এক্সিম ব্যাংক পিএলসি

এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (Export Import Bank of Bangladesh PLC) বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের অন্যতম একটি শরিয়াহ ভিত্তিক ইসলামিক বাণিজ্যিক ব্যাংক। যা এক্সিম ব্যাংক পিএলসি (EXIM Bank PLC) নামে পরিচিত। ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের সকল নিয়ম কানুন মেনে ১৯৯৯ সালের ৩ আগস্ট যাত্রা শুরু করে। শুরুতে ব্যাংকটির নাম ছিল বেঙ্গল এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (Bengal Export Import Bank of Bangladesh Limited) বা বেক্সিম ব্যাংক লিমিটেড (BEXIM Bank Limited)। কিন্তু আইনগত সমস্যার কারণে ব্যাংকটিকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (Export Import Bank of Bangladesh Limited) বা এক্সিম ব্যাংক লিমিটেড (EXIM Bank Limited) নামে অভিহিত করা হয়। ১৯৯৯ সালে প্রয়াত জনাব শাহজাহান কবিরের নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাংকটি গঠিত হয়। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

এক্সিম ব্যাংক পিএলসি দেশের প্রথম ব্যাংক হিসেবে জুলাই, ২০০৪ সালে সকল কার্যক্রম প্রথাগত ব্যাংকিং থেকে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিবর্তিত করে। ব্যাংকটি ২০০৯ সালে প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে যুক্তরাজ্যে এক্সচেঞ্জ হাউজ চালু করে। ব্যাংকটি মুসলিম ও অ-মুসলিম সবাইকে নিজস্ব প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সেবা দিয়ে থাকে। যাত্রার শুরুতে এ ব্যাংকের অনুমোদিত মূলধন ছিল ১০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ছিল ২২৫ মিলিয়ন টাকা। বর্তমানে সারাদেশে ১৫১টি শাখা, ৭৩টি উপ-শাখা, ৩২৩টি এটিএম বুথ, ৮৭টি পিওএস এবং ৩,২৩০ জন কর্মী বাহিনীর মাধ্যমে এক্সিম ব্যাংক পিএলসি গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।

Back to top button