অনলাইনে ব্যাংক আমানত নিয়ে ভিত্তিহীন গুজব প্রসঙ্গ
ব্যাংক হিসাবে ছিল মাত্র ৫ হাজার টাকা। অথচ দুই লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে যান এক গ্রাহক। টাকা না পেয়ে ফেসবুকে মিথ্যা তথ্য পোস্ট করেন। বলেন, ‘২ লাখ টাকা নিয়ে গেলাম ম্যানেজার সাহেবের কাছে, সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখার ম্যানেজার বললেন দুই লাখ টাকা নেই ব্রাঞ্চে। এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।’ মুহূর্তেই সেই গুজবটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই গ্রাহকের বিরুদ্ধে মামলা করেছে সোনালী ব্যাংক।
সম্প্রতি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকে অর্থ নেই, এমনকি দেউলিয়া হয়ে যাওয়ার গুজব ছড়িয়েছে। অনেক গ্রাহক সরাসরি ব্যাংকে গিয়ে ব্যাংকারদের জিজ্ঞেস করছেন, ‘ব্যাংকে এখন টাকা রাখা কতটা নিরাপদ। ব্যাংক দেউলিয়া হয়ে যাবে না তো!’ অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে এসব গুজব রটনাকারীদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে বিভিন্ন ব্যাংক। ব্যাংকিং খাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্ট খুঁজে বের করছেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
জানা গেছে, বর্তমানে ব্যাংক খাতে প্রায় ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা তারল্য আছে। জনগণের এসব আমানত সম্পূর্ণ নিরাপদ আছে বলে এক বিজ্ঞপ্তি দিয়ে সম্প্রতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের এসব তথ্য কেবলই ষড়যন্ত্রমূলক। এমনকি ব্যাংকে টাকা তুলতে এসে কোনো আমানতকারী যাতে খালি হাতে ফিরে না যান, সেজন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদেরও সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
পাশাপাশি এও জানিয়ে দিয়েছে কোনো ব্যাংক তারল্য সংকটে পড়লে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংককে সহায়তা দেবে। তারপরও আমানত নিয়ে আয়োজন করে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে খোদ সরকারি এক কর্মচারীর বিরুদ্ধে। ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম রুবেল। তিনি অ্যাটর্নি জেনারেলের অফিসের কর্মচারী। গত ৭ নভেম্বর সাইফুল তার ফেসবুকে লেখেন, ‘২ লাখ টাকা নিয়ে গেলাম ম্যানেজার সাহেবের কাছে, সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখার ম্যানেজার বললেন দুই লাখ টাকা নেই ব্রাঞ্চে। এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।’
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
খোঁজ নিয়ে জানা যায়, সাইফুলের অ্যাকাউন্টে ছিলে পাঁচ হাজার টাকার। অথচ তিনি দুই লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে যান এবং টাকা না পেয়ে ফেসবুকে মিথ্যা তথ্য পোস্ট করেন। মুহূর্তেই সেই গুজবটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখার ব্যবস্থাপক শেখ মজনুর রহমান জানান, সাইফুল নামের ওই ব্যক্তির অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ছিল। অথচ তিনি টাকা তুলতে দুই লাখ টাকার চেক জমা দিয়েছিলেন। তাই তার চেকটি ফেরত দেওয়া হয়।
ঘটনার দিন অর্থাৎ ৭ নভেম্বর এই শাখায় গ্রাহকদের লেনদেন মিটিয়েও ভল্টে এক কোটি টাকার ওপরে ছিল। তার ফেসবুকে করা পোস্ট ভাইরাল হলে ব্যাংকটির অনেক শাখার গ্রাহকরা টাকা তুলে নেওয়ার বিষয়ে যোগাযোগ শুরু করেন। তিনি জানান, অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলা করেছেন তারা। বিভাগীয় মামলা করার সুপারিশ করেছে অ্যাটর্নি জেনারেলের অফিস। এ ব্যাপারে অভিযুক্ত সাইফুল তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে বলেন, আমি ‘মানসিক টেনশন’ থেকে ফেসবুকে এমন স্ট্যাটাস দেই।
কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমাকে জানিয়েছিল অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, এটা সত্যি। সাইফুল জানান, ফেসবুকে ভাইরাল হতে গিয়ে এ রকম স্পর্শকাতর পোস্ট দেওয়ার বিষয়টি বুঝতে পেরে ওই দিন (৭ নভেম্বর, ২০২২) রাতেই পোস্টটি মুছে ফেলি। পরে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেই। তবে এরই মধ্যে অফিসিয়ালি কারণ দর্শানোর নোটিশ পেয়েছি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট আমানত ১৪ লাখ ৮২ হাজার ৮২৯ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে ১১ হাজার ১৫৬ কোটি টাকা বেশি। বর্তমানে মোট তারল্যের পরিমাণ ৪ লাখ ১৫ হাজার ৯৮৮ কোটি টাকা। অতিরিক্ত তারল্যের পরিমাণ ১ লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা। ব্যাংক খাতে তারল্যের সংকট নেই।