প্রাইম ব্যাংক পিএলসি

প্রাইম ব্যাংক পিএলসি (Prime Bank PLC) কোম্পানি আইন ১৯৯৪-এর অধীনে নিবন্ধিত বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। ১০০ মিলিয়ন টাকা অনুমোদিত মূলধন নিয়ে ১৯৯৫ সালের ১৭ এপ্রিল ব্যাংকটি বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করে। ব্যাংকটি দেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিবন্ধিত এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত। বর্তমানে ব্যাংকটির ১৪৬টি শাখা, ১৭টি এসএমই ব্রাঞ্চ ও ১৭০টি এটিএম বুথ রয়েছে। এর প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকায় অবস্থিত। প্রাইম ব্যাংক পিএলসি গ্রাহকদের চাহিদা অনুযায়ী রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, এসএমই/ কৃষি ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, এটিএম সেবা (কার্ড) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা দিয়ে থাকে। আমানত গ্রহণ, ক্যাশ উত্তোলন, কর্পোরেট গ্রাহক সেবা, হোলসেল ও রিটেইল ব্যবসায় অর্থায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ প্রদান, প্রকল্প অর্থায়ন, ইজারা ও হায়ার পারচেজ অর্থায়ন, রিটেইল ব্যাংকিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ইস্যু প্রভৃতি ব্যাংকিং ব্যবসায়ের সাথে প্রাইম ব্যাংক পিএলসি সংশ্লিষ্ট।

ইসলামি পদ্ধতিতে সুদমুক্ত আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি দেশের গুরুত্বপূর্ণ স্থানে ৫টি ইসলামি শাখা খুলে সম্পূর্ণরূপে ইসলামি শরীয়াহ মোতাবেক ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন পরিচালনা করে আসছে। ২০০৮ সালের আগস্টে ব্যাংকের ইসলামি ব্যাংকিং সেবাগুলোকে ‘হাসানাহ’ (Hasanah) নামে ব্রান্ডিং করা হয়। এর অন্তর্ভুক্ত সেবাগুলো হলো হাসানাহ সিফা, হাসানাহ আসবাব, হাসানাহ বুরাক, হাসানাহ মনজিল, হাসানাহ মুসাফির ইত্যাদি। ব্যাংকটি সঞ্চয় প্রকল্প সমুহের মধ্যে কিস্তিভিত্তিক সঞ্চয় প্রকল্প, মাসিক মুনাফাভিত্তিক আমানত স্কিম, বিশেষ আমানত স্কিম, শিক্ষা সঞ্চয় প্রকল্প, ৩০ দিন মেয়াদি আমানত প্রকল্প, প্রাইম ব্যাংক মানি স্কিম, প্রাইম ব্যাংক বীমাকৃত আমানত স্কিম এবং মাল্টি-কারেন্সি বৈদেশিক মুদ্রা হিসাব, প্রাইম মিলিয়নিয়ার স্কীম, ডাবল বেনিফিট স্কিম, লাখপতি স্কিম, হাউস বিল্ডিং ডিপোজিট স্কিম উল্লেখযোগ্য। প্রাইম ব্যাংক পিএলসি ১৯৯৯ সালে মাস্টার কার্ড ঋণ এবং ২০০০ সালে অন-লাইন ব্যাংকিং চালু করেছে। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থ ও বাণিজ্যিক কেন্দ্রে মোট ২৫০টি ব্যাংকের সাথে এর করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক আছে।

Back to top button