কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি

কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি

কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি (CBC) হচ্ছে শ্রীলঙ্কার একটি শীর্ষস্থানীয় বানিজ্যিক ব্যাংক। যা ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। যার রয়েছে ২৫০টি শাখা এবং ৬২৫টি এটিএম এবং কর্মীসংখ্যা ৪,৪০০ জন। ১৪ বছরের কার্যক্রমে সফলতার জন্য ব্যাংকটি “গ্লোবাল ফাইন্যান্স” দ্বারা শ্রীলঙ্কার সেরা ব্যাংক বলে বিবেচিত হয়েছে এবং এটি “দি ব্যাংকার” ম্যাগাজিনের ৭ম প্রকাশে ব্যাংক অফ দি ইয়ার বলে বিবেচিত হয়েছে। ব্যাংকটি শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশ ও মালদ্বীপে কমার্শিয়াল ব্যাংক অফ বাংলাদেশ ও কমার্শিয়াল ব্যাংক অফ মালদ্বীপ নামে কার্যক্রম চালায়।

২০০৪-এ কমার্শিয়াল ব্যাংক অফ সিলন বাংলাদেশে দুইটি শাখা খোলার মাধ্যমে কার্যক্রম শুরু করে। এদের একটি ঢাকা ও অন্যটি চট্রগ্রামে অবস্থিত। এটিই শ্রীলঙ্কার প্রথম বানিজ্যিক ব্যাংক যা বিদেশে প্রথম ব্যাংকিং কার্যক্রম শুরু করে।

গত ১৪ বছরে বাংলাদেশে সিবিসি ১৪টি শাখা, ২টি বিশেষ OBU সেকশন এবং ৬টি এসএমই সেন্টার চালু করেছে। কর্পোরেট এবং পার্সোনাল ব্যাংকিং গ্রাহকদের প্রয়োজনীয়তা অনুযায়ী স্বতন্ত্র পণ্য, উচ্চতর সেবার গুণগতমান, কার্যকরী এবং কাস্টমাইজড সমাধানদানে সিবিসি সফলতার সাথে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এক নজরে
নামCommercial Bank of Ceylon
কমার্শিয়াল ব্যাংক অফ সিলন
লোগোCommercial Bank of Ceylon PLC
লিগ্যাল স্টাটাসপাবলিক লিমিটেড কোম্পানী
প্রতিষ্ঠাকাল১৯২০
ধরনপ্রাইভেট ব্যাংক
ক্যাটাগরিকমার্শিয়াল ব্যাংক
উৎপত্তিবিদেশী ব্যাংক
কোড০৮০
ঠিকানাহাদী ম্যানশন, ২ দিলকুশা কমার্শিয়াল এরিয়া, ঢাকা, ০০০
টেলিফোন+৮৮০৪৮৮১০০১০
ফ্যাক্স+৮৮০২ ৯৫৬৫৭০৭, ৯৫৬৬৫৭৪
ইমেইলemail@combankbd.com
ওয়েবসাইটhttps://www.combank.net.bd
সুইফটCCEYBDDH
সার্ভিস
কমার্শিয়াল ব্যাংক অফ সিলন (CBC) কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, ফান্ড ট্রান্সফার এবং ইউটিলিটি বিলসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে। কমার্শিয়াল ব্যাংক অফ সিলন (CBC) এর সেবাসমূহ নিম্নে তুলে ধরা হলো-
* লোন বা ঋণ।
* আমানত হিসাব।
* অনলাইন ব্যাংকিং।
* লকার সুবিধা।
* ইন্টারনেট ব্যাংকিং।
* বাণিজ্যিক ব্যাংকিং।
* মোবাইল ব্যাংকিং।
* কার্ড সার্ভিস।
* কনজুমার লোন।
* এটিএম সেবা।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

• Holiday Banking (হলিডে ব্যাংকিং)
ছুটির দিনে (সরকারি ছুটির দিন বাদে) সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত ব্যাংকের সকল গ্রাহকদের জন্য ধানমন্ডি শাখা BEPZA কমপ্লেক্স, ১৯/ডি, রোড নং ৬, ধনমন্ডি খোলা থাকে।

হলিডে ব্যাংকিং কেন্দ্র, ধানমন্ডি শাখায় যেসকল সেবা পাওয়া যায়-
* ব্যাংক হিসাব এবং ব্যক্তিগত চেক নগদীকরণ;
* চলতি, সঞ্চয়ী, এনএফসিডি এবং আরএফসিডি ব্যাংক হিসাবে অর্থ জমাদান;
* চলতি, সঞ্চয়ী, স্থায়ী, মানি মার্কেট, এনএফসিডি এবং আরএফসিডি হিসাব খোলা যায়।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন।

Register for Holiday Banking (হলিডে ব্যাংকিং এর জন্য নিবন্ধন)
ব্যাংকে যেকোন একটি অ্যাকাউন্ট থাকলে আপনি এই সুবিধাটির জন্য আবেদন করতে পারেন।

How to apply (কিভাবে আবেদন করতে হবে)
যেকোন শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে আপনার নিকটস্থ শাখায় জমা করুন। আপনার হলিডে ব্যাংকিং সুবিধা ২৪ ঘন্টার মধ্যে সক্রিয় হবে।

• Mobile App (মোবাইল অ্যাপ)
আপনি যদি অ্যান্ড্রয়েড বা অ্যাপল iOS ব্যবহারকারী হন তবে আপনি আপনার ডিভাইসের মাধ্যমে “Combank Online Banking” সুবিধাটি সহজেই অ্যাক্সেস করতে পারবেন।

Services (সুবিধা সমূহ)
* ব্যাংক হিসাব বিবরণ দেখা;
* বিল পেমেন্ট করা;
* ক্রেডিট কার্ড পরিচালনা করা;
* অর্থ স্থানান্তর;
* আমানত/ঋণ এবং ট্রেজারি বিলের সংক্ষিপ্ত বিবরণ;
* শাখা ও এটিএম অবস্থান;
* বিনিময় হার;
* সাধারণ নোটিশ।

Application (আবেদন)
এই সুবিধার জন্য বিশেষ আবেদন ফর্ম এর প্রয়োজন হয় না। আপনি “অ্যাপ স্টোর” বা “গুগল প্লে স্টোর” থেকে “ComBank” মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এই সুবিধা উপভোগ করতে পারেন। “ComBank Online” সুবিধাটির জন্য নতুন তালিকাভুক্ত সকল গ্রাহককে প্রথমে এখান থেকে পিসি সংস্করণে লগ ইন করতে হবে। “ComBank Online” এর সকল বিদ্যমান ব্যবহারকারীরা তাদের বর্তমান ইউজার আইডি এবং পিসি সংস্করণের জন্য ব্যবহৃত পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশনটি অ্যাক্সেস করতে পারবেন।

Charges (চার্জ)
ব্যাংকের সকল “ComBank Online” ব্যবহারকারীদের জন্য অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে অফার করা হয়। তবে “ComBank Online” এ নিবন্ধন এবং বার্ষিক ফি প্রযোজ্য হবে।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন।

• Evening Banking (সান্ধ্য ব্যাংকিং)
গুলশান শাখায় সান্ধ্য ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। স্বাভাবিক লেনদেন সময়ের পরে আপনার টাকা জমা করতে পারবেন। ব্যাংকে যেকোন একটি অ্যাকাউন্ট থাকলে আপনি এই সুবিধাটির জন্য আবেদন করতে পারেন।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন।

• e-Passbook (ই-পাসবুক)
আপনি আপনার ফোন থেকেই আপনার সকল অ্যাকাউন্টের লেনদেন এবং ব্যালেন্স পেতে পারেন। কমার্শিয়াল ব্যাংক অব সিলন ই-পাসবুক সুবিধাটি চালু করেছে যা একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড বা অ্যাপল স্মার্ট ফোনে আপনার অ্যাকাউন্ট লেনদেন অনলাইনে বা অফলাইনে দেখতে আরবেন।

Services (সুবিধা সমূহ)
* রিয়েল টাইম অ্যাকাউন্ট ব্যালেন্স এবং আপনার সকল অ্যাকাউন্টের লেনদেন দেখা যায়;
* যেকোন জায়গা থেকে যে কোন সময় অ্যাক্সেস করা যায়;
* বিগত ৩০ দিনের সকল লেনদেন চেক করা যায়;
* ই-পাসবুক সেবার জন্য কোন সার্ভিস চার্জ দিতে হয়না।

Eligibility (নির্বাচিত হবার যোগ্যতা)
* যদি আপনি ব্যাংকের একটি ব্যক্তিগত সঞ্চয়ী অথবা চলতি হিসাবধারী হন তবে আপনি এই সুবিধাটি পেতে পারেন।
* এছাড়া আপনি একটি নতুন ব্যক্তিগত সঞ্চয়ী অথবা চলতি হিসাব খুলে এই সুবিধাটির জন্য অনুরোধ করতে পারেন।
* যৌথ অ্যাকাউন্টধারীরা সকল পক্ষের লিখিত সম্মতি জমা দেওয়ার পরে ই-পাসবুক সুবিধা পেতে পারে।
* আপনি অ্যান্ড্রয়েড বা IOS অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমেও ই-পাসবুক অ্যাক্সেস করতে পারেন।

How to use e-Passbook facility (ই-পাসবুক সুবিধা কিভাবে ব্যবহার করবেন)
ধাপ ০১: অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন;
আপনার অ্যান্ড্রয়েড বা অ্যাপল ডিভাইসের জন্য কমার্সিয়াল ব্যাংক অব সিলন মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এবং অ্যাপ্লিকেশান হোম পেজ “epassbook” এ ক্লিক করুন;

