স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জব সার্কুলার

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ (Standard Chartered Bangladesh) বাংলাদেশে ব্যাংকিং ব্যবসায়ে নিয়োজিত একটি বিদেশি ব্যাংক। যেটি স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর একটি সহযোগী কোম্পানি। এটি সংক্ষেপে এসসিবি বিডি (SCB BD) নামে পরিচিত। ১৯০৫ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। সময়ের ধারাবাহিকতায় ২০০৫ সালে এ দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর কার্যক্রমের শত বর্ষপূর্তি হয়। ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হবার পরে ব্যাংকটি ১৯৪৮ সালে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে এদের শাখা স্থাপন করে কার্যক্রম শুরু করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক পিএলসি রয়্যাল চার্টার ১৮৫৩-এর অধীনে নিবন্ধিত একটি ব্রিটিশ ব্যাংক এবং এর প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত। বর্তমানে ব্যাংকটির ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বগুড়া, নারায়ণগঞ্জ শহরে মোট ১৮টি শাখা, ১টি ইসলামিক উইন্ডো, ৩টি কাস্টমার সেন্টার ও ৯৬টি এটিএম বুথ রয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীর সংখা ২০০০ জনের বেশি।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক পিএলসি ২০০০ সালের এপ্রিল মাসে এএনজেড গ্রুপ-এর নিকট থেকে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের বিশ্বব্যাপী সমুদয় ব্যাংক ব্যবসায় ক্রয় করে স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রিন্ডলেজ ব্যাংক পিএলসি হিসেবে এর পুনঃনামকরণ করে। গ্রিন্ডলেজ ব্যাংক পিএলসি একটি বহুজাতিক বাণিজ্যিক ও মার্চেন্ট ব্যাংকিং কোম্পানি। এটি ব্রিটিশ কোম্পানি আইন ১৮৬২-এর অধীনে ২৩ মার্চ ১৮৬৬ সালে লন্ডনে নিবন্ধিত হয়। ন্যাশনাল ব্যাংক অব ইন্ডিয়া নামে ঢাকার সদরঘাট ও চট্টগ্রামে ২টি শাখা খোলার মাধ্যমে গ্রিন্ডলেজ ব্যাংক পিএলসি ১৯০৫ সালে পূর্ববঙ্গে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে ব্যাংকটির কার্যক্রম স্থগিত হয়ে যায়। স্বাধীনতার পর ন্যাশনাল অ্যান্ড গ্রিন্ডলেজ ব্যাংক নাম নিয়ে ব্যাংকটি এ দেশে পুনরায় কার্যক্রম শুরু করে। এএনজেড গ্রুপ (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড) ১৯৮৫ সালে গ্রিন্ডলেজ ব্যাংক পিএলসি-র বিশ্বব্যাপী ব্যাংকিং ব্যবসায় ক্রয় করে নেয় এবং ১৯৮৯ সালে ব্যাংকটির মালিকানা এএনজেড ব্যাংকের নিকট হস্তান্তর করে। নতুন মালিক (ANZ Group) ন্যাশনাল অ্যান্ড গ্রিন্ডলেজ ব্যাংকের নাম দেয় ‘এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক পিএলসি’। এই ক্যাটেগরিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ-এ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (জব সার্কুলার) সমূহ তুলে ধরা হয়েছে।

Back to top button