ব্র্যাকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ব্র্যাক একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। এটি বিশ্বের অন্যতম বৃহত্তর উন্নয়নমূলক সংস্থা। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের ৬৪টি জেলাসহ এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার ১৩টি দেশে এটির কার্যক্রম রয়েছে। ব্র্যাক সম্প্রতি “ম্যানেজমেন্ট ট্রেইনি” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রোক্রেডিট বিভাগে লোকবল নিয়োগ দেবে। চূড়ান্ত নির্বাচিতরা বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে ৮ জানুয়ারি, ২০২২ এর মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নামঃ ম্যানেজমেন্ট ট্রেইনি
✓ প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: বাংলাদেশের যেকোন স্থানে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ প্রার্থীকে কমপক্ষে মাস্টার্স পাস করতে হবে।
✓ একাডেমিক পর্যায়ে প্রথম শ্রেণি বা সমমান সিজিপিএ থাকতে হবে।
✓ সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
✓ অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ প্রার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কারণ প্রতিষ্ঠানটি এই প্রজেক্টর মাধ্যমে নেক্সট জেনারেশন অব লিডারস তৈরি করতে যাচ্ছে।
✓ যারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, শুধু তাদেরকেই আবেদন করতে বলা হয়েছে।
বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহীদের ব্র্যাকের নিজস্ব ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ৮ জানুয়ারি, ২০২২।
আরও দেখুন:
◾ব্যাংকিং পেশার জন্য প্রয়োজনীয় তথ্য
সোর্সঃ ব্র্যাক
About BRAC:
BRAC is an international development organisation based in Bangladesh. In order to receive foreign donations, BRAC was subsequently registered under the NGO Affairs Bureau of the Government of Bangladesh. BRAC is the largest non-governmental development organisation in the world, in terms of number of employees as of September 2016. Established by Sir Fazle Hasan Abed in 1972 after the independence of Bangladesh, BRAC is present in all 64 districts of Bangladesh as well as 11 other countries in Asia, Africa, and the Americas.
BRAC states that it employs over 90,000 people, roughly 70 percent of whom are women, and that it reaches more than 126 million people with its services. The organisation is partly self-funded through a number of social enterprises that include a dairy and food project, a chain of retail handicraft stores called Aarong, seed and Agro [clarification needed], and chicken. BRAC has operations in 11 countries of the world.