ধাপ ০২: প্রাথমিক অ্যাক্সেস কোড অনুরোধ;
প্রাথমিক অ্যাক্সেস কোড দিয়ে নিবন্ধনের জন্য অনুগ্রহ করে নীচের টেলিফোন নম্বরগুলিতে ই-ব্যাংকিং কল সেন্টারের সাথে যোগাযোগ করুন অথবা আপনার নিকটতম কমার্সিয়াল ব্যাংক অব সিলন শাখায় যোগাযোগ করুন- +৮৮০ ২ ৯৬৬২৭২০ বা +৮৮০২৯৬৬৫১৬৮

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন।

• Online Banking (অনলাইন ব্যাংকিং)
কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর অনলাইন ব্যাংকিং আপনার আঙ্গুলের উপর। অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে দিনে ২৪ ঘন্টা, বছরে ৩৬৫ দিন যেকোন সময় যেকোন জায়গা থেকে আপনার সকল ব্যক্তিগত ব্যাংকিং চাহিদা মেটাতে পারবেন।

Features (বৈশিষ্ট্য সমূহ)
* তহবিল স্থানান্তর (এমনকি যেকোন ব্যাংকে);
* স্থায়ী আমানত বিবরণী;
* ৫ বছরের জন্য অ্যাকাউন্ট বিবরণী;
* চেক বই ইস্যু অনুরোধ;
* স্থায়ী আদেশ অনুরোধ;
* বিবৃতি ডাউনলোড;
* জমাকৃত চেক স্ট্যাটাস;
* ক্রেডিট কার্ড ইনকয়েরি এবং বিল পেমেন্ট;
* ইউটিলিটি বিল পেমেন্ট;
* এলসি খোলা ইত্যাদি।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন।

How to apply (কিভাবে আবেদন করতে হবে)
যেকোন শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে আপনার নিকটস্থ শাখায় জমা করুন অথবা ebanking@combankbd.com এ মেইল করুন। আপনার অনলাইন ব্যাংকিং সুবিধা ২৪ ঘন্টার মধ্যে সক্রিয় হবে।

• Safe Deposit Locker (সেফ ডিপোজিট লকার)
সিবিসি গ্রাহকদের জমাকৃত মূল্যবান সামগ্রীর সর্বোচ্চ নিরাপত্তা মান নিশ্চিত করে নির্বাচিত শাখায় সেফ ডিপোজিট লকার সেবা সরবরাহ করছে।

Features (বৈশিষ্ট্য সমূহ)
* ডেডিকেটেড অফিসার কর্তৃক মূল্যবান এবং ব্যক্তিগত সেবার জন্য সর্বোচ্চ নিরাপত্তা;
* গুলশান ও সিলেট শাখায় লকারের ব্যবস্থা রয়েছে;
* দুই ধরনের লকার রয়েছে;
* ন্যূনতম এক বছরের জন্য ভাড়া দেয়া হয়। ভাড়া অগ্রিম প্রদেয়;
* লকারের জন্য নমীনী নির্ধারণ করা যাবে।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
* সিবিসিতে লকার ভাড়া করতে হলে সিবিসি এর অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে।
* ১০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিত থাকতে হবে (লিয়েন চিহ্নিত করা)।
* চাবি হারিয়ে গেলে স্থানীয় পুলিশ স্টেশন থেকে জিডি এন্ট্রি করে তার একটি কপি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।
* একাধিক লকার যে কোনও সময় ভাড়া নেয়া যেতে পারে।
* প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন।

How to apply (কিভাবে আবেদন করতে হবে)
যেকোন শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে আপনার নিকটস্থ শাখায় জমা করুন।

• ATM Services (এটিএম সেবা)
সিবিসি শপিং কার্ডের গর্বিত মালিক হন। ২৪ ঘন্টা ব্যাংকিং সুবিধা পেতে এটিএম ব্যবহার করুন।

Features (বৈশিষ্ট্য সমূহ)
* ২৪ ঘন্টা ব্যাংকিং
* বাংলা বা ইংরেজিতে পরিচালনা
* ব্যালেন্স অনুসন্ধান
* প্রতিদিন ২০,০০০/- টাকা পর্যন্ত নগদ টাকা উত্তোলন সুবিধা
* ক্যাশ ও চেক জমা
* মিনি বিবৃতি
* তহবিল স্থানান্তর
* সর্বনিম্ন ১০০ টাকা উত্তোলন
* পিন পরিবর্তন সুবিধা।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন।

উপরোক্ত পণ্য এবং সেবার পাশাপাশি কমার্শিয়াল ব্যাংক অফ সিলন (CBC) ডেবিট এবং ক্রেডিট কার্ড সার্ভিস প্রদান করে। POS এবং ATM এর বিস্তৃত নেটওয়ার্ক আপনার ব্যাংকিংকে সহজ এবং ঝুঁকি মুক্ত রাখবে।

শাখা
বাংলাদেশে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন (CBC) এর ১৪টি শাখা এবং ৬টি এসএমই সেন্টারসহ মোট ২০টি শাখা রয়েছে। আপনি নিচের তালিকা থেকে সরাসরি আপনার নিকটবর্তী শাখাকে বেছে নিতে পারেন। কমার্শিয়াল ব্যাংক অফ সিলন (CBC) এর ব্যাংক শাখার নাম, অবস্থান, টেলিফোন নম্বরসহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ শাখার ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখাগুলোর নামের তালিকা সাজিয়েছি।

01. Agrabad Branch
1102/A, Agrabad C/A, Chittagong
Tel: +880 31 713325-7
Fax: +880 31 710978

02. CDA Avenue SME Centre
1691/A, CDA Avenue, 2nd Floor, Ward 08, PS- Khulshi, GEC Circle, Chittagong
Tel: +880 31 2551325

03. CEPZ Off-shore Banking Unit
Zone Service Complex, CEPZ, Chittagong
Tel: +880 31 740344

04. Corporate Branch
Hadi Tower, NW(K)-1, Road# 50, Kemal Ataturk Avenue, Gulshan-2, Dhaka-1212
Tel: +880 2 48810010
Fax: +880 2 48810022

05. Dhaka OBU
Off-shore Banking Unit, 49 Gulshan Avenue, Dhaka- 1212
Tel: +880 2 8824147
Fax: +880 2 8824147

06. Dhanmondi Branch
BEPZA Complex, House# 19/D, Road# 6, Dhanmondi, Dhaka- 1205
Tel: +880 2 9634261-2
Fax: +880 2 9634285

07. eBanking and Card Center
75, Shahid Tajuddin Ahmed Sharani, Tejgaon Industrial Area, Dhaka-1208
Tel: + 880 2 9831105-6 Ext. 301-306
Tel: + 880 2 9831021 (Direct)

08. Gulshan Branch
49, Gulshan Avenue, Dhaka-1212.
Tel: +880 2 9844380
Fax: +880 2 8824147

09. Jubilee Road SME Centre
Wazhico Tower (1st Floor), 263, Jubilee Road, Chittagong.
Tel: +880 31 2857557
Fax: +880 31 2857557

10. Mirpur Branch
Genusys Heights, 623 & 624 Begum Rokeya Sharani, Kazipara, Mirpur, Dhaka-1216.
Tel: +880 2 55073367
Tel: +880 2 55073369
Fax: +880 2 8035810

11. Motijheel Branch
Hadi Mansion, 2 Dilkusha C/A, Dhaka-1000.
Tel: +880 2 47114623
Tel: +880 2 47114689
Tel: +880 2 47114692
Fax: +880 2 47123483

12. Narayanganj Branch
Mid Town Complex, (2nd Floor), 79, Bangabandhu Road,
Tel: +880 2 7642288
Fax: +880 2 7641244

13. Old Dhaka SME Centre
Bangsal Road, 91, Shahid Nazrul Islam Sharani (1st floor), (old 19 Malitola lane), Dhaka-1100.
Tel: +880 2 47111438
Fax: +880 2 7111438

14. Panthapath Branch
4, Panthapath C/A, Royal Tower (1st floor), Dhaka-1205
Tel: +880 2 55013932
Tel: +880 2 55013933
Fax: +880 2 55013931

15. Progati Sharani SME Centre
Kazi Tower (1st Floor), 57/1, Kuril Progati Sharani, Bishwaroad, Dhaka
Tel: +880 2 8417033
Fax: +880 2 8417033

16. Shantinagar SME Centre
Tropical Razia Palace (H-2, 2nd Floor), House # 26/1, Chamelibagh, Shantinagar, Dhaka
Tel: +880 2 48312380
Fax: +880 2 8312380

17. Sylhet Branch
982 Dargah Gate, Sylhet,
Tel: +880 821 728351-2
Fax: +880 821 728353

18. Tejgaon Branch
75, Shahid Tajuddin Ahmed Sharani, Tejgaon Industrial Area, Dhaka-1208.
Tel: +880 2 9831105
Tel: +880 2 9831106
Fax: +880 2 9831107

19. Tongi SME Centre
Banesa Complex (Ground Floor), 26, Anarkoli Road, P.S. Tongi, District, Gazipur, Dhaka
Tel: +880 2 9816863
Fax: +880 2 9816863

20. Uttara Branch
Plot#12, Road#14C, Sector – 4, Uttara Model Town
Tel: +880 2 58954651
Tel: +880 2 58954874
Fax: +880 2 58954654

ATM বুথ
কমার্শিয়াল ব্যাংক অফ সিলন (CBC) এর ২০টি ATM বুথ রয়েছে। আপনি নীচে তালিকা থেকে সরাসরি আপনার কাছাকাছি বুথটি বেছে নিতে পারেন। কমার্শিয়াল ব্যাংক অফ সিলন (CBC) এর ATM Booth এর নাম, অবস্থান সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ ATM Booth এর ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে ATM Booth গুলোর নামের তালিকা সাজিয়েছি।

