সীমান্ত ব্যাংক পিএলসি

সীমান্ত ব্যাংক পিএলসি (Shimanto Bank PLC) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অর্থাৎ বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত বাংলাদেশের বেসরকারি খাতে চতুর্থ প্রজন্মের একটি বাণিজ্যিক ব্যাংক। ‘সীমাহীন আস্থা‘ স্লোগানে দেশের ৫৭তম তফসিলি ব্যাংক হিসেবে সীমান্ত ব্যাংক পিএলসি যাত্রা শুরু করে। ব্যাংকটি আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদস্যদের আর্থিক সেবা এবং দেশের আপামর জনসাধারনের ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকটি ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হয়ে ২১ জুলাই ২০১৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে।

ব্যাংকটি ১৭ জুন, ২০১৫ সালে সীমান্ত ব্যাংককে সম্মতিপত্র দেয় বাংলাদেশ ব্যাংক। একই বছরের সেপ্টেম্বর মাসের ১ তারিখে ১০,০০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ৪,০০০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটির সদরদপ্তর সীমান্ত সম্ভার (লেভেল-৭), সীমান্ত স্কয়ার, বীর উত্তম এম. এ. রব সড়ক (রোড নম্বর-২), ধানমন্ডি, ঢাকায় অবস্থিত। বর্তমানে ব্যাংকটি গ্রাহকদেরকে রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এসএমই বাংকিং, এটিএম (কার্ড) ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। সারা দেশে বর্তমানে সীমান্ত ব্যাংকের ২১টি শাখা, ৪টি উপ শাখা এবং ২২টি অটোমেটেড টেলার মেশিন (এটিএম) রয়েছে।

Back to top button