কমিউনিটি ব্যাংক বাংলাদেশ জব সার্কুলারব্যাংক জব সার্কুলার

কমিউনিটি ব্যাংক অফিসার (ভেন্ডর পেমেন্ট) নিয়োগ দেবে

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (Community Bank Bangladesh Limited) বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত একটি প্রতিষ্ঠান। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড তার ব্যবসায়িক শক্তিশালী টিম গঠনের জন্য গতিশীল এবং পরিশ্রমী পেশাদারদের নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের ভেন্ডর পেমেন্ট বিভাগে “অফিসার” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১০ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ অফিসার
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল-টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
✓ একাডেমিক রেকর্ডে কোন তৃতীয় বিভাগ/ শ্রেণি থাকা যাবে না।
✓ প্রফেশনাল কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
✓ ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ ব্যাংক, এনবিএফআইএস বা করপোরেট বিভাগে প্রাসঙ্গিক ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ বাংলা ও ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।
✓ এমএস অফিসে খুব ভালো দক্ষতা থাকতে হবে।
✓ চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজ করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ কেবলমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ দিয়ে থাকে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ১০ জানুয়ারি, ২০২৩।

সোর্সঃ বিডি জবস

About Community Bank Bangladesh Limited:
Community Bank Bangladesh Limited, a concern of Bangladesh Police Kallyan Trust, has been established with a vision to serve communities with the tailor made secured solutions abiding by the highest level of corporate governance.

It aims to contribute to the economic growth of the country by providing financial products & services to the communities across geographies. State-of-the-art Core Banking System is an enabler to operate centrally in optimum magnitude. Community Bank runs on its three core building blocks i.e. Trust, Security and Progress.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button