ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-২