01. Agrabad Branch
1102/A, Agrabad C/A, Chittagong
Tel: +880 31 713325-7
Fax: +880 31 710978

02. CDA Avenue SME Centre
1691/A, CDA Avenue, 2nd Floor, Ward 08, PS- Khulshi, GEC Circle, Chittagong
Tel: +880 31 2551325

03. CEPZ Off-shore Banking Unit
Zone Service Complex, CEPZ, Chittagong
Tel: +880 31 740344

04. Corporate Branch
Hadi Tower, NW(K)-1, Road# 50, Kemal Ataturk Avenue, Gulshan-2, Dhaka-1212
Tel: +880 2 48810010
Fax: +880 2 48810022

05. Dhaka OBU
Off-shore Banking Unit, 49 Gulshan Avenue, Dhaka- 1212
Tel: +880 2 8824147
Fax: +880 2 8824147

06. Dhanmondi Branch
BEPZA Complex, House# 19/D, Road# 6, Dhanmondi, Dhaka- 1205
Tel: +880 2 9634261-2
Fax: +880 2 9634285

07. Gulshan Branch
49, Gulshan Avenue, Dhaka-1212.
Tel: +880 2 9844380
Fax: +880 2 8824147

08. Level- 1, Block-C
Level- 1, Block-C (adjacent to capsule lift), Bashundhara City, Panthapath, Dhaka- 1215

09. Mirpur Branch
Genusys Heights, 623 & 624 Begum Rokeya Sharani, Kazipara, Mirpur, Dhaka-1216.
Tel: +880 2 55073367
Tel: +880 2 55073369
Fax: +880 2 8035810

10. Motijheel Branch
Hadi Mansion, 2 Dilkusha C/A, Dhaka-1000.
Tel: +880 2 47114623
Tel: +880 2 47114689
Tel: +880 2 47114692
Fax: +880 2 47123483

11. Narayanganj Branch
Mid Town Complex, (2nd Floor), 79, Bangabandhu Road,
Tel: +880 2 7642288
Fax: +880 2 7641244

12. Narsingdi
PRAN Industrial Park, Palash, Ghorashal, Narsingdi.

13. Old Dhaka SME Centre
Bangsal Road, 91, Shahid Nazrul Islam Sharani (1st floor), (old 19 Malitola lane), Dhaka-1100.
Tel: +880 2 47111438
Fax: +880 2 7111438

14. Panthapath Branch
4, Panthapath C/A, Royal Tower (1st floor), Dhaka-1205
Tel: +880 2 55013932
Tel: +880 2 55013933
Fax: +880 2 55013931

15. Shantinagar SME Centre
Tropical Razia Palace (H-2, 2nd Floor), House # 26/1, Chamelibagh, Shantinagar, Dhaka
Tel: +880 2 48312380
Fax: +880 2 8312380

16. Sylhet Branch
982 Dargah Gate, Sylhet,
Tel: +880 821 728351-2
Fax: +880 821 728353

17. Sylhet
Plot No. 7, Bishwa Road, Chalibandar, Sylhet.

18. Tejgaon Branch
75, Shahid Tajuddin Ahmed Sharani, Tejgaon Industrial Area, Dhaka-1208.
Tel: +880 2 9831105
Tel: +880 2 9831106
Fax: +880 2 9831107

19. Tongi SME Centre
Banesa Complex (Ground Floor), 26, Anarkoli Road, P.S. Tongi, District, Gazipur, Dhaka
Tel: +880 2 9816863
Fax: +880 2 9816863

20. Uttara Branch
Plot# 12, Road# 14C, Sector – 4, Uttara Model Town, Dhaka
Tel: +880 2 58954651
Tel: +880 2 58954874
Fax: +880 2 58954654

রাউটিং নম্বর
ব্যাংক রাউটিং নম্বর একটি নয় অঙ্কের সনাক্তকরণ নম্বর এবং এই নম্বর নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে সনাক্ত করে যার উপর অর্থ প্রদান করা হয়। এই বিশেষ কোডের ৩ সংখ্যা ব্যাংক কোড, ২ সংখ্যা জেলা কোড, ৩ সংখ্যা শাখা কোড এবং সর্বশেষ ১ সংখ্যা চেক ডিজিটের সংমিশ্রণে তৈরি হয়। এই নম্বরটি ব্যাংক চেকের নীচে-বামে মুদ্রিত থাকে।

কমার্শিয়াল ব্যাংক অফ সিলন (CBC) এর মোট ২০টি শাখা রয়েছে। আমরা নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর রাউটিং নম্বরের তালিকা সাজিয়েছি।

শাখার নামরাউটিং নম্বর
Agrabad Branch080151966
CDA Avenue SME Centre
CEPZ Off-shore Banking Unit
Corporate Branch080260857
Dhaka OBU080271512
Dhanmondi Branch080261180
eBanking and Card Center
Gulshan Branch080261722
Jubilee Road SME Centre
Mirpur Branch080262989
Motijheel Branch080271512
Narayanganj Branch080671183
Old Dhaka SME Centre080270005
Panthapath Branch080263612
Progati Sharani SME Centre
Shantinagar SME Centre
Sylhet Branch080913670
Tejgaon Branch080264482
Tongi SME Centre
Uttara Branch080264637
কার্ড

• Cards (কার্ড)
কমার্শিয়াল ব্যাংক অফ সিলন (CBC) তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাংকিং সহজ ও সাবলীল করার জন্য বিভিন্ন ধরনের কার্ড প্রদান করে। আপনার সাথে এই কার্ড থাকলে নগদ অর্থ বহন করার প্রয়োজন হবে না, খাওয়া-দাওয়া বা ভ্রমণ করা যাই হোক না কেন সকল সুবিধা পাবেন। এই কার্ড ব্যবহার করা খুব সহজ এবং সুরক্ষিত।

কমার্শিয়াল ব্যাংক অব সিলন কার্ড আপনাকে বিস্তৃত ছাড় এবং সহজ পেমেন্ট সুবিধা প্রদান করে। CPC এর ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়ে সুবিধামত এবং সুরক্ষিতভাবে কেনাকাটা করুন।আপনি সহজেই কমার্শিয়াল ব্যাংক অফ সিলন (CBC) এর যেকোন শাখা থেকে অ্যাকাউন্ট খুলে কার্ড পেতে পারেন। আবেদন ফরম পূরণ করে জমা দেয়ার ৭ কার্যদিবসের মধ্যে কার্ডটি পাবেন।

• Debit Cards (ডেবিট কার্ড)
কমার্শিয়াল ব্যাংক ভিসা শপিং ডেবিট কার্ড দিয়ে যেকোন আউটলেট থেকে পণ্য এবং সেবা কেনার সবচেয়ে সহজতম ও সুবিধাজনক উপায়। CPC এর ভিসা শপিং কার্ড VISA লোগো সম্বলিত দোকান এবং এটিএম থেকে সেবা নেয়া যায়। ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডটি দেশে এবং বিদেশে ব্যবহার করতে পারবেন।

Features (বৈশিষ্ট্য সমূহ)
সহজ এবং সুবিধাজনক ক্রয় সুবিধা।
* আন্তর্জাতিক ডেবিট কার্ড বিশ্বব্যাপী গৃহীত।
* কমার্শিয়াল ব্যাংক এটিএম থেকে অর্থ উত্তোলন ফ্রি এবং অন্যান্য বুথ থেকে ১৫ টাকা + ১৫% ভ্যাট প্রযোজ্য।
* এসএমএস এলার্ট সেবা।
* ৭০০০ আউটলেট সুবিধা।
* কার্ডের দৈনিক উত্তোলন সীমা ২০,০০০ টাকা এবং মার্চেন্ট পয়েন্টে দৈনিক ক্রয় সীমা ৫০,০০০ টাকা।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন।

How to apply (কিভাবে আবেদন করতে হবে)
যেকোন শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে আপনার নিকটস্থ শাখায় জমা করুন। বিস্তারিত জানতে (২৪x৭x৩৬৫) কল সেন্টার নম্বর ০১৭৫৫৫৫৫৪৪৩ এ যোগাযোগ করুন।

• Credit Cards (ক্রেডিট কার্ড)
কমার্শিয়াল ব্যাংক অফ সিলন (CBC) তাদের গ্রাহকদের জীবন যাত্রার মান সহজ ও সাবলীল করার জন্য বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড প্রদান করে। আপনার সাথে এই কার্ড থাকলে নগদ অর্থ বহন করার প্রয়োজন হবে না, খাওয়া-দাওয়া বা ভ্রমণ করা যাই হোক না কেন সকল সুবিধা পাবেন। এই কার্ড ব্যবহার করা খুব সহজ এবং সুরক্ষিত।

• Platinum Cards (প্ল্যাটিনাম কার্ড)
প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডের সাথে আপনার জীবনকে উপভোগ করুন। কমার্শিয়াল ব্যাংক ভিসা প্ল্যাটিনাম কার্ড উচ্চাভিলাষী এবং আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য সবচেয়ে ভাল একটি সুযোগ।

