কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল
অন্যান্য ব্যাংকসমূহের ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। দেশের সরকার কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে। জরুরি প্রয়োজনে ঋণ দেয়। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ তারল্য সংকটে পড়লে যখন সকল উৎস থেকেই প্রয়োজনীয় আমানত বা ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক ও দেশের অর্থনীতির সর্বোচ্চ দায়িত্বশীল সংস্থা হিসেবে ঋণ প্রদান করে।
ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে নির্দিষ্ট জামানতের বিপরীতে অথবা বিভিন্ন বিল বাট্টাকরণ এর মাধ্যমে ঋণ সংগ্রহ করে। অর্থাৎ যে কোনো কারণে তালিকাভুক্ত ব্যাংকসমূহ আর্থিক সংকটে পতিত হলে, তখন কেন্দ্রীয় ব্যাংক নগদ অর্থ মঞ্জুর এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের তারল্য বজায় রাখে। শুধু তালিকাভুক্ত ব্যাংকসমূহকেই নয় সরকারের ঋণের প্রয়োজনেও কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ সরবরাহ করে থাকে। এ কারণেই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।