চালু হলো বেসিক ব্যাংকের ‘ম্যাগপাই’ অ্যাপ
ব্যাংকিং সেবা’কে আরো অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য করার লক্ষ্যে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড-এর ডিজিটাল ব্যাংকিং ‘ম্যাগপাই’ অ্যাপ এবং কাস্টমার অনবোডিং প্ল্যাটফর্ম ‘বেসিক আই একাউন্ট’ চালু করা হয়েছে।
বেসিক ব্যাংক প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিং অ্যাপস চালু করেছে। এই অ্যাপে ব্যাংকিংসহ অন্যান্য সকল আর্থিক সেবা রয়েছে। দেশের যেকোনো নাগরিক মাত্র ২ (দুই) মিনিটে তার ব্যাংক হিসাব খুলতে পারবে। এতে মানুষ’কে ব্যাংক হিসাব খোলার জন্য ব্যাংকে যেতে হবে না। ঘরে বসেই মানুষ ব্যাংকিং সুবিধা পাবেন।
‘ম্যাগপাই’ অ্যাপ ব্যবহার করে গ্রাহক ঘরে বসেই ই-কেওয়াইসি ভিত্তিক ব্যাংক হিসাব খুলতে পারবেন। এছাড়া হিসাব বিবরণী জানা এবং ডাউনলোড করা, চেকবই রিকুইজিশন, ইএফটি, আরটিজিএস এবং এনপিএসবির মাধ্যমে অন্য ব্যাংকে সরাসরি ফান্ড ট্রান্সফার, অ্যাড মানি, ই-কমার্স/ মার্চেন্ট পেমেন্ট, ক্রেডিট কার্ডের বিল প্রদান, ইউটিলিটি বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, টিকেটিংসহ অন্যান্য ব্যাংকিং সেবা ম্যাগপাই অ্যাপের মাধ্যমে পাওয়া যায়।
বেসিক ব্যাংকের ‘ম্যাগপাই’ অ্যাপ ব্যবহার করে গ্রাহক বেসিক ব্যাংকের যেকোন কার্ড, অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যুক্ত করা, যেকোন ভিসা অথবা মাস্টার কার্ড থেকে ফান্ড ট্রান্সফার, কিউআর কোডের মাধ্যমে কেনাকাটা, মোবাইল রিচার্জ, ব্যালেন্স ইনকোয়ারি ও তাৎক্ষণিক কার্ড/ অ্যাকাউন্ট স্টেটমেন্ট সুবিধা রয়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রদান ও গ্রহণ করা যায়।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
উল্লেখ্য, ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং “ম্যাগপাই” অ্যাপ এবং ‘বেসিক আই একাউন্ট’ গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে স্মার্টফোনে ব্যবহার করা যাবে৷