Features (বৈশিষ্ট্য সমূহ)
* PIN ভিত্তিক চিপ কার্ডের সাথে সর্বোচ্চ নিরাপত্তা উপভোগ করুন।
* অনলাইন ব্যাংকিং এবং ই-পাসবুকের মাধ্যমে এক ক্লিকে ক্রেডিট কার্ডের বিবরণ প্রাপ্তি।
* আপনি যদি ১৮ বছরের বেশি বয়সী এবং প্রতি মাসে ন্যূনতম ২,০০,০০ টাকা বেতনসহ স্থায়ী কর্মচারী হন তবে আপনি কমার্শিয়াল ব্যাংক প্ল্যাটিনাম কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
* আপনি সর্বনিম্ন ক্রেডিট সীমা ৪,০০,০০০ টাকা পাবেন। (শর্ত প্রযোজ্য)
* রেস্টুরেন্ট, হোটেল এবং বিমান সংস্থা থেকে ডিসকাউন্ট সুবিধা।
* আপনি কোন পণ্য করে মাসিক কিস্তিতে তার মূল্য পরিশোধ করতে পারবেন।
* আপনার প্রতিটি লেনদেন এসএমএস এলার্ট দ্বারা সুরক্ষিত এবং ই-কমার্স লেনদেন OTP দ্বারা সুরক্ষিত।
* আপনি “ভিসা ইন্টারন্যাশনাল” এর দেওয়া ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
* এক ক্লিকে আপনার ক্রেডিট কার্ড এর বিস্তারিত জানা।
* CPC অনলাইন ব্যাংকিং সুবিধা আপনাকে আপনার ক্রেডিট কার্ডে তাত্ক্ষণিক অ্যাক্সেস দেয়।
* আপনার সঞ্চয়ী বা চলতি হিসাবের মাধ্যমে ক্রেডিট কার্ড নিষ্পত্তির তথ্য জানা।
* বর্তমান এবং পূর্ববর্তী বিবৃতি দেখা।
* ব্যালেন্স অনুসন্ধান।

How to apply (কিভাবে আবেদন করতে হবে)
আপনার বয়স যদি ১৮ থেকে ৬০ বছরের মধ্যে এবং বাংলাদেশী নাগরিক হন এবং সর্বনিম্ন আয় ২,০০,০০০ মাসিক ইনকাম হয়তাহলে আপনি কমার্শিয়াল ব্যাংক প্ল্যাটিনাম কার্ডের জন্য আবেদন করতে পারেন। যেকোন শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে আপনার নিকটস্থ শাখায় জমা করুন।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে (২৪x৭x৩৬৫) কল সেন্টার নম্বর ০১৭৫৫৫৫৫৪৪৩ এ যোগাযোগ করুন।

• Visa Global Gold and Classic (ভিসা গ্লোবাল গোল্ড এবং ক্লাসিক)
কমার্শিয়াল ব্যাংক ক্রেডিট কার্ডের সাথে আপনার জীবনকে উপভোগ করুন।

Features (বৈশিষ্ট্য সমূহ)
* PIN ভিত্তিক চিপ কার্ডের সাথে সর্বোচ্চ নিরাপত্তা উপভোগ করুন।
* দ্রুত ও নিরাপদ।
* ভিসা সমর্থিত বিশ্ব ব্যাপী গৃহীত।
* অনলাইন ব্যাংকিং এবং ই-পাসবুকের মাধ্যমে এক ক্লিকে ক্রেডিট কার্ডের বিবরণ প্রাপ্তি।
* রেস্টুরেন্ট, হোটেল এবং বিমান সংস্থা থেকে ডিসকাউন্ট সুবিধা।
* আপনি কোন পণ্য করে মাসিক কিস্তিতে তার মূল্য পরিশোধ করতে পারবেন।
* আপনার প্রতিটি লেনদেন এসএমএস এলার্ট দ্বারা সুরক্ষিত এবং ই-কমার্স লেনদেন OTP দ্বারা সুরক্ষিত।
* আপনি “ভিসা ইন্টারন্যাশনাল” এর দেওয়া ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
* এক ক্লিকে আপনার ক্রেডিট কার্ড এর বিস্তারিত জানা।
* বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিনিময় হারে ক্ষতি হবার কোন সম্ভাবনা নেই।
* মার্চেন্ট আউটলেটগুলোতে লেনদেনের ক্ষেত্রে সর্বাধিক ৪৫ দিনের জন্য ইন্টারেস্ট ফ্রি।
* ক্রেডিট সীমার ৫০% পর্যন্ত নগদ উত্তোলন সুবিধা।
* সাপ্লিমেন্টারি কার্ড সুবিধা।

How to apply (কিভাবে আবেদন করতে হবে)
আপনার বয়স যদি ১৮ থেকে ৬০ বছরের মধ্যে এবং বাংলাদেশী নাগরিক হন এবং সর্বনিম্ন আয় ২০,০০০ মাসিক ইনকাম হয় তাহলে আপনি কমার্শিয়াল ব্যাংক ভিসা গ্লোবাল গোল্ড এবং ক্লাসিক কার্ডের জন্য আবেদন করতে পারেন। যেকোন শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে আপনার নিকটস্থ শাখায় জমা করুন।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে (২৪x৭x৩৬৫) কল সেন্টার নম্বর ০১৭৫৫৫৫৫৪৪৩ এ যোগাযোগ করুন।

হিসাব
কমার্শিয়াল ব্যাংক অফ সিলন (CBC) তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের হিসাব রেখেছে। নিম্নে হিসাবের নাম ও সুবিধা সমূহ তুলে ধরা হলো-

• Current Accounts (চলতি হিসাব)
সিবিসি এর চলতি হিসাবগুলো আপনাকে সহজেই আপনার দৈনন্দিন ব্যবসায়িক লেনদেন পরিচালনার সুবিধা দেয়। নিম্নে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের চলতি হিসাব সমূহ তুলে ধরা হলো-

• FreeCom-Current Accounts (ফ্রিকম-চলতি হিসাব)
কমার্শিয়াল ব্যাংক অব সিলনের চলতি হিসাব আপনাকে আপনার দৈনন্দিন ব্যবসায়িক লেনদেনে পেশাগতভাবে এবং দক্ষতার সাথে পরিচালনা করার সুবিধা দিয়ে থাকে। সিবিসিতে আপনার ফ্রিকম চলতি হিসাবে ন্যূনতম ১,০০,০০০ টাকা জমা রাখার মাধ্যমে বিভিন্ন সেবা উপভোগ করুন।

Benefits of FreeCom Current Accounts (ফ্রিকম-চলতি হিসাবের উপকারিতা)
* আপনি সহজে আপনার দৈনন্দিন লেনদেন পরিচালনা করতে পারবেন।
* আপনি অতিরিক্ত তহবিলের প্রয়োজন হিসাবে ওভারড্রাফ্ট সুবিধা পেতে ব্যাংককে অনুরোধ করতে পারেন।
* আপনি অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং যে কোনও বাণিজ্যিক ব্যাংকের এটিএম বা ভিসা নেটওয়ার্ক এর মাধ্যমে যে কোনও শাখা থেকে আপনার হিসাব অ্যাক্সেস এবং পরিচালনা করতে পারবেন।
* এছাড়াও আপনি ভিসা নেটওয়ার্কের সাথে সংযুক্ত POS মেশিনের মাধ্যমে ডেবিট কার্ড ব্যবহার করে পণ্য কেনা কাটা এবং সেবার জন্য অর্থ প্রদান করতে পারবেন।
* চেক জমা গ্রহণ ও সংগ্রহ।

Feature of FreeCom current account (ফ্রিকম-চলতি হিসাবের বৈশিষ্ট্য)
* হিসাব রক্ষণাবেক্ষণ ফি- ফ্রি।
* দৈনন্দিন লেনদেন পরিচালনা।
* ইন্টারনেট ব্যাংকিং ফি- ফ্।
* ডেবিট কার্ড ফি- ফ্রি।
* প্রাথমিক আমানত ১,০০,০০০ টাকা জমা দিয়ে যে কেউ এই হিসাবটি খুলতে পারে।
* ত্রৈমাসিক স্টেটমেন্ট ফ্রি এবং যে কেউ ই-স্টেটমেন্ট ফ্রি নেয়ার জন্য আবেদন করতে পারে।

Required documents (প্রয়োজনীয় কাগজাদি)
* নমুনা স্বাক্ষর কার্ড যথাযথভাবে সম্পন্ন করা।
* হিসাব খোলার আবেদন পত্র যা প্রত্যেক আবেদনকারীকে পূরণ ও স্বাক্ষর করতে হবে।
* পরিচয় প্রদানকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেক আবেদনকারীর সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
* জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
* নমিনী বা নমিনীগণের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
* হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) এর অনুলিপি (যদি থাকে)।
* বিদেশী নাগরিকের ক্ষেত্রে পাসপোর্ট, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট এর অনুলিপি।
* হালনাগাদ টি.আই.এন সার্টিফিকেটের অনুলিপি (যদি থাকে)।

Open Account (হিসাব খোলা)
* আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয় এবং একজন বাংলাদেশী নাগরিক হন তবে আপনি ফ্রিকম-চলতি হিসাব খুলতে পারবেন।
* আপনাকে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি সাথে আনতে হবে।
* আবেদনপত্র ডাউনলোড বা সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের যেকোন শাখায় জমা দিন।

• Regular Current Accounts (সাধারণ চলতি হিসাব)
কমার্শিয়াল ব্যাংক অব সিলনের চলতি হিসাব আপনাকে আপনার দৈনন্দিন লেনদেন পরিচালনার সুবিধা দেয়। এই হিসাবের মাধ্যমে আপনি আপনার ভবিষ্যতের পথ সুগম করতে এবং বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন।

