এইচএসবিসি বাংলাদেশ

এইচএসবিসি হোল্ডিং পিএলসি বা এইচএসবিসি (HSBC Holdings PLC or HSBC) হলো একটি বহুজাতিক ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের লন্ডনে এর সদর দফতর অবস্থিত। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ ব্যাংক। ১৯৯১ সালে দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন থেকে নতুন একটি হোল্ডিং কোম্পানি গঠিত হয়ে এইচএসবিসি-তে রূপ নেয়। এর পূর্বোক্তোন কোম্পানি দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন হংকং এবং সাংহাইতে ৩ মার্চ, ১৮৬৫ সালে সর্বপ্রথম এর শাখা খোলে। আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা সহ প্রায় ৮৫টি দেশে এইচএসবিসির প্রায় ৭২০০টি অফিস রয়েছে। এইচএসবিসি মূলত চারটি প্রধান ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনা করে থাকে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ ব্যাংকিং, গ্লোবাল ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা ও ব্যক্তিগত ব্যাংকিং। ব্যাংকটি বিশ্বের অন্যতম বৃহৎ দুটি শেয়ার বাজার হংকং এবং লন্ডন স্টক মার্কেটে নিবন্ধিত। সারা বিশ্বজুড়ে ১২৯টি দেশে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার সংখ্যা ২,০০,০০০ জন। এটি রয়েল ডাচ শেল কোম্পানির পরে লন্ডন স্টক এক্সচেঞ্জে সর্ববৃহৎ কোম্পানি। এর কর্মী সংখ্যা ২,৩৮,০০০ (২০১৮)।

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের বেসরকারি খাতের বিদেশি বাণিজ্যিক ব্যাংক। বিশ্বের স্থানীয় ব্যাংক হিসেবে সমধিক পরিচিত। হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড ১৯৯৬ সালে বাংলাদেশে সর্বপ্রথম তাদের শাখা খোলে। এইচএসবিসি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) লাইসেন্স থাকায় ব্যাংকটি যোগ্য কাস্টমারকে বিদেশি মুদ্রায়ও অর্থায়ন করতে পারে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, আদমজী, মংলা ও কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ব্যাংকটির কার্যক্রম রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ব্যাংকটির সর্বমোট ১১টি শাখা, ২৯টি এটিএম বুথ এবং ৭টি কাস্টমার সার্ভিস সেন্টার চালু রয়েছে। ব্যাংকটি পূর্ণাঙ্গ ব্যক্তি ব্যাংকিং সার্ভিস ছাড়াও চলতি ও সঞ্চয়ী হিসাব, ব্যক্তি ঋণ, মেয়াদি জমা, ট্রাভেলস চেক এবং অন্তর্গামী ও বহির্গামী রেমিট্যান্স সেবাও প্রদান করে থাকে। প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যাংকটির প্রশাসনিক ও পরিচালনার দায়িত্বে রয়েছে। তাঁকে সহায়তা করেন ৩৩৮ জন কর্মকর্তা এবং ৪৯৬ জন কর্মচারী।

Back to top button