ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রম প্রতিবেদন দাখিলের অভিন্ন ছক সংক্রান্ত সার্কুলার
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত একটি সার্কুলার, যা হুবহু আপনাদের জন্য তুলে ধরা হলো-
প্রিয় মহোদয়,
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমের
অগ্রগতি প্রতিবেদন দাখিলের অভিন্ন ছক (Uniform Format) পরিমার্জন।
সাসটেইনবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট হতে জারিকৃত এসএফডি সার্কুলার নং-০১/২০১৮, তারিখঃ জানুয়ারি ১৫, ২০১৮ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
২। পরিবেশবান্ধব নীতিমালা ও এতদসংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনার (জিবিসিএসআরডি সার্কুলার নং-০৪/২০১৫, এসএফডি সার্কুলার নং-০১/২০১৬, এসএফডি সার্কুলার নং-০২/২০১৬, এসএফডি সার্কুলার নং-০২/২০১৭ ও এসএফডি সার্কুলার নং-০৪/২০১৭) সম্যক পরিপালন, পরিবীক্ষণ, তথ্যসমূহের সংখ্যা ও গুণগত পরিমাপ এবং বিশ্লেষণ করার নিমিত্তে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক অন্যান্য বিভাগে দাখিলকৃত তথ্যের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে বিশদ দুইটি (ব্যাংকের জন্য একটি ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য অপরটি) ফরম্যাট প্রণয়ন করা হয়েছে৷ উক্ত ফরম্যাটের বিষয়ে আপনাদের মতামতের ভিত্তিতে এবং নির্ভুল তথ্য প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে ফরম্যাট দুটি পরিমার্জন করা হলো। আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য উল্লিখিত ছকে প্রতিবেদন দাখিলের সময়সীমা প্রতি ত্রৈমাস শেষে ১৫ দিনের পরিবর্তে ৩০ দিন ধার্য করা হলো৷ এছাড়া প্রতিবেদনের ছক অনুযায়ী ‘শহর’ ও ‘পল্লী’ অঞ্চল, বয়সভিত্তিক এবং নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গভিত্তিক তথ্যসমূহ সঠিকভাবে প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা হলো৷
৩। অন্যান্য সকল ক্ষেত্রে এসএফডি সার্কুলার নং-০১/২০১৮ এ বর্ণিত নির্দেশাবলী প্রযোজ্য হবে৷
৪। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে৷
আপনাদের বিশ্বস্ত,
(মনোজ কুমার বিশ্বাস)
মহাব্যবস্থাপক
ফোন নং: ৯৫৩০৩২০
ফ্যাক্স নং: ৯৫৩০৩২৪
Email: manoj.biswas@bb.org.bd
gm.gbcsrd@bb.org.bd
• সার্কুলারটি দেখতে ক্লিক করুন এখানে
• এ সংক্রান্ত এসএফডি সার্কুলার নং-০১/২০১৮ দেখতে ক্লিক করুন এখানে
• Quarterly Reporting format of Bank দেখতে ক্লিক করুন এখানে
• Quarterly Reporting format of FIs দেখতে ক্লিক করুন এখানে
সূত্রঃ সাসটেইনবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক
এসএফডি সার্কুলার লেটার নং-০২/২০১৮, তারিখঃ ২৬ আগস্ট, ২০১৮