কমার্শিয়াল ব্যাংক অব সিলন জব সার্কুলার

কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি (Commercial Bank of Ceylon PLC) হচ্ছে শ্রীলঙ্কার একটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯২০ সালে শ্রীলঙ্কায় প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত। ১৪ বছরের কার্যক্রমে সফলতার জন্য ব্যাংকটি “গ্লোবাল ফাইন্যান্স” কর্তৃক শ্রীলঙ্কার সেরা ব্যাংক বলে বিবেচিত হয়েছে এবং “দি ব্যাংকার” ম্যাগাজিনের ৭ম প্রকাশে “ব্যাংক অফ দি ইয়ার” বলে বিবেচিত হয়েছে।

কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি (CBC)-এর সারা বিশ্বে ২৫০টি শাখা এবং ৬২৫টি এটিএম বুথ রয়েছে। ২০০৩ সালে কমার্শিয়াল ব্যাংক অব সিলন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। এটিই শ্রীলঙ্কার প্রথম বাণিজ্যিক ব্যাংক যা বিদেশে প্রথম ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকটির বাংলাদেশে ১১টি শাখা, ২টি অফশোর ব্যাংকিং ইউনিট, ৬টি এসএমই সেন্টার রয়েছে। এই ক্যাটেগরিতে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি-তে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (জব সার্কুলার) সমূহ তুলে ধরা হয়েছে।

Back to top button