বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (Bangladesh Development Bank PLC) বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ২০০৯ সালের ১৬ নভেম্বর কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এ নিবন্ধিত হয়ে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স ও অনুমোদন নিয়ে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করে। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে, শিল্পের দ্রুত বিকাশে বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) প্রতিষ্ঠা করা হয় ১৯৭২ সালের ৩১ অক্টোবর। একই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) প্রতিষ্ঠা করা হয় ১৯৭২ সালের ৩১ অক্টোবর। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এবং বাংলাদেশ শিল্প ব্যাংক-কে একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি প্রতিষ্ঠা করা হয়। ২০১০ সালের ০৩ জানুয়ারি ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ নিবন্ধিত। ব্যাংকটির অনুমোদিত মূলধন ১,০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬০০ কোটি টাকা যার পুরোটাই বাংলাদেশ সরকার কর্তৃক লগ্নীকৃত। ব্যাংকটি তার হেড অফিসে ১১টি ডিভিশন, ৩৫টি ডিপার্টমেন্ট ও ইউনিট, ৬টি জোনাল অফিস, ৫০টি শাখা, ৫টি এডি শাখা এবং ৬৮২ জন এমপ্লয়ির মাধ্যমে গ্রাহকদের জন্য বাণিজ্যিকভাবে সব ধরনের বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। প্রযুক্তির জয়-জয়কারের নতুন এই যুগে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে বিডিবিএল ব্যাংক সাফল্যের সাথে ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, সর্বাধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি, মোবাইল ব্যাংকিং,অনলাইন একাউন্ট ওপেন,ই কেওয়াইসি, যথোপযুক্ত নেটওয়ার্ক সমাধান, ২৪/৭ এটিএম সেবা এবং নানা ধরনের ই-সেবা চালু চলমান আছে।
-
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ২০০৯ সালের ১৬ নভেম্বর কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে…
বিস্তারিত দেখুন