হাবিব ব্যাংক লিমিটেড

হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল)Habib Bank Limited (HBL) পাকিস্তানের করাচী ভিত্তিক একটি বহুজাতিক ব্যাংক। ১,৬০০টি শাখা, ১,৭০০টি এটিএম বুথ এবং বহির্বিশ্বে ২৯টি দেশে ৫৫টি শাখা এবং ৮ মিলিয়ন গ্রাহক নিয়ে এটি পাকিস্তানের বৃহত্তম ব্যাংক। হাবিব ব্যাংক গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার ব্যাংকিং সেবা দিয়ে থাকে। মুহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের জন্য আলাদা দেশ গঠনের আন্দোলনের সময় (ব্রিটিশ বিরোধী) মুসলমানদের জন্য আলাদা ব্যাংক গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি ভারতীয় মুসলমানদের জন্য আলাদা ব্যাংক গঠনের জন্য হাবিব পরিবারকে অনুরোধ করেন। এরই ধারাবাহিকতাই ১৯৪১ সালে মুম্বাই-এ (তৎকালীন বম্বে-তে) ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।

১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পরে ব্যাংকটির প্রধান কার্যালয় করাচিতে স্থানান্তর করা হয় এবং এটিই স্বাধীন পাকিস্তানের প্রথম বাণিজ্যিক ব্যাংক। হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) – Habib Bank Limited (HBL) বাংলাদেশে বেসরকারি খাতের বিদেশি মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। ০১ জানুয়ারি, ১৯৭৪ সালে পাকিস্তান সরকার ব্যাংকটিকে জাতীয়করনের আগ পর্যন্ত হাবিব পরিবার ব্যাংকটির মালিক ছিল এবং পরিচালনা করতো। ১৯৭৬ সালে হাবিব ব্যাংক বাংলাদেশে শাখা চালু করে তাদের কার্যক্রম শুরু করে।

Back to top button