স্ট্যান্ডার্ড ব্যাংক জব সার্কুলার

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি (Standard Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতের ব্যক্তিমালিকানাধীন ইসলামী শরিয়াহ ভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি প্রচলিত ধারার ব্যাংক হিসেবে কোম্পানি আইন ১৯৯৪-এর অধীনে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়ে ১১ মে, ১৯৯৯ প্রতিষ্ঠা লাভ করে এবং ০৩ জুন, ১৯৯৯ তারিখে ৭৫০ মিলিয়ন টাকা অনুমোদিত এবং ২০০ মিলিয়ন টাকা পরিশোধিত মূলধন নিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ২০২০ সালে ব্যাংকটি পূর্নাঙ্গ ইসলামী ব্যাংক হিসেবে সরকারিভাবে অনুমোন লাভ করে। ব্যাংকটি জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এটিএম সেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে।

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি আমানত গ্রহণ, ঋণ প্রদান, আমদানি অর্থায়ন, রপ্তানি সার্ভিসিং এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক রেমিট্যান্স সার্ভিসসহ সর্বপ্রকার বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। শুরু থেকে ব্যাংকটি ব্যাপকভাবে বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণ করে আসছে। এটি ২২টি বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে করেসপন্ডেন্ট সম্পর্ক স্থাপন করেছে। এ সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের দেশে অর্থ প্রেরণ ও বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমে দেশীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়াও ব্যাংক প্রবাসীদের সহায়তার লক্ষ্যে স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেড নামে ইউ.কে-তে একটি এক্সচেঞ্জ হাউজ খুলেছে, যার মাধ্যমে সহজে ও দ্রুত রেমিট্যান্স গ্রহণ সম্ভব হচ্ছে। এই ক্যাটেগরিতে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-তে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ (জব সার্কুলার) তুলে ধরা হয়েছে।

Back to top button