ব্যাংকিং ডিপ্লোমা (রম্য ছড়া)
ব্যাংকিং ডিপ্লোমা (রম্য ছড়া) – ব্যাংকিং ডিপ্লোমা (Banking Diploma) ব্যাংকারদের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। যা ব্যাংকারদের ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ব্যাংকারদের প্রমোশনে এর ভূমিকা অনন্বীকার্য। ব্যাংকে যারা জব করেন তাদের জন্য প্রমোশনের ক্ষেত্রে মার্ক রয়েছে। আর এই ব্যাংকিং ডিপ্লোমা (Banking Diploma) নিয়ে অসাধারণ একটি কবিতা প্রকাশ করা হলো।
ওমা! ডিপ্লোমা!!
মস্তবড় জ্বালা!
সোনার হরিণ, ওটা ছাড়া
প্রমোশনে তালা।
এরই লাগি রাত্রি জাগি
কেউবা পড়ে বই
দিনের বেলা কাজ ফেলিয়া
কেউ করে হইচই!
কেউবা ছাড়ে বউ বাচ্চা
কেউবা ছাড়ে স্বামী
ঘর সংসার সবার চেয়ে
ডিপ্লোমাটা দামী।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বউয়ে জ্বালায় বাচ্চা জ্বালায়
জ্বালায় বাচ্চার বাপ
ডিপ্লোমাটা পাশ না হলে
নেই যে কোনো লাভ!
কেউবা তাই রাগ করিয়া
যায় না আপন ঘরে
দিনে রাতে সবার সাথে
ডিপ্লোমা বই পড়ে।
কেউবা আবার মাছলা দেয়
নিজের মতো করে
ডিপ্লোমা তো ব্যাংকের কাজ
এটা ব্যাংকের তরে।
গ্রাহক সেবা না দিয়ে ভাই
লাগাও পড়ার ধুম
তবেই ফুটবে ক্যারিয়ারে
সফলতার কুসুম।
ও ডিপ্লোমা, তুমি কেন
এতই কঠিন হলে?
তোমায় ছাড়া কামলা যারা
যাচ্ছি রসাতলে।
সারাবেলা কাজের ঠ্যালা
ক্লান্ত শরীর মন
তোমায় আমি খুঁজি তবু
তুমি প্রিয়জন।
তুমি আমার প্রিয়তমা
আমার কুসুম ফুল
একটি বার দাও না ধরা
যতই করি ভুল।
সৌজন্যেঃ বেলাল হোসেন ফকির