রেমিটেন্সে প্রণোদনা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার
বৈধপথে রেমিটেন্স পাঠানোর জন্য ২ শতাংশ প্রণোদনা শুধু প্রবাসী শ্রমিকরাই নন, বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত সব প্রবাসীকেই দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার ১১ মার্চ, ২০২০ বাংলাদেশে কার্যরত সকল তফসিলী ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক/ প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।
উক্ত সার্কুলারে বলা হয়, বাংলাদেশি শিপিং লাইন্স-এয়ারলাইন্সের বিদেশস্থ অফিসে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) ও বিদেশি শিপিং লাইন্স-এয়ার লাইন্সে কর্মরত বাংলাদেশি মেরিনার-এয়ারক্রাফট পাইলটদের বিদেশস্থ আয় বাবদ বৈধ উপায়ে পাঠানো রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা পাবেন।
বিশ্বের বিভিন্ন দেশে, জাতিসংঘ বা অন্যান্য সংস্থা-প্রতিষ্ঠান ও বিদেশি মিশনে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) কর্মরত বাংলাদেশী কর্মকর্তারা বিদেশে অবস্থানকালীন অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে পাঠালে সে অর্থের ওপর তিনিও নগদ সহায়তা পাবেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এর আগে ২০১৯ সালের ৬ আগস্ট বৈধপথে রেমিটেন্স প্রদানে ২ শতাংশ সহায়তার ঘোষণা দিয়ে বলা হয়েছিল, প্রবাসী শ্রমিকরা বৈধপথে রেমিটেন্স পাঠালে প্রণোদনা পাবেন। নতুন সার্কুলার জারি করে প্রণোদনা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।