অভিযোগঃ ব্যাংকারদের জন্য
আটটি বছর চাকরি করেও
নেই যে বাড়ি ঘর
চারিদিকে কেবল দেখি
ধু ধু বালুচর।
পরিবারের সবাই করে
হাজার আর্জি পেশ
সবার তরে খরচ করে
বেতন বোনাস শেষ!
বউ যে আমার গোমরামুখে
ছাড়ে দীর্ঘশ্বাস
হাজার অভাব অনটনে
কাটাই বারোমাস।
মাঝে মাঝে রাগ করে কয়
মোর কপালে ছাই
তোমার আছে ভাই ও ভাবী
বোন ভাগ্নি বোনাই।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
তাদের তরে খরচ করে
ফকির হয়ে থাকো
মোদের তরে ঘর দরজা
কিছুই করো নাকো।
অমুক ভাই তোমার সাথেই
চাকরি করে আজ
গাজীপুরে বাড়ি করে
করছে কারুকাজ।
তুমি ফকির ফকির হয়েই
রইলে চিরকাল
এমন কথা শুনিয়ে সে
জুড়ায় মনের ঝাল।
ভাই ভাবী আর বোন বোনাইয়ের
একই সুরের কথা
তোর লাগিয়া সইছি কতো
দুঃখ কষ্ট ব্যথা।
হায়রে গ্যাদা! বড় হইয়া
ভুইল্যা গেলি সব
সময় এলে সবাই মিলে
করবি অনুভব!
শালা শালি আপন আজি
আমরা নই কেউ
তোর লাগিয়া বুকের মাঝে
শুধু কান্নার ঢেউ।
ওদের তরে খরচ করে
হয়ে গেলি নিঃস্ব
ঘর নেই তোর, বাড়ি নেই
কি যে আজব দৃশ্য!
এক পক্ষ আরেক পক্ষের
খোঁজে হাজার ভুল
এসব নিয়ে মাঝে মাঝে
করে হুলুস্থুল।
(মূলতঃ) সবার তরেই খরচ করি
পেট ভরে না কারো
যতই দেই ততই বলে
দে না গ্যাদা আরো।
এই দুনিয়ার জাহান্নামের
ভুগছি পরাভোগ
আমার তরে ঘরে ঘরে
হাজার অভিযোগ।
লেখকঃ বেলাল হোসেন ফকির, কবি ও ব্যাংকার।