প্রবাসী কল্যাণ ব্যাংক জব সার্কুলার

প্রবাসী কল্যাণ ব্যাংক (পিকেবি) – Probashi Kallayan Bank (PKB) প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণ সাধনের পাশাপাশি তাদের রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রশংসনীয় অবদান রাখার লক্ষ্যে ‘প্রবাসী কল্যাণ ব্যাংক আইন-২০১০’-এর মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। ৩০ জুলাই ২০১৮ তারিখে তফসিলি বিশেষায়িত ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়। ব্যাংকটি ১ বিলিয়ন টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে। এই অর্থের ৯৫ ভাগ এসেছে প্রবাসী শ্রমিক কল্যাণ ফান্ড থেকে এবং বাকি ৫ ভাগ এসেছে বাংলাদেশ সরকার হতে। মার্চ ২০২১ শেষে ব্যাংকটির অনুমোদিত মূলধন এবং পরিশোধিত মূলধন দাঁড়ায় যথাক্রমে ৫,০০০ এবং ৪,৪৫০ মিলিয়ন টাকা। উল্লেখ, ২০২০ সাল পর্যন্ত ব্যাংকটির পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ৪,০০০ মিলিয়ন টাকা। ব্যাংকটির প্রধান কার্যালয় ইস্কাটন, ঢাকায় অবস্থিত।

প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিষ্ঠা লগ্ন হতে এ পর্যন্ত লক্ষাধিক বিদেশগামী কর্মীকে অভিবাসী ঋণ প্রদান করেছে। ব্যাংকটি মাত্র ০৩ দিনে অভিবাসন ঋণ মঞ্জুর করে থাকে। এছাড়া বিদেশ ফেরত উল্লেখযোগ্য সংখ্যক কর্মীকে পুনর্বাসন ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানে সহায়তা করেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলায় ১২০টি শাখার মাধ্যমে এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান শাখাসহ ১২০টি শাখা হতে প্রায় প্রতিদিন ২০০০ বিদেশ গমনেচ্ছুক কর্মীর কাছ হতে রেজিস্ট্রেশন ফি, স্মার্টকার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি সংগ্রহ করে থাকে। জানুয়ারি ২০১৪ সাল হতে প্রবাসী কল্যাণ ব্যাংক অনলাইন ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। বিদ্যমান ব্যাংকিং পদ্ধতি সহজলভ্য না হওয়ার কারণে প্রবাসী কর্মীগণ অবৈধ পন্থায় টাকা স্থানান্তর করে থাকেন। যে জন্যে অভিবাসীদের দ্রুত, সঠিক এবং পেশাগত সেবা নিশ্চিত করতে ও রেমিটেন্স আনায়নের লক্ষ্যে সীমিত আকারে বাণিজ্যিক কার্যক্রম শুরুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিদেশগামী এবং প্রত্যাগত কর্মীদের সহায়তা দেয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেল্প-ডেস্ক স্থাপন করা হয়েছে।

এই ক্যাটেগরিতে প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (জব সার্কুলার) সমূহ তুলে ধরা হয়েছে।

Back to top button