ডলার
- নকল বিবৃতির ফি: প্রতি প্রতিবেদনের জন্য ৫০ টাকা বা ৩ ডলার
- তহবিল স্থানান্তর: স্থানান্তরকৃত পরিমাণের উপর ১% প্রসেসিং ফি
- ব্যালেন্স স্থানান্তর সুদ: ১.৫%
- সার্টিফিকেট ফি: ১৫০ টাকা বা ৫ ডলার
- চেক বই: প্রতি ২০ পেজ ২০০ টাকা (প্রথম চেক বই ফ্রী)
- কার্ড চেক প্রসেসিং ফি: ১%।
- ডিবিবিএল মাস্টারকার্ড গোল্ড লোকাল ক্রেডিট কার্ড এর জন্য আবেদন ফরম পেতে ক্লিক করুন এখানে
Haire vai sob jodi chakri jibi r sorbo nimno 20,000 taka masik income jara kore tader suvida diye rakhen tahole amar moto gorim manus ra ki crad banate parbe na ai tai apnader sokol pokarer suvida
DBBL Master card er masik ba batsorik fee koto taka? ami jakhon card er jonno apply kori tokhon na bujhe amar wife er jonno o akta supporting card niye feli. akhon proshno holo amar duti carder e ki batsorik fee katbe? j DBBL protinidhir maddhome card kori tar kotha onujayi kono fee katar kotha na. asolei seta ki sotti? ullekkho j ami 5/6 month holo card niyechi.