নকলমুক্ত পরিবেশে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে
নকলমুক্ত পরিবেশে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে – দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) মহাসচিব লাইলা বিলকিস আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার্থীদের সদয় অবগতির জন্য জানানো হয়েছে যে, ইনস্টিটিউটের ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা আগামী ২৭ মে, ৩ ও ১০ জুন ২০২৩ তারিখে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে।
কোন পরীক্ষার্থী পরীক্ষায় নকল করতে পারবেন না এবং পরীক্ষার হলে বই, খাতা, মোবাইল ফোন, ল্যাপটপ বা কোন প্রকার ইলেকট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন তবে তাঁর পরীক্ষা বাতিলসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE):
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) ব্যাংক ও আর্থিক খাতের প্রফেশনাল/ পেশাদারদের জ্ঞান বৃদ্ধি এবং দক্ষতা মূল্যায়ন করার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) কর্তৃক পরিচালিত হয়ে থাকে। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) দুই ভাগে বিভক্ত: জুনিয়র অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (জেএআইবিবি) এবং অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি)। ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ারের অগ্রগতির জন্য এই পরীক্ষাগুলো পাস করা অপরিহার্য, কারণ এই এক্সামগুলো (JAIBB, AIBB) পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাংকিং অপারেশন, আর্থিক নীতি এবং নিয়ন্ত্রক কাঠামো বোঝা এবং জানার সুযোগ দেয়। সাধারণত বছরে দুইবার (জুন ও নভেম্বর) IBB কর্তৃক বিভাগীয় কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস ও সাবজেক্ট-এর তালিকা প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৩ থেকে নতুন এই সিলেবাস কার্যকর করা হয়েছে। এতে সকল বিষয়ের পূর্ণ নম্বর- ১০০ এবং পাস নম্বর- ৪৫ করা হয়েছে।
আরও দেখুন:
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি
◾ সার্কুলার, সময়সূচি, সিলেবাস, রেজাল্ট, বিগত সালের প্রশ্ন ও সাজেশন
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার সময়সূচী
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |