বেঙ্গল ব্যাংক ক্রেডিট এন্ড ফরেন ট্রেড অডিটর (SO-SEO) নিয়োগ
বেঙ্গল ব্যাংক ক্রেডিট এন্ড ফরেন ট্রেড অডিটর (SO-SEO) নিয়োগ- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি (Bengal Commercial Bank PLC) বাংলাদেশের একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাদের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে “ক্রেডিট অ্যান্ড ফরেন ট্রেড অডিটর” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ ক্রেডিট অ্যান্ড ফরেন ট্রেড অডিটর
✓ ডিভিশন: ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স।
✓ জব গ্রেড: সিনিয়র অফিসার – সিনিয়র এক্সিকিউটিভ অফিসার।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ কর্মস্থল: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/ মাস্টার্স ডিগ্রি ধারীরা আবেদন করতে পারবেন।
✓ শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/ বিভাগ থাকা যাবে না।
✓ CA(CC) ডিগ্রি ধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
✓ স্বনামধন্য যে কোনো বাণিজ্যিক ব্যাংকে পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত প্রয়োজনীয়তাঃ
✓ বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
✓ ক্রেডিট এবং বৈদেশিক বাণিজ্য সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে।
✓ ক্রেডিট এবং বৈদেশিক বাণিজ্য সম্পর্কিত অভ্যন্তরীণ অডিট পরিকল্পনা, নীতি এবং কৌশল অনুসারে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
✓ আন্তঃব্যক্তিক, যোগাযোগ এবং উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।
✓ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন (এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট) ও ব্যাংকিং সফটওয়ারে ভাল কমান্ড থাকতে হবে।
✓ স্ট্রং এনালিটিক্যাল স্কিল থাকতে হবে।
✓ চাপ নিয়ে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি আকর্ষণীয় ও প্রতিযোগিতা মূলক বেতন এবং সুবিধা অফার করে।
✓ ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।
✓ অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের পদ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান। যে কোনো ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি সহ অনলাইনে আবেদন করতে হবে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ৩০ এপ্রিল, ২০২৪।
সোর্সঃ বিডি জবস
About Bengal Commercial Bank PLC:
Bengal Commercial Bank PLC is a private commercial bank in Bangladesh. Bangladesh Bank on February 23, 2020, gave a banking license to Bengal Commercial Bank PLC as the Fifth (5th) Generation Scheduled Commercial Bank in Bangladesh and it started its operational activities on 11 March 2021. The main goal of Bengal Commercial Bank PLC is to provide specialized banking services to micro and small business enterprises and entrepreneurs across the country. Moreover, the Bengal Bank aims to uphold the interest of the account holders and depositors by ensuring that the deposits are channeled into meaningful investment projects with viable returns.
Their wide range of services and products will open up an infinite horizon of possibilities in developing the lifestyle of consumers and entrepreneurs who are searching to be their partner for growth and development for onward fulfillment of their dream. With a vision of converting the dreams into reality of the customers we are determined to stand beside the people which will immensely help the socio-economic condition of the country to a great extent.
They are giving high concentration to enhance the enthusiasm and inspire the people to become self-reliant considering our promising slogan “Inspiring growth”. Bengal Commercial Bank PLC is primarily engaged in deposit and lending activities to private and corporate clients in wholesale and retail banking. Other services typically include credit cards, mobile banking, custodial service and guarantees, cash management and settlement as well as Trade Finance. Bank emphasis on the technological-based platform for different deposit and lending products.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি (Bengal Commercial Bank PLC) বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ৪০২তম পর্ষদ সভায় ব্যাংকটি প্রাথমিক সম্মতিপত্র পায়। ব্যাংকটি ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদন পায়। পরবর্তীতে, ২০২১ সালের ১১ মার্চ ব্যাংকটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ব্যাংকটির প্রধান কার্যালয় ৯৪ গুলশান অ্যাভিনিউ, ঢাকায় অবস্থিত।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে। ব্যাংকটি জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, কনজ্যুমার ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, কার্ড সার্ভিস (ক্রেডিট ও ডেবিট) ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম সেবা, ইসলামী ব্যাংকিং সেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে।