বেসিক ব্যাংক পিএলসিব্যাংক হিসাব
বেসিক ব্যাংকের শতবর্ষ সঞ্চয় প্রকল্প চালু
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আকর্ষণীয় মুনাফায় বিশেষ আমানত প্রকল্প ‘শতবর্ষ সঞ্চয় প্রকল্প’ চালু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড। মঙ্গলবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শতবর্ষ সঞ্চয় প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা প্রতিমাসে মাত্র ২৫০০ টাকা জমা করে ১০০ মাসে আয় করতে পারবেন এক লাখ টাকা। একক অথবা যৌথ নামে হিসাব খুলে মাসে মাত্র ২৫০০ টাকা বা তার যেকোনো গুণিতক সর্বোচ্চ ২০ হাজার টাকা জমা করা যাবে। হিসাবে জমাকৃত অর্থের বিপরীতে ১০০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যাবে। আগামী ১৭ মার্চ ২০২১ পর্যন্ত এ প্রকল্পের অধীনে হিসাব খোলা যাবে।