এসবিআই বাংলাদেশ জব সার্কুলার

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ (State Bank of India Bangladesh) বাংলাদেশে বিদেশি ব্যাংকিং খাতের একটি ব্যাংক। এটি সংক্ষেপে এসবিআই বাংলাদেশ (SBI Bangladesh) স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ ভারতীয় স্টেট ব্যাংকের বাংলাদেশ শাখা। ভারতীয় স্টেট ব্যাংক হলো একটি ভারতীয় বহুজাতিক ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি। এটি একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় মহারাষ্ট্রের মুম্বাই শহরের নারিমান পয়েন্টে অবস্থিত। মোট অ্যাসেট অনুযায়ী ভারতীয় স্টেট ব্যাংক বিশ্বের ৪৯তম বৃহত্তম ব্যাংক এবং ভারতের তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ব্যাংক।

ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাংক ব্যাংক অব ক্যালকাটা ১৮০৬ সালের ০২ জুন প্রতিষ্ঠিত হয়। ১৮০৯ সালের ০২ জানুয়ারি এই ব্যাংকের নাম পালটে রাখা হয় “ব্যাংক অব বেঙ্গল”। ১৯২১ সালে ব্যাংক অব বোম্বাই ও ব্যাংক অব মাদ্রাজ- এই দুটি প্রেসিডেন্সি ব্যাংক, ব্যাংক অব বেঙ্গলের সঙ্গে মিশে যায় এবং ইম্পিরিয়াল ব্যাংক অব ইন্ডিয়া গঠিত হয়। পরবর্তীতে ১৯৫৫ সালে ইমপেরিয়াল ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে আত্মপ্রকাশ করে। সামগ্রিকভাবে এটি ২০০ বছর ধরে ২০টির বেশি ব্যাংক একত্রিত করে গঠিত। বর্তমানে বাংলাদেশে ব্যাংকটির ৩টি শাখা এবং ২টি অফশোর ব্যাংকিং ইউনিট রয়েছে। এই ক্যাটেগরিতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ-এ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (জব সার্কুলার) সমূহ তুলে ধরা হয়েছে।

Back to top button