সিটিজেনস ব্যাংক জব সার্কুলার

সিটিজেনস ব্যাংক ক্যাশ অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

সিটিজেনস ব্যাংক ক্যাশ অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি – সিটিজেনস ব্যাংক পিএলসি (Citizens Bank PLC) বাংলাদেশের ৪র্থ প্রজন্মের একটি তফসিলি বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে “ক্যাশ ইন-চার্জ/ ক্যাশ অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৪ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ক্যাশ ইন-চার্জ/ ক্যাশ অফিসার
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ প্রার্থীর ধরন: পুরুষ এবং নারী উভয়েই।
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
✓ শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না।
✓ স্বনামধন্য ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে ২ বছরের ক্যাশ ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়স- ২৮ থেকে ৪০ বছর।
✓ গ্রাহকদের প্রয়োজন সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।
✓ মাল্টিটাস্কিং ওরিয়েন্টেশন থাকতে হবে।
✓ ক্যাশ হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ টাইম ম্যানেজমেন্ট ও কাস্টমার সার্ভিস স্কিল থাকতে হবে।
✓ পুরুষ এবং নারীরা উভয়ই আবেদন করতে পারবেন।
✓ আন্তঃব্যক্তিক, যোগাযোগ এবং উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।
✓ এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এ ভাল কমান্ড থাকতে হবে।
✓ বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ আকর্ষণীয় ও প্রতিযোগিতা মূলক বেতন এবং সুবিধা।
✓ ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যে কোনো ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে। সিটিজেনস ব্যাংক পিএলসি কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি সহ অনলাইনে আবেদন করতে হবে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ১৪ জানুয়ারি, ২০২৫।

সোর্সঃ বিডি জবস

​​​​​About Citizens Bank PLC:

Citizens Bank PLC (সিটিজেনস ব্যাংক পিএলসি) is a fifth (05) generation scheduled private commercial bank in Bangladesh. The Citizens Bank PLC was established on December 15, 2020. Some enthusiastic entrepreneurs and professionals came up to establish a new bank with a distinctive orientation and motto. The sponsors of this banking organization have got the firm commitment to transform this newly emerged bank into the most acceptable and trustworthy banking financial institution and in that direction all our efforts are afoot from the very inception.

On December 13, 2020 Citizens Bank PLC got registered as a Bank Company with the Registrar of Joint Stock Companies & Firms. On December 15, 2020 Bangladesh Bank issued a Banking License in favor of Citizens Bank PLC incorporating it as one of the Scheduled Banks of Bangladesh.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

সিটিজেনস ব্যাংক পিএলসি (Citizens Bank PLC) বাংলাদেশের ৫ম প্রজন্মের বেসরকারি খাতে একটি স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংক। ১৫ ডিসেম্বর, ২০২০ সালে ব্যাংকটি তফসিলি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। ২০২০ সালে বাংলাদেশ ব্যাংকের ৪১০তম বোর্ড সভায় সিটিজেনস ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। একই বছরের ১৫ ডিসেম্বর ব্যাংকটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ‘সিটিজেনস ব্যাংক পিএলসি’কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করে।

সিটিজেনস ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয় চিনি শিল্প ভবন-২, ৭৬ মতিঝিল সি/এ, ঢাকায় অবস্থিত। ব্যাংকটি জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম সেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। ব্যাংকটি ১৩ ডিসেম্বর, ২০২০ সালে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম অধীনে ব্যাংক কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button