Feature of regular current account (সাধারণ চলতি হিসাবের বৈশিষ্ট্য)
* আপনি বিনামূল্যে একটি ডেবিট কার্ড পাবেন।
* চেক জমা গ্রহণ ও সংগ্রহ।
* ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে হিসাব পরিচালনা করার ক্ষমতা।
* পেমেন্ট, রেমিটেন্স, তহবিল স্থানান্তর, স্থায়ী আদেশ, ইউটিলিটি বিল ইত্যাদি সুবিধা।
* আপনি অতিরিক্ত তহবিলের প্রয়োজন হিসাবে ওভারড্রাফ্ট সুবিধা পেতে পারেন।
* দেশের যেকোন শাখা থেকে আপনার কমার্শিয়াল ব্যাংক অব সিলনের চলতি হিসাব পরিচালনা করার ক্ষমতা।
* আপনি অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং যে কোনও বাণিজ্যিক ব্যাংকের এটিএম বা ভিসা নেটওয়ার্ক এর মাধ্যমে যে কোনও শাখা থেকে আপনার হিসাব অ্যাক্সেস এবং পরিচালনা করতে পারবেন।
* এছাড়াও আপনি ভিসা নেটওয়ার্কের সাথে সংযুক্ত POS মেশিনের মাধ্যমে ডেবিট কার্ড ব্যবহার করে পণ্য কেনা কাটা এবং সেবার জন্য অর্থ প্রদান করতে পারবেন।

Required documents (প্রয়োজনীয় কাগজাদি)
* নমুনা স্বাক্ষর কার্ড যথাযথভাবে সম্পন্ন করা।
* হিসাব খোলার আবেদন পত্র যা প্রত্যেক আবেদনকারীকে পূরণ ও স্বাক্ষর করতে হবে।
* পরিচয় প্রদানকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেক আবেদনকারীর সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
* জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
* নমিনী বা নমিনীগণের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
* হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) এর অনুলিপি (যদি থাকে)।
* বিদেশী নাগরিকের ক্ষেত্রে পাসপোর্ট, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট এর অনুলিপি।
* হালনাগাদ টি.আই.এন সার্টিফিকেটের অনুলিপি (যদি থাকে)।

Open Account (হিসাব খোলা)
* আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয় এবং একজন বাংলাদেশী নাগরিক হন তবে আপনি ফ্রিকম-চলতি হিসাব খুলতে পারবেন।
* আপনাকে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি সাথে আনতে হবে।
* আবেদনপত্র ডাউনলোড বা সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের যেকোন শাখায় জমা দিন।

• Savings Accounts (সঞ্চয়ী হিসাব)
কমার্শিয়াল ব্যাংক অব সিলন আপনাকে বিভিন্ন সঞ্চয়ী হিসাব অফার করে থাকে। আপনার চাহিদার উপর ভিত্তি করে আপনি এমন একটি হিসাব নির্বাচন করতে পারেন যা আপনাকে অর্থ সংরক্ষণ করতে সহায়তা করবে।

• Regular Savings Account (সাধারণ সঞ্চয়ী হিসাব)
সাধারণ সঞ্চয়ী হিসাব বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। সুদ দৈনিক ভিত্তিতে গণনা করা হয় এবং মাসিক বা অর্ধ-বার্ষিক হিসেবে অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। দেশে বা দেশের বাইরে থেকে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা যেকোন সময় অ্যান্ড্রয়েড বা আইওএস সমর্থিত এপস ও ভিসা এটিএম নেটওয়ার্কের মাধ্যমে আপনার হিসাব অ্যাক্সেস করতে পারবেন।

Feature of regular savings account (সাধারণ সঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্য)
* আপনি বিনামূল্যে একটি ডেবিট কার্ড পাবেন।
* চেক জমা গ্রহণ ও সংগ্রহ।
* ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে হিসাব পরিচালনা করার ক্ষমতা।
* পেমেন্ট, রেমিটেন্স, তহবিল স্থানান্তর, স্থায়ী আদেশ, ইউটিলিটি বিল ইত্যাদি সুবিধা।
* আপনি অতিরিক্ত তহবিলের প্রয়োজন হিসাবে ওভারড্রাফ্ট সুবিধা পেতে পারেন।
* দেশের যেকোন শাখা থেকে আপনার কমার্শিয়াল ব্যাংক অব সিলনের চলতি হিসাব পরিচালনা করার ক্ষমতা।
* আপনি অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং যে কোনও বাণিজ্যিক ব্যাংকের এটিএম বা ভিসা নেটওয়ার্ক এর মাধ্যমে যে কোনও শাখা থেকে আপনার হিসাব অ্যাক্সেস এবং পরিচালনা করতে পারবেন।
* এছাড়াও আপনি ভিসা নেটওয়ার্কের সাথে সংযুক্ত POS মেশিনের মাধ্যমে ডেবিট কার্ড ব্যবহার করে পণ্য কেনা কাটা এবং সেবার জন্য অর্থ প্রদান করতে পারবেন।

Required documents (প্রয়োজনীয় কাগজাদি)
* নমুনা স্বাক্ষর কার্ড যথাযথভাবে সম্পন্ন করা।
* হিসাব খোলার আবেদন পত্র যা প্রত্যেক আবেদনকারীকে পূরণ ও স্বাক্ষর করতে হবে।
* পরিচয় প্রদানকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেক আবেদনকারীর সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
* জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
* নমিনী বা নমিনীগণের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
* প্রাথমিক জমা।
* হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) এর অনুলিপি (যদি থাকে)।
* বিদেশী নাগরিকের ক্ষেত্রে পাসপোর্ট, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট এর অনুলিপি।
* হালনাগাদ টি.আই.এন সার্টিফিকেটের অনুলিপি (যদি থাকে)।
* এছাড়া ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য কাগজপত্র।

• FreeCom Savings Account (ফ্রিকম সঞ্চয়ী হিসাব)
সিবিসি আপনার প্রয়োজনকে বোঝে! আপনার ফ্রিকম সঞ্চয়ী হিসাবে ন্যূনতম ১,০০,০০০ টাকা জমা রাখার মাধ্যমে বিভিন্ন সেবা উপভোগ করুন।

Feature of FreeCom savings account (ফ্রিকম সঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্য)
* অধিক রিটার্ন গ্যারান্টিযুক্ত।
* উচ্চ সুদের হার।
* আপনার আমানত বৃদ্ধি।
* ন্যূনতম ১,০০,০০০ টাকা জমা দিয়ে এই হিসাব খুলতে পারবেন।
* সুদ দৈনিক ভিত্তিতে গণনা করা হয় এবং মাসিক বা অর্ধ-বার্ষিক হিসেবে অ্যাকাউন্টে জমা করা হয়।
* বিশেষ বৈশিষ্ট্য।
* হিসাব রক্ষণাবেক্ষণ ফি- ফ্রি।
* চেক বই ইস্যু- ফ্রি।
* ডেবিট কার্ড- ফ্রি, ইন্টারনেট ব্যাংকিং, ই পাসবুক এবং ক্রেডিট কার্ড- ফ্রি (* শর্ত প্রযোজ্য)।
* দেশের যেকোন শাখা থেকে আপনার কমার্শিয়াল ব্যাংক অব সিলনের চলতি হিসাব পরিচালনা করার ক্ষমতা।
* আপনি অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং যে কোনও বাণিজ্যিক ব্যাংকের এটিএম বা ভিসা নেটওয়ার্ক এর মাধ্যমে যে কোনও শাখা থেকে আপনার হিসাব অ্যাক্সেস এবং পরিচালনা করতে পারবেন।
* এছাড়াও আপনি ভিসা নেটওয়ার্কের সাথে সংযুক্ত POS মেশিনের মাধ্যমে ডেবিট কার্ড ব্যবহার করে পণ্য কেনা কাটা এবং সেবার জন্য অর্থ প্রদান করতে পারবেন।

Required documents (প্রয়োজনীয় কাগজাদি)
* নমুনা স্বাক্ষর কার্ড যথাযথভাবে সম্পন্ন করা।
* হিসাব খোলার আবেদন পত্র যা প্রত্যেক আবেদনকারীকে পূরণ ও স্বাক্ষর করতে হবে।
* পরিচয় প্রদানকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেক আবেদনকারীর সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
* জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
* নমিনী বা নমিনীগণের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
* প্রাথমিক জমা।
* হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) এর অনুলিপি (যদি থাকে)।
* বিদেশী নাগরিকের ক্ষেত্রে পাসপোর্ট, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট এর অনুলিপি।
* হালনাগাদ টি.আই.এন সার্টিফিকেটের অনুলিপি (যদি থাকে)।
* এছাড়া ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য কাগজপত্র।

Open Account (হিসাব খোলা)
* আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয় এবং একজন বাংলাদেশী নাগরিক হন তবে আপনি ফ্রিকম-চলতি হিসাব খুলতে পারবেন।
* আপনাকে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি সাথে আনতে হবে।
* আবেদনপত্র ডাউনলোড বা সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের যেকোন শাখায় জমা দিন।

• Shamriddhi Account (সমৃদ্ধি হিসাব)
সমৃদ্ধি একটি উদ্ভাবনী সঞ্চয় হিসাব যা বিশেষভাবে উচ্চ রিটার্ন দেয়ার করার জন্য প্রণয়ন করা হয়েছে।

Feature of Shamriddhi Accounts (সমৃদ্ধি হিসাবের বৈশিষ্ট্য)
* সুদের হার সঞ্চয়ী হিসাব থেকে ১% বেশি।
* সুদ দৈনিক ভিত্তিতে গণনা করা হয় এবং মাসিক বা অর্ধ-বার্ষিক হিসেবে অ্যাকাউন্টে জমা করা হয়।
* আপনার সুবিধামত টাকা উত্তোলন।
* ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
* জমাকৃত টাকার বিপরীতে ক্রেডিট সুবিধা।
* ১,০০,০০০ টাকা পর্যন্ত ডিপোজিট জমা দিতে হবে।
* প্রাথমিক জমার পরিমাণ ৫০,০০০ টাকা।
* ই পাসবুক সুবিধা সম্পূর্ণ ফ্রি।
* প্রথম ডেবিট কার্ড ফ্রি, তবে রিনিউয়াল চার্জ প্রযোজ্য হবে।

