বিশেষ কলাম

ব্যাংকিং সেক্টর নিয়ে বিভ্রান্তি

মুহাম্মদ একরামুল হকঃ আমরা বাঙ্গালীরা গুজবে বিশ্বাসী। গত দুই বছর পূর্বেও ব্যাংক দেউলিয়া হলে যত টাকাই থাকুক এক লক্ষ টাকা পাওয়া যাবে ও ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এ গুজবে অনেকেই তাদের জমানো বিভিন্ন মেয়াদের স্কীম গুলো ভেঙে নগদায়ন করেছিলো। এখন অনেকেই এসে আফসোস করে কেনো মেয়াদ পূর্তির পূর্বে ভাঙালাম। না ভাঙালে এখন ডাবল হতো বা এতো এমাউন্ড হতো।

এবারও এমন একটি গুজব সামজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। সব ব্যাংক দেউলিয়া হয়ে যাবে তাই সবাই ব্যাংক হতে টাকা তুলে নিতে আহবান করছে। এটা বুঝে হউক বা না বুঝে হউক অনেকেই সরকারের বিরোধিতা করতে গিয়ে এ গুজবকে উসকে দিচ্ছে। এটা যে দেশকে পঙ্গু বানানোর ষড়যন্ত্র হচ্ছে এটা অনেকেই বুঝতে পারছেন না। একটা বিষয় বুঝতে হবে সরকার ও রাষ্ট্র একই বিষয় না। সরকারের বিরোধিতা করতে গিয়ে কি আমি রাষ্ট্রের বিরোধিতা করছি কিনা? ব্যাংকিং সেক্টর নিয়ে গুজব রটানো রাষ্ট্রের বিরোধিতা!

সরকার একটা বদল হলে আরেকটি হয়তো আসবে। কিন্তু ব্যাংকিং সেক্টর ধংস হলে রাষ্ট্রের কি হাল হবে তা লিখে বুঝানো যাবে না। তাই সরকারের বিরোধিতা করতে গিয়ে কেউ ব্যাংকিং সেক্টর নিয়ে গুজবকে উসকে দিলে রাষ্ট্রের যে ক্ষতি হবে তা কোন সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না।

ধরে নিলাম এ গুজবে সাড়া দিয়ে সবাই ব্যাংক হতে টাকা তুলে নিলো! সব ব্যাংক বন্ধ হয়ে গেলো! আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলো। সব কলকারখানা ও বন্ধ হয়ে গেলো। কোন দ্রব্য সামগ্রী বাজারে পাওয়া যাচ্ছে না। যা ও পাওয়া গেলো তা ১০ গুন বেশি দামে কিনতে হলো। তখন আপনার ঘরে রাখা টাকার কি কোন মূল্য থাকবে? তাহলে ব্যাংক হতে টাকা তুলে কি লাভ হলো?

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

তাই গুজবে কান না দিয়ে বাংলাদেশ ব্যাংক ও তফশীলভুক্ত ব্যাংক গুলোর উপর আস্থা রাখুন। আশাকরি আফসোস করতে হবেনা ভবিষ্যতে। আর যদি গুজবে কান দিয়ে ব্যাংক হতে টাকা তুলে ঘরে রাখেন আপনিও আফসোসকারীদের দলভুক্ত হবেন নিশ্চিত।

আরও দেখুন:
ব্যাংক কি বা ব্যাংক কাকে বলে?

তাই স্মাটরা সাহসী হয়, ও সাহসীরা বিজয়ী হয়। সিদ্ধান্ত নিন, সাহসী হয়ে বিজয়ী হবেন? নাকি গুজবে কান দিয়ে ভয়ে টাকা ঘরে নিয়ে যাবেন, সিদ্ধান্ত আপনার!

লেখকঃ মুহাম্মদ একরামুল হক, ব্যাংকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button