বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) – Bangladesh Krishi Bank (BKB) কৃষিঋণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দেশের সর্ববৃহৎ শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠান। ১৯৭৩ সালে কৃষি উন্নয়নের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ বলে (রাষ্ট্রপতির আদেশ নং ২৭, ১৯৭৩) একটি বিশেষায়িত সরকারি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন এবং ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংক-এর সমন্বয়ে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংকের উত্তরসূরি। প্রাথমিকভাবে ব্যাংকের অনুমোদিত মূলধন ৫০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ছিল ৩৭০ মিলিয়ন টাকা। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত ও পরিশোধিত মূলধনের পরিমান যথাক্রমে ১৫ বিলিয়ন এবং ৯ বিলিয়ন টাকা। কৃষি ব্যাংকের ৭৯২টি পল্লী শাখা সহ মোট ১০৩৮টি অনলাইন শাখার মাধ্যমে বিশ্বের যে কোন দেশের প্রবাসীদের রেমিট্যান্সের টাকা দ্রুততম সময়ে স্বজনদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।

আমানত, ঋণ, বৈদেশিক বানিজ্যসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ কৃষি ব্যাংক। গ্রাম-গঞ্জের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ময়মনসিংহ শহরে ১৪টি এটিএম বুথের মাধ্যমে ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা প্রদান করছে। ব্যাংকের নিজস্ব এটিএম বুথ ছাড়াও যে কোন ব্যাংকের এটিএম বুথ হতে টাকা উত্তোলন এবং কেনাকাটায় যে কোন পয়েন্ট অব সেলে খুব সহজেই কৃষি ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করা যায়। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS)-এর আওতায় খুব শীঘ্রই “বাংলা-ক্যাশ” নামে কৃ্ষি ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে ডিজিটালাইজেশনে বাংলাদেশ কৃষি ব্যাংক অনেকদুর এগিয়ে আছে। বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)-এর প্রধান কার্যালয় কৃষি ব্যাংক ভবন, ৮৩-৮৫, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ এ অবস্থিত।

Back to top button