সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিপিএলসি)- Social Islami Bank PLC (SIBPLC) দেশের বেসরকারি খাতের শরিয়াহ্ ভিত্তিক সুদমুক্ত একটি ইসলামী ব্যাংক। ব্যাংকটি ১৯৯৫ সালের ২২শে নভেম্বর “সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড” নামে যাত্রা শুরু করে। পরে এটির নাম পরিবর্তন করে বর্তমান নাম “সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি” রাখা হয়। এটি কোম্পানি আইন ১৯৯৪-এর অধীনে নিবন্ধিত হয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটির সকল প্রকার ব্যাংকিং ব্যবসায়ে ইসলামী শরীয়াহ ও সুদমুক্ত নীতির বাস্তবায়ন এবং পরিচালনা নিশ্চিত করার জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি শরীয়াহ কাউন্সিল রয়েছে। বর্তমানে ব্যাংকটিতে ৪,০০০ জন এমপ্লয়ি, ১৭৯টি শাখা, ২১৩টি উপশাখা, ১৭২টি এটিএম বুথ এবং ৩৭৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে।

ব্যাংকটি ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে বিনিয়োগ সুবিধা প্রদান করে থাকে। আধুনিক ব্যাংক ব্যবস্থার অংশ হিসেবে ব্যাংকটি ইসলামী ব্যাংকগুলোর মধ্যে প্রথম স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গ্রাহকগণকে অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করছে। ব্যাংকটি জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, এটিএম সেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। সোস্যাল ইসলামী ব্যাংক শুরু থেকেই সাধারণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি দারিদ্র্য বিমোচনের জন্য মাইক্রো ক্রেডিট এবং এসএমই ফিন্যান্স ও স্বেচ্ছামূলক খাতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

Back to top button