শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি (Shahjalal Islami Bank PLC) হচ্ছে বাংলাদেশের একটি শরীয়াহ ভিত্তিক ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট ১৯৯১-এর অধীনে নিবন্ধিত এই ব্যাংকটি ২০০১ সালের ১০ মে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এ ব্যাংকের সকল কার্যক্রম ইসলামী শরীয়াাহ মোতাবেক পরিচালিত হয় এবং ইসলামী শরীয়াহ অনুমোদিত বিভিন্ন পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে। বিনিয়োগলব্ধ মুনাফা থেকে আনুপাতিক হারে আমানতকারীদের মুনাফা প্রদান করা হয়। বর্তমানে ব্যাংকটির ১৪০টি শাখা, ১৩২টি এটিএম বুথ, ০১টি অফশোর ব্যাংকিং ইউনিট এবং ২,৭৪১ জন কর্মী রয়েছে। ব্যাংকের অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১৫,০০০ ও ১০,২৯১ মিলিয়ন টাকা। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত। ব্যাংকটির সাবসিডয়ারি প্রতিষ্ঠান হলো শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি আকর্ষণীয় কিছু প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে টাকা দ্বিগুণ/ তিনগুণ বৃদ্ধি প্রকল্প, মাসিক উপার্জন প্রকল্প, মাসিক আমানত প্রকল্প, হজ্ব ডিপোজিট প্রকল্প, মিলিনিয়র প্রকল্প, হাউজিং ডিপোজিট প্রকল্প, ক্যাশ ওয়াাক্ফ ডিপোজিট প্রকল্প, লাখপতি ডিপোজিট প্রকল্প, মোহর ডিপোজিট প্রকল্প, শিক্ষা ডিপোজিট প্রকল্প, বিবাহ ডিপোজিট প্রকল্প, কিস্তিতে গৃহসামগ্রী ক্রয় প্রকল্প, ক্ষুদ্র ব্যবসায়ী বিনিয়োগ কর্মসূচি, ক্ষুদ্র উদ্যোক্তা বিনিয়োগ কর্মসূচি, মাঝারি উদ্যোক্তা বিনিয়োগ কর্মসূচি, হাউজিং বিনিয়োগ প্রকল্প, গ্রামীণ বিনিয়োগ কর্মসূচি, গাড়ী ক্রয় বিনিয়োগ প্রকল্প এবং মহিলা উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্প, সিএনজি কনভারশন প্রকল্প, বৈদেশিক কর্মসংস্থান বিনিয়োগ প্রকল্প, বিবাহ বিনিয়োগ প্রকল্প, শিক্ষা বিনিয়োগ প্রকল্প এবং এক্সিকিউটিভ বিনিয়োগ প্রকল্প অন্যতম।

Back to top button