Blog Rules
“ব্যাংকিং নিউজ” সাইটে মন্তব্য করার আগে এই সাইটের “নীতিমালা” সমূহ মেনে মন্তব্য করুন। এই সাইটে মন্তব্য করলে বুঝে নেয়া হবে যে আপনি এই সাইটের “নীতিমালা” মেনে, জেনে ও বুঝে তাতে সম্মত হয়েছেন। আপনার প্রকাশিত মন্তব্যের জন্য আইনগত কোন দায়দায়িত্ব “ব্যাংকিং নিউজ” এর নয়।
পোষ্ট কপি পেষ্টঃ
এই সাইটের লেখা কোন পোষ্ট এডমিন এর অনুমতি ব্যতীত কপি করা যাবে না। এক্ষেত্রে কোন লেখা কপি করা হলে কপিরাইট আইনে মামলা করা হবে।
মন্তব্য বা কমেন্টের ভাষাঃ
মন্তব্য বা কমেন্টের ভাষা যে কোন ভাষায় হতে পারে। তবে তা অবশ্যই পাঠকের বোধগম্য হতে হবে।
লিংক বিষয়কঃ
কোন মন্তব্যের ক্ষেত্রে লিংক ব্যবহার করা যাবে না।
মন্তব্যের উদ্দেশ্যঃ
কোন বিজ্ঞাপনের উদ্দেশ্যে কোন সাইট লিংক দিয়ে কোন মন্তব্য করা যাবে না।
সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়কঃ
সামাজিক ও রাজনৈতিক বিষয়ে কোন মন্তব্য করা যাবেনা। ধর্মীয় কোন বিষয়ে কুরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক এমন মন্তব্য করা যাবে না।
ব্যক্তি বা গোষ্ঠিঃ
কোন ব্যক্তি বা গোষ্ঠি বা অন্য কোন বিষয়ে কেউ আঘাত প্রাপ্ত হয় এমন কোন বিষয়ে মন্তব্য করা যাবে না।
অশ্লীল শব্দঃ
অশ্লীল, অপমানজনক, কুরুচীপূর্ণ, আপত্তিকর, বা উস্কানিমূলক শব্দ ব্যবহার করে মন্তব্য করা যাবে না।
পোষ্ট দিতে চাইলেঃ
কোন পোষ্ট বা লেখা দিতে চাইলে “ই-মেইল” এর মাধ্যমে আপনার লেখা পাঠাতে পারেন। অথবা আমাদের ফোন (০৯৬৩৮-১৮৩৩৫০) করুন। সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা সহ লিখবেন। লেখকের নাম বা উৎস প্রকাশ করা হবে।
যেকোন অবস্থায় বা পরিস্থিতিতে “ব্যাংকিং নিউজ” কোন কারন দর্শানো ছাড়াই যেকোন মন্তব্য অপসারণ করতে পারবে।
সর্বোপরি প্রযুক্তির আধুনিকায়নের সাথে সাথে “ব্যাংকিং নিউজ” সাইটের বিধিমালা/নীতিমালা পরিবর্তন হতে পারে।
কপিরাইটঃ ব্যাংকিং নিউজ-এর এডমিন কর্তৃক সংরক্ষিত