কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকারদের ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক যেকোনো দেশের একক ও সর্বপ্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান, যা মুদ্রাবাজারে অভিভাবক হিসেবে এর পরিচালনা, নিয়ন্ত্রণ ও নেতৃত্ব প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রার পরিমাণ ও ঋণের যথাযথ মূল্যায়নের মাধ্যমে মুদ্রা ও ঋণের বাজার নিয়ন্ত্রণ করে দেশের মুদ্রাবাজার ও মূল্যস্তর স্থিতিশীল রাখে।
কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকসমূহের ব্যাংকার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এর কারণগুলো নিম্নে তুলে ধরা হলো-
ক) সদস্য ব্যাংকসমূহকে তাদের স্থায়ী ও চলতি আমানত হতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়।
খ) সদস্য ব্যাংকসমূহকে তাদের সাপ্তাহিক হিসাবের বিবরণী কেন্দ্রীয় ব্যাংকের নিকট দাখিল করতে হয়।
গ) সদস্য ব্যাংকসমূহ প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ সুবিধা পেয়ে থাকে।
ঘ) কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ ও আদেশসমূহ সদস্য ব্যাংকসমূহকে বাধ্যতামূলকভাবে মেনে চলতে হয়। ও
ঙ) সদস্য ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে প্রয়োজনীয় তথ্য এবং বিভিন্ন বিষয়ে গঠনমূলক পরামর্শ গ্রহণ করে থাকে।
উপরোক্ত কারণেই কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংকারদের ব্যাংক বলা হয়ে থাকে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |