ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারে যে সকল সুবিধা পাবেন
প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে ব্যাংকিং লেনদেন পদ্ধতিরও অনেক পরিবর্তন এসেছে। এমন একটা সময় আসবে যে আপনি ইন্টারনেট ব্যাংকিং ছাড়া ব্যাংকিং লেনদেন কল্পনাও করতে পারবেন না। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের পিছনে অনেক কারণ আছে। যে কারণগুলোর জন্য আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে হবে। কারণ ইন্টারনেট ব্যাংকিং এ রয়েছে নানা সুযোগ সুবিধা।
❏ ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে একজন গ্রাহক শাখায় না গিয়েও ব্যাংকিং করতে পারে।
❏ রিয়েল টাইম ব্যালেন্স চেক করতে পারবেন।
❏ রিয়েল টাইমে ফিক্স ডিপোজিট এবং স্কিম একাউন্টের ব্যালেন্স চেক করা যায়।
❏ ঘরে বসেই এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার করা যায়।
❏ ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে একজন গ্রাহক ২৪ ঘন্টা ৭ দিন সবসময় ব্যাংকিং করতে পারে।
❏ ট্রানজেকশনগুলো সাথে সাথেই হয়ে থাকে। এর জন্য তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না।
❏ গ্রাহক তার ইচ্ছামত পিন পরিবর্তন করে নিতে পারে, যেটার কারণে অন্য কেউ তার একাউন্টে লগ ইন পারে না।
❏ ক্যাশ টাকা বহন করতে হয় না বলে চুরি, ছিনতাই, ডাকাতি হয় না।
❏ ট্রানজেকশনগুলো করার জন্য গ্রাহককে সবচেয়ে কম খরচ দিতে হয় ব্যাংকে।
❏ যতবার ইচ্ছা ততবার স্টেটমেন্ট নেওয়া যায়।
❏ যেকোনো সময় বিনামূল্যে ব্যালেন্স চেক করা যায়।
❏ যেহেতু ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক সব সময় তার একাউন্ট এর তথ্য জানতে পারে। সেজন্য একাউন্ট থেকে টাকা চুরির ঝুঁকি কম থাকে।
❏ ক্রেডিট কার্ডের বিল প্রদান করা যায়।
❏ যে কোন মোবাইলে এয়ার টাইম রিচার্জ করা যায়।
❏ ক্লিয়ারিং চেক এর ক্ষেত্রে পজিটিভ পে ইনস্ট্রাকশন প্রদান করা যায়।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
❏ বিদ্যুৎ, গ্যাস, পানির বিল ছাড়াও বিভিন্ন ধরণের বিল প্রদান করা যায়।
❏ আপনার লোন একাউন্টের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স জানা যাবে।
❏ আরটিজিএস এর মাধ্যমে তাৎক্ষণিক এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো যায়।
❏ বিইএফটিএন এর মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো যায় বাংলাদেশের যেকোনো ব্যাংকের যেকোনো শাখায়।
❏ ফান্ড ট্রান্সফার করে একই ব্যাংকের যেকোন হিসাবে তাৎক্ষণিক টাকা পাঠানো যায়।
❏ ফিক্সড ডিপোজিট এবং স্কিম একাউন্ট খোলা এবং বন্ধ করা যায়।
❏ স্ট্যান্ডিং অর্ডার প্রদান করা যায়।
❏ চেক বইয়ের রিকুয়েস্ট, স্ট্যাটাস এবং স্টপ পেমেন্ট করা যায়।
❏ এছাড়া কর্পোরেট গ্রাহকদের জন্য লেটার অব ক্রেডিট এর অ্যাপ্লিকেশন, ব্যাংক গ্যারান্টি, লিমিট ইনকোয়ারি সেবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পাওয়া যায়।
❏ অধিকাংশ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবা ফ্রিতে ব্যবহার করা যায়।
❏ মোবাইল ব্যাংকিং এ টাকা টান্সফার করা যায়।