Open Account (হিসাব খোলা)
* আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয় এবং একজন বাংলাদেশী নাগরিক হন তবে আপনি এই হিসাব খুলতে পারবেন।
* আপনাকে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি সাথে আনতে হবে।
* আবেদনপত্র ডাউনলোড বা সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের যেকোন শাখায় জমা দিন।

• Bonus Savings Account (বোনাস সঞ্চয়ী হিসাব)
বোনাস সঞ্চয়ী হিসাব স্থায়ী আমানত এবং সঞ্চয়ী হিসাবগুলোর মধ্যে একটি মিশ্রণ। এটি সঞ্চয়ী হিসাবের সকল সুবিধা এবং স্থায়ী আমানতের সুদের সাথে সংযুক্ত।

Feature of Bonus Savings Accounts (বোনাস সঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্য)
* বোনাস সঞ্চয়ী হিসাব একটি স্বাভাবিক সঞ্চয়ী হিসাবের মতো পরিচালিত হয়ে থাকে।
* একটি নির্দিষ্ট আমানতের উপর অধিক আয় – বোনাস সঞ্চয়ী হিসাবে ছয় মাসের মধ্যে উত্তোলন সংখ্যা দুই বার অতিক্রম না করলে সুদের উপর অতিরিক্ত ৫০% বোনাস পাবেন।
* দৈনিক ভিত্তিতে সুদ গণনা করা হয় এবং প্রতি ছয় মাস পর হিসাবে জমা করা হয়।
* ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
* ই পাসবুক সুবিধা সম্পূর্ণ ফ্রি।
* চেক বই ফ্রি।
* প্রাথমিক জমার পরিমাণ ১,০০,০০০ টাকা।

Open Account (হিসাব খোলা)
* আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয় এবং একজন বাংলাদেশী নাগরিক হন তবে আপনি এই হিসাব খুলতে পারবেন।
* আপনাকে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি সাথে আনতে হবে।
* আবেদনপত্র ডাউনলোড বা সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের যেকোন শাখায় জমা দিন।

• DotCom Youth Savings Account (ডটকম তারূণ্য সঞ্চয়ী হিসাব)
৬ থেকে ১৮ বছর বয়সী তরুণদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার করার সবচেয়ে আধুনিক উপায় হলো কমার্শিয়াল ব্যাংক অব সিলনের ডটকম তারূণ্য সঞ্চয়ী হিসাব।

Benefits of DotCom Account (ডটকম তারূণ্য সঞ্চয়ী হিসাবের সুবিধা)
* ফ্রি পাসপোর্ট অনুমোদন।
* ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
* ই পাসবুক সুবিধা সম্পূর্ণ ফ্রি।
* ডটকম হিসাবের জন্য কোনও সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না।
* মাসিক সুদ সঞ্চয়ী হিসাবের জন্য প্রযোজ্য সুদ হারের চেয়ে ০.৫% বেশি।
* ১২ বছরের উপর শিশুদের জন্য ডেবিট কার্ড ফ্রি।

Account opening process (হিসাব খোলার প্রক্রিয়া)
একটি ডটকম হিসাব খুলতে নিম্নলিখিত কাগজাদির প্রয়োজন হবে-
* ছাত্র-ছাত্রীদের দুই (২) কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি পিতামাতা/আইনী অভিভাবক দ্বারা যথাযথভাবে যাচাইকৃত।
* ছাত্র-ছাত্রীদের পাসপোর্ট/জন্ম নিবন্ধন সার্টিফিকেটের কপি।
* স্টুডেন্ট আইডি/স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসাপত্র/শেষ টিউশন ফি প্রদান রশিদ।
* পিতামাতা/আইনী অভিভাবকদের দুই (২) কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি।
* পিতামাতা/আইনী অভিভাবকদের এনআইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন কপি। (জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পিতামাতা/আইনী অভিভাবকের যে কোন ছবি সম্বলিত আইডেন্টিটি।)
* নমিনী বা নমিনীগণের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
* প্রাথমিক জমার পরিমাণ ১,০০০ টাকা।

Open Account (হিসাব খোলা)
* আপনার বয়স যদি ৬ থেকে ১৮ বছরের মধ্যে হয় এবং একজন বাংলাদেশী নাগরিক হন তবে আপনি এই হিসাব খুলতে পারবেন।
* আবেদনপত্র ডাউনলোড বা সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের যেকোন শাখায় জমা দিন।

• Ananya Account (অনন্যা হিসাব)
অনন্যা হিসাব নারীদের জন্য একটি অনন্য নতুন সঞ্চয়ী হিসাব।

Benefits of Ananya Account (অনন্যা হিসাবের সুবিধা)
* অনন্যা হিসাব একটি স্বাভাবিক সঞ্চয়ী হিসাবের মতো পরিচালিত হয়ে থাকে।
* দৈনিক ভিত্তিতে সুদ গণনা করা হয় এবং প্রতি ছয় মাস পর হিসাবে জমা করা হয়।
* ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
* প্রাথমিক জমার পরিমাণ ১০,০০০ টাকা।
* আপনি অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং যে কোনও বাণিজ্যিক ব্যাংকের এটিএম বা ভিসা নেটওয়ার্ক এর মাধ্যমে যে কোনও শাখা থেকে আপনার হিসাব অ্যাক্সেস এবং পরিচালনা করতে পারবেন।
* এছাড়াও আপনি ভিসা নেটওয়ার্কের সাথে সংযুক্ত POS মেশিনের মাধ্যমে ডেবিট কার্ড ব্যবহার করে পণ্য কেনা কাটা এবং সেবার জন্য অর্থ প্রদান করতে পারবেন।
এসএমই ও মহিলা উদ্যোক্তা ডেস্ক অগ্রাধিকার ভিত্তিতে নারী ক্লায়েন্টদের সার্ভিস দিয়ে থাকে।

Open Account (হিসাব খোলা)
* আপনার বয়স যদি ১৮ বছরের বেশী হয় এবং একজন বাংলাদেশী নাগরিক হন তবে আপনি এই হিসাব খুলতে পারবেন।
* আপনাকে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি সাথে আনতে হবে।
* আবেদনপত্র ডাউনলোড বা সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের যেকোন শাখায় জমা দিন।

• Dream Planner Savings Account (ড্রিম প্ল্যানার সঞ্চয়ী হিসাব)
মাসে ৭,০০০ টাকা করে মোট ৭,০০,০০০ টাকা দিতে হবে। ডিপিএস (ড্রিম প্ল্যানার সেভিংস) এমন একটি আমানত পণ্য যা গ্রাহকের জমাকৃত অর্থের আকর্ষনীয় লাভ ফেরতের নিশ্চয়তা দেয়।

Features of Dream Planner Savings Account (ড্রিম প্ল্যানার সঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্য)
* আমানতের পরিমাণ: আপনি ১,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০ বা ৭,০০০ টাকা থেকে যেকোন একটি সাশ্রয়ী মাসিক আমানত নির্ধারন করতে পারেন।
* মেয়াদ: ৩, ৫ বা ৭ বছর।
* যেকোন শাখায় মাসের যে কোনও দিন জমা দেয়া যায়।
* অন্য হিসাব থেকে ফান্ড স্থানান্তরের স্থায়ী নির্দেশনা দেয়া যায়।
* যে কোন সময় মেয়াদ পূর্ণ হবার পূর্বেই ভাঙ্গা যায়।
* হিসাব খোলার ২ বছর পরে জমাকৃত আমানতের উপর ৮০% পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।

Open Account (হিসাব খোলা)
* আপনার বয়স যদি ১৮ বছরের বেশী হয় এবং একজন বাংলাদেশী নাগরিক হন তবে আপনি এই হিসাব খুলতে পারবেন।
* আপনাকে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি সাথে আনতে হবে।
* আবেদনপত্র ডাউনলোড বা সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের যেকোন শাখায় জমা দিন।

• Fixed Deposits (স্থায়ী আমানত)
আপনার টাকা বাড়ান এই স্লোগানকে সামনে রেখে কমার্শিয়াল ব্যাংক অব সিলন বিভিন্ন মেয়াদে স্থায়ী আমানত হিসাব খুলে থাকে। ফিক্সড ডিপোজিট একটি সময় আমানত, যা আকর্ষণীয় সুদের হার দিয়ে থাকে।

Benefits of a Fixed Deposit (স্থায়ী আমানতের সুবিধা)
* ঝামেলা কম।
* সুদের হার বেশি।
* এর বিপরীতে ৮৫% ঋণ গ্রহন করা যায়।
* মেয়াদ পূর্ণ হলে পূনরায় নবায়ন করা যায়।
* যে কোন সময় মেয়াদ পূর্ণ হবার পূর্বেই ভাঙ্গা যায়।

Account opening process (হিসাব খোলার প্রক্রিয়া)
একটি স্থায়ী আমানত হিসাব খুলতে নিম্নলিখিত কাগজাদির প্রয়োজন হবে-
* যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের হিসাব খুলতে পারেন।
* ব্যাংক নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হয়।
* গ্রাহকের দুই কপি ছবি অন্য হিসাবধারী দ্বারা সত্যায়িত।
* গ্রাহকের TIN সার্টিফিকেট (যদি থাকে)।
* জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
* গ্রাহক দ্বারা সত্যায়িত নমিনীর এক কপি ছবি।
* নাবালকের পিতা-মাতা বা কোর্ট কর্তৃক অভিভাবকত্ব গ্রহন করে নাবালকের পক্ষে নাবালক হিসাব খুলতে পারেন। এক্ষেত্রে নাবালকের জন্ম সনদের ফটোকপি এবং আইনগত অভিভাবকের ছবি ও জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।

Open Account (হিসাব খোলা)
* আপনার বয়স যদি ১৮ বছরের বেশী হয় এবং একজন বাংলাদেশী নাগরিক হন তবে আপনি এই হিসাব খুলতে পারবেন।
* আপনাকে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি সাথে আনতে হবে।
* আবেদনপত্র ডাউনলোড বা সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের যেকোন শাখায় জমা দিন।

• DOLLARSMART (ডলারস্মার্ট)
সিবিসি দেশীয় এবং অফ-শোর ব্যাংকিং গ্রাহকদের জন্য মার্কিন ডলারের সবচেয়ে আকর্ষণীয় আমানত অফার করে।

Features of DOLLARSMART (ডলারস্মার্ট এর বৈশিষ্ট্য)
* উচ্চ সুদের হার।
* মার্কিন ডলারে সুদ প্রদেয়, যদি প্রয়োজন হয় তবে তা টাকাতে রূপান্তর করা যেতে পারে।
* অটো রিনিউয়াল এর সঙ্গে ক্রমবর্ধমান সুদ।
* এনআরবি এবং বিদেশীদের জন্য সুদ এবং মূলধন ফেরতযোগ্য।
* এনআরবিদের জন্য সুদ ট্যাক্স মুক্ত।
* ডলারস্মার্ট হিসাবের ব্যালেন্সের ৯০% পর্যন্ত ঋণ।
* যে কোন সময় মেয়াদ পূর্ণ হবার পূর্বেই ভাঙ্গা যায়।
* এই হিসাবের মেয়াদ ৩, ৬ বা ১২ মাস।

Open Account (হিসাব খোলা)
* আপনার বয়স যদি ১৮ বছরের বেশী হয় এবং একজন বাংলাদেশী নাগরিক হন তবে আপনি এই হিসাব খুলতে পারবেন।
* আপনাকে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি সাথে আনতে হবে।
* আবেদনপত্র ডাউনলোড বা সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের যেকোন শাখায় জমা দিন।

• High-5-FD Deposits account (High-5-FD ডিপোজিট হিসাব)
High 5 FD হিসাব একটি অনন্য অধিক রিটার্ন সুবিধা সম্বলিত পাঁচ বছর মেয়াদি স্থায়ী আমানত হিসাব।

Feature of the High 5 FD (High 5 FD হিসাবের বৈশিষ্ট্য)
* High 5 FD যে কোন সময় মেয়াদ পূর্ণ হবার পূর্বেই ভাঙ্গা যায়।
* হিসাবের বিপরীতে ৮৫% পর্যন্ত ঋণ/ওভার ড্রাফট সুবিধ উপভোগ করতে পারবেন।

Open Account (হিসাব খোলা)
* আপনার বয়স যদি ১৮ বছরের বেশী হয় এবং একজন বাংলাদেশী নাগরিক হন তবে আপনি এই হিসাব খুলতে পারবেন।
* আপনাকে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি সাথে আনতে হবে।
* আবেদনপত্র ডাউনলোড বা সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের যেকোন শাখায় জমা দিন।

• Money Market Accounts (মানি মার্কেট হিসাব)
কল ডিপোজিট হিসেবে মানি মার্কেট হিসাব একটি সময় আমানত যাতে উচ্চ সুদের হার দেয়া হয়। এই হিসাব থেকে অর্থ উত্তোলন করতে সাত দিনের নোটিশ দেওয়া বাধ্যতামূলক।

Feature of the money market account (মানি মার্কেট হিসাবের বৈশিষ্ট্য)
* আপনার নিষ্ক্রিয় তহবিল থেকে উচ্চ আয় উপার্জন করুন।
* ব্যালেন্স যদি ১০,০০০ টাকার উপরে থাকে তবে সুদের হিসাব করা হয়।
* বিভিন্ন ব্যালেন্সের জন্য IR বিভিন্ন ধরনের রয়েছে।
* ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
* ই পাসবুক সুবিধা।
* চেক বই সুবিধা।
* মাসিক ব্যাংক বিবৃতি কোন চার্জ ছাড়াই দেয়া হয়।
* প্রাথমিক জমার পরিমাণ ১০,০০০ টাকা।

Open Account (হিসাব খোলা)
* আপনার বয়স যদি ১৮ বছরের বেশী হয় এবং একজন বাংলাদেশী নাগরিক হন তবে আপনি এই হিসাব খুলতে পারবেন।
* আপনাকে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি সাথে আনতে হবে।
* আবেদনপত্র ডাউনলোড বা সংগ্রহ করুন এবং ফর্মটি পূরণ করে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের যেকোন শাখায় জমা দিন।

লোন

• Loans (ঋণ)
এখন আপনার স্বপ্ন দীর্ঘ সময় ধরে আটকিয়ে রাখার দিন শেষ। কমার্শিয়াল ব্যাংক অব সিলন তাদের ক্লায়েন্টদের জন্য বিভিন্ন ধরনের ঋণ বা ক্রেডিট দিয়ে থাকে। নিম্নে কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর ঋণ সমূহ তুলে ধরা হলো-

• Personal Loans (ব্যক্তিগত ঋণ)
কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর ব্যক্তিগত ঋণ প্রকল্প বাস্তবিকভাবে এবং কার্যকরীভাবে আপনার জীবনযাত্রার চাহিদা পূরণে সহায়তা করবে।

Key Features (মূল বৈশিষ্ট্য)
* যেকোন ভোক্তা প্রয়োজনের জন্য একটি ব্যক্তিগত ঋণ সুবিধা।
* সর্বোচ্চ ঋণের পরিমাণ ১ মিলিয়ন টাকা।
* ১২-৬০ মাস নমনীয় কিস্তিতে পরিশোধ।
* আকর্ষণীয় সুদের হার।
* সুবিধাজনক, আংশিক বা অগ্রিম কিস্তি পরিশোধ।

আপনি বিভিন্ন উদ্দেশ্যে একটি ব্যক্তিগত ঋণ পেতে পারেন। যেমন-
* যানবাহন ক্রয়।
* ক্রেডিট কার্ড বিল পেমেন্ট।
* আপনার জন্য বা পরিবারের সদস্যদের উচ্চতর শিক্ষার জন্য – দেশে বা বিদেশে।
* বিয়ের জন্য ফান্ড বা অন্যান্য সামাজিক ফাংশন।
* কম্পিউটার/কম্পিউটার সরঞ্জাম ক্রয়।
* আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি পণ্য ক্রয়।
* বিদেশে ভ্রমণ, ব্যবসা, শিক্ষার জন্য।
* বাড়ি মেরামত বা এক্সটেনশন।
* অস্ত্রোপচার এবং চিকিৎসা খরচ।
* বাড়ি ভাড়ার অগ্রিম পেমেন্ট।
* ব্যাংকের কাছে বিদ্যমান ঋণের নিষ্পত্তির জন্য।

Loan amount (ঋণের পরিমাণ)
আপনার গ্রহণযোগ্য আয়, পরিশোধের ক্ষমতা এবং প্রয়োজনীয়তার উপর নির্ভর করে আপনি সর্বোচ্চ ঋণের পরিমাণটি পেতে পারেন।

Eligibility (নির্বাচিত হইবার যোগ্যতা)
* ন্যূনতম এক বছর চাকুরীর ক্ষেত্রে স্থায়ী হতে হবে।
* আপনার নিয়মিত আয় কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর একটি অ্যাকাউন্টে জমা করতে হবে (যা এই উদ্দেশ্যে খোলা যেতে পারে)। যার থেকে মাসিক কিস্তি কাটা যেতে পারে।
* বয়স ১৮ থেকে ৬০ বছর হতে হবে।
* ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে ন্যূনতম বেতন বা আপনার নিয়মিত মাসিক আয় ৫০,০০০ টাকা (বেসিক বেতন + নির্দিষ্ট ভাতা) হতে হবে।

How to apply (কিভাবে আবেদন করবেন)
* আপনার নিকটস্থ শাখায় গিয়ে অফিসারের সাথে আলোচনা করতে পারেন। তিনি ঋণ আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে গাইড করবে।
* ঋণের আবেদন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টেসহ শাখায় হস্তান্তর করুন।
* ঋণের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়।

Documents required (প্রয়োজনীয় কাগজাদি)
* বয়সঃ ন্যূনতম বয়স ২৩ বছর ও সর্বোচ্চ ৬০ বছর।

Professional Experience (পেশাগত অভিজ্ঞতা)
* বেতনভোগীঃ ন্যূনতম এক বছর চাকুরীর ক্ষেত্রে স্থায়ী হতে হবে।
* ব্যবসায়ীঃ একই ব্যবসায় ন্যূনতম ৩ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা (প্রমাণ সহ)।

নূন্যতম মাসিক আয়ঃ
* বেতনভোগী কর্মকর্তা: ৩০,০০০ টাকা প্রতি মাসে।
* স্বনির্ভর/ব্যবসায়ী ৫০,০০০ টাকা প্রতি মাসে।

Banking Relationship (ব্যাংকিং সম্পর্ক)
গ্রাহকের অবশ্যই কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর সাথে ন্যূনতম ০৬ মাস সন্তোষজনক ব্যাংকিং সম্পর্ক থাকতে হবে কিংবা বাংলাদেশের যেকোন ব্যাংকের সাথে ০১ (এক) বছরের সন্তোষজনক ব্যাংকিং সম্পর্ক থাকতে হবে।

For Salaried (বেতনভোগী জন্য)
* বিগত ৬ মাসের ব্যাংক বিবৃতি।
* শেষ বেতন স্লিপ।
* ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট।
* ন্যূনতম ০১ বছর চাকুরীর প্রমাণ।

For Businessman (ব্যবসায়ীর জন্য)
* বিগত এক বছরের ব্যাংক বিবৃতি।
* ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট।
* বৈধ ট্রেড লাইসেন্স।
* আবেদনকারীর ভিজিটিং কার্ড।
* ব্যক্তিগত টিআইএন সার্টিফিকেট।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন।

• Auto Loan (অটো ঋণ)
সিবিসি এর “অটো লোন” সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনার স্বপ্নের গাড়ি অর্জনের পথকে সুগম করে।

Salient features (মূল বৈশিষ্ট্য)
* নতুন ব্র্যান্ড/রিকন্ডিশন গাড়ি কেনার জন্য একটি ঋণ সুবিধা।
* ঋণের পরিমাণ: ২ মিলিয়ন টাকা।
* প্রতিযোগিতামূলক সুদের হার, স্বচ্ছ ফি এবং চার্জ।
* ১২ থেকে ৬০ মাস মেয়াদ।
* বাংলাদেশে সিবিসি এর সকল শাখায় এই লোন পাওয়া যায়।
* টয়োটা-উত্পাদিত যানবাহনগুলির ক্ষেত্রে ঋণের মেয়াদ শেষে গাড়ির সর্বোচ্চ অনুমোদিত বয়স ১০ বছর এবং অন্যান্য ব্রান্ডের ক্ষেত্রে ৮ বছর।
* নিরাপত্তা: গাড়ির উপর হাইপোথেশন।
* সুবিধাজনক, আংশিক বা অগ্রিম কিস্তি পরিশোধ।

Eligibility (নির্বাচিত হইবার যোগ্যতা)
* ন্যূনতম এক বছর চাকুরীর ক্ষেত্রে স্থায়ী হতে হবে।
* আপনার নিয়মিত আয় কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর একটি অ্যাকাউন্টে জমা করতে হবে (যা এই উদ্দেশ্যে খোলা যেতে পারে)। যার থেকে মাসিক কিস্তি কাটা যেতে পারে।
* বয়স ২৩ থেকে ৬০ বছর হতে হবে।

How to apply (কিভাবে আবেদন করবেন)
* আপনার নিকটস্থ শাখায় গিয়ে অফিসারের সাথে আলোচনা করতে পারেন। তিনি ঋণ আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে গাইড করবে।
* ঋণের আবেদন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টেসহ শাখায় হস্তান্তর করুন।
* ঋণের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়।

Documents required (প্রয়োজনীয় কাগজাদি)
* সর্বশেষ এক বছরের ব্যাংক বিবৃতি।
* জাতীয় আইডি/পাসপোর্টের ফটোকপি।
* আবেদনকারীর পাসপোর্ট আকারের এক কপি ছবি।
* গ্যারান্টরের এক কপি পাসপোর্ট আকারের ছবি।
* গাড়ির কোটেশন।
* আবেদনকারীর ভিজিটিং কার্ড।
* ব্যক্তিগত টিআইএন সার্টিফিকেট।

For Salaried (বেতনভোগী জন্য)
* বিগত ৬ মাসের ব্যাংক বিবৃতি।
* শেষ বেতন স্লিপ।
* ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট।
* ন্যূনতম ০১ বছর চাকুরীর প্রমাণ।

For Businessman (ব্যবসায়ীর জন্য)
* বিগত এক বছরের ব্যাংক বিবৃতি।
* ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট।
* বৈধ ট্রেড লাইসেন্স।
* আবেদনকারীর ভিজিটিং কার্ড।
* ব্যক্তিগত টিআইএন সার্টিফিকেট।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন।

• Home Loans (গৃহ ঋণ)
কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর হোম লোন একটি বাড়ি, ফ্ল্যাট/আন্ডার-কনস্ট্রাকশন/আংশিক তৈরি বা সেকেন্ডহ্যান্ড ফ্ল্যাট কিনে নেয়ার জন্য অসাধারণ একটি বিশেষ সুবিধা।

CBC Home Loans Advantage (সিবিসি হোম লোন সুবিধা)
* ৩ দিনের মধ্যে ঋণ অনুমোদন।
* বিল্ডিং উপকরণের উপর ডিসকাউন্ট।
* ঋণের পরিমাণ ১০ মিলিয়ন টাকা পর্যন্ত।
* সর্বনিম্ন সুদের হার এবং সুদ রিডিউসিং ব্যালান্স মেথড।
* সুবিধাজনক, আংশিক বা অগ্রিম কিস্তি পরিশোধ।
* প্রক্রিয়াকরণ চার্জ কম।
* কোন লুকানো চার্জ নেই।

Product Features (পণ্যের বৈশিষ্ট্য)
* ঋণের পরিমাণ ১০ মিলিয়ন টাকা পর্যন্ত।
* সম্পত্তির মূল্যের ৬০% পর্যন্ত অর্থায়ন।
* প্রতিযোগিতামূলক সুদের হার, স্বচ্ছ ফি এবং চার্জ।
* ঋণের মেয়াদ ২০ বছর পর্যন্ত।
* বন্ধকী সম্পত্তির অবস্থান: ঢাকা মেট্রো, চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা, সাভার, গাজীপুর ও টঙ্গী পৌর এলাকা।
* আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
* ডিক্রিজিং টার্ম অ্যাসিউরেন্স পলিসি (DTAP)।

Common Documents (সাধারণ ডকুমেন্ট)
* সর্বশেষ এক বছরের ব্যাংক বিবৃতি।
* জাতীয় আইডি/পাসপোর্টের ফটোকপি।
* আবেদনকারীর ভিজিটিং কার্ড।
* আবেদনকারীর পাসপোর্ট আকারের এক কপি ছবি।
* গ্যারান্টরের এক কপি পাসপোর্ট আকারের ছবি।
* বরাদ্দপত্র/বরাদ্দ চুক্তি/বায়না ডিড/সম্পত্তি সম্পর্কিত দলিলাদি।
* হোম ক্রেডিট/নিবন্ধিত মালিকানা ডিল।
* হোম ক্রেডিটের জন্য মূল্য কোটেশন।

For Salaried (বেতনভোগী জন্য)
* বিগত ৬ মাসের ব্যাংক বিবৃতি।
* শেষ বেতন স্লিপ।
* ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট।
* ন্যূনতম ০১ বছর চাকুরীর প্রমাণ।

For Businessman (ব্যবসায়ীর জন্য)
* বিগত এক বছরের ব্যাংক বিবৃতি।
* ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট।
* বৈধ ট্রেড লাইসেন্স।
* আবেদনকারীর ভিজিটিং কার্ড।
* ব্যক্তিগত টিআইএন সার্টিফিকেট।

Land Lord (জমির মালিক)
* নিবন্ধিত মালিকানা ডিড।
* ভাড়া ডিড।
* ইউটিলিটি বিলের অনুলিপি (বিদ্যুৎ/পানি/গ্যাস)।

How to apply (কিভাবে আবেদন করবেন)
* আপনার নিকটস্থ শাখায় গিয়ে অফিসারের সাথে আলোচনা করতে পারেন। তিনি ঋণ আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে গাইড করবে।
* ঋণের আবেদন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টেসহ শাখায় হস্তান্তর করুন।
* ঋণের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন।

• Festival Loans (উৎসব ঋণ)
কমার্শিয়াল ব্যাংক অব সিলন আপনাকে ফেস্টিভাল লোনের অনন্য সুবিধা দেয় যা আপনাকে যেকোন ধরনের উত্সব সম্পর্কিত খরচ পূরণ করতে সহায়তা করে। সিবিসি এর ফেস্টিভাল ঋণ উপভোগ করুন এবং আনন্দ ফিরিয়ে আনুন ও রীতি উদযাপন করুন!!!

সিবিসি ফেস্টিভাল ঋণ সুবিধা উপভোগ করুন-
* কম সুদের হার, বর্তমানে ১৬%।
* প্রক্রিয়াকরণ চার্জ; ১,৫০০ + ১৫% ভ্যাট।
* কোন লুকানো চার্জ নেই।
* ১২ মাস মেয়াদে পরিশোধ।

Age (বয়স)
* ন্যূনতম বয়স ২৩ বছর সর্বোচ্চ ৬০ বছর।

Loan Amount (ঋণের পরিমাণ)
* আপনার ঋণ সীমা আয় এবং ঋণ পরিশোধের সক্ষমতা দ্বারা নির্ধারিত হবে।
* নূন্যতম: ৫০,০০০ টাকা।
* সর্বাধিক: আপনার মাসিক আইয়ের ৪ গুণ, ১,৫০,০০০ টাকা এর সিলিং সাপেক্ষে।

Documents Required (প্রয়োজনীয় কাগজাদি)
* পাসপোর্ট সাইজের ছবি।
* বিগত ৬ মাসের ব্যাংক বিবৃতি।
* শেষ বেতন স্লিপ।
* ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট।
* ইউটিলিটি বিলের অনুলিপি (বিদ্যুৎ/পানি/গ্যাস)।

How to apply (কিভাবে আবেদন করবেন)
* আপনার নিকটস্থ শাখায় গিয়ে অফিসারের সাথে আলোচনা করতে পারেন। তিনি ঋণ আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে গাইড করবে।
* ঋণের আবেদন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টেসহ শাখায় হস্তান্তর করুন।
* ঋণের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়।

Terms & Conditions apply (শর্তাবলী প্রযোজ্য)
প্রোডাক্ট তথ্য এবং শর্তাবলী সময়-সময়ে পরিবর্তন হতে পারে। অতএব, সর্বশেষ তথ্যের জন্য আপনার কাছে অবস্থিত শাখার সাথে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button