ডিপ্লোমা পরীক্ষার সিলেবাস পরিবর্তন,পরীক্ষা হবে বিভাগীয় শহরে
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বাধ্যতামূলক করা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার (সাবেক ব্যাংকিং ডিপ্লোমা) পাঠ্যসূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পাসের নম্বর ৫০ থেকে কমিয়ে ৪৫ করা হয়েছে। পাশাপাশি এ পরীক্ষা শুধু বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)।
আগে রাজধানী ঢাকার পাশাপাশি সারা দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের ২৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হতো। নতুন সিদ্ধান্তের কারণে ব্যাংকাররা আর বিভাগীয় শহরের বাইরে অন্য কোথায় এ পরীক্ষায় অংশ নিতে পারবেন না। সিনিয়র অফিসার (জ্যেষ্ঠ কর্মকর্তা) থেকে তদূর্ধ্ব পদে এ পরীক্ষায় পাস বাধ্যতামূলক করায় এখন যেকোনো সময়ের চেয়ে বেশি সংখ্যক ব্যাংকার এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
এর কারণ জানতে চাইলে আইবিবির মহাসচিব লাইলা বিলকিস আরা বলেন, ‘ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষাকে আরও শৃঙ্খলার মধ্যে আনতে শুধু বিভাগীয় শহরে পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নকল বন্ধ হবে। আমাদের পক্ষে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন সম্ভব হবে। ঠিক কত ব্যাংকার আবেদন করবেন, তার ওপর নির্ভর করবে কতটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।’
আইবিবির জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, তাদের ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা নতুন পাঠ্যসূচি অনুযায়ী ২৬ মে, ২ ও ৯ জুন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা সুবিধামতো কেন্দ্র নির্ধারণ করতে পারবেন। তবে পরে বদলির কারণ ছাড়া কেন্দ্র পরিবর্তন করা যাবে না। প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষার ফি হবে ৩০০ টাকা।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় প্রথম পর্বে ছয় বিষয় ও দ্বিতীয় পর্বে পাঁচ বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এর বাইরে রয়েছে আটটি ঐচ্ছিক বিষয়। অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও মার্কেটিং অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রথম পর্ব থেকে বাদ দিয়ে তা ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়েছে। এর পরিবর্তে প্রথম পর্বে যুক্ত করা হয়েছে মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম ও গভর্ন্যান্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। পাশাপাশি অন্য বিষয়গুলোতে কিছুটা পরিবর্তন করে পাঠ্যসূচি সংক্ষেপিত করা হয়েছে।
দ্বিতীয় পর্বে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিষয় বাদ দিয়ে তা ঐচ্ছিক বিষয় হিসেবে যুক্ত করা হয়েছে। এর পরিবর্তে নতুন বিষয় হিসেবে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিষয় যুক্ত হয়েছে। অন্য বিষয়গুলোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংক পৃথক প্রজ্ঞাপন জারি করে জানায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চাকরিতে সিনিয়র অফিসার (জ্যেষ্ঠ কর্মকর্তা) অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতি পেতে হলে ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্বেই পাস করতে হবে। দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে। এ সিদ্ধান্তের পরপরই ডিপ্লোমা পরীক্ষার মান নিয়ে প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরপর পরীক্ষার নাম পরিবর্তনসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) আয় কমে গেছে। এ জন্য আয় বাড়াতে প্রতিষ্ঠানটির কাউন্সিল সদস্যরা পরীক্ষার্থী বাড়ানোর পক্ষে মত দেন। গত বছরের ২১ ডিসেম্বর কাউন্সিল সভায় সিদ্ধান্ত হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা বা সিনিয়র অফিসারের ওপরের পদে পদোন্নতিতে দুই পর্বের ব্যাংকিং ডিপ্লোমা পাস বাধ্যতামূলক করা হোক। আর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক।
আইবিবি কাউন্সিলের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার। আইবিবি তাদের সিদ্ধান্তের বিষয়টি গত ৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে পাঠায়। এরপরই কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দেয়, ব্যাংকিং ডিপ্লোমা পাস না করলে জ্যেষ্ঠ কর্মকর্তার ওপরের পদের জন্য কোনো ব্যাংকার পদোন্নতি পাওয়ার যোগ্য বিবেচিত হবেন না। এ সিদ্ধান্ত ২০২৪ সাল থেকে কার্যকরের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।