মোবাইল ফোনে মেসেজ পাঠানোর মাধ্যমে উচ্চ সুদহারে আমানত সংগ্রহ সংক্রান্ত সার্কুলার
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ও সকল আর্থিক প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত একটি সার্কুলার, যা হুবহু আপনাদের জন্য তুলে ধরা হলো-
প্রিয় মহোদয়,
মোবাইল ফোনে মেসেজ পাঠানোর মাধ্যমে উচ্চ সুদহারে আমানত সংগ্রহ হতে বিরত থাকা প্রসঙ্গে
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ডিএফআইএম সার্কুলার নম্বর ০১, তারিখ-০৩ এপ্রিল ২০১৮ এর নির্দেশনা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানসমূহ ঋণ/লিজ/বিনিয়োগের সুদ বা মুনাফার হার এবং অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে ফি/চার্জ/কমিশনের পূর্ণ তালিকা স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখাসমূহের দর্শনীয় স্থানে প্রদর্শন এবং নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করার পাশাপাশি কতিপয় আর্থিক প্রতিষ্ঠান উচ্চ সুদহারে আমানত সংগ্রহের লক্ষ্যে পেশাজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের গ্রাহকের কাছে মোবাইল ফোনে মেসেজ পাঠাচ্ছে যা কাঙ্খিত নয় এবং কোনো কোনো ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ ধরনের পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে উচ্চ সুদহারে আমানত সংগ্রহের প্রচেষ্টা হতে বিরত থাকার জন্য সকল আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হ’ল।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারার ক্ষমতাবলে এ নির্দেশ জারি করা হ’ল।
আপনাদের বিশ্বস্ত,
(মো. রফিকুল ইসলাম)
উপমহাব্যবস্থাপক
ফোনঃ ৯৫৩০২৪৯
• সার্কুলারটি দেখতে ক্লিক করুন এখানে
সূত্রঃ আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বাংলাদেশ ব্যাংক
ডিএফআইএম সার্কুলার লেটার নং-০৬/২০১৮, তারিখঃ ২৬ জুন, ২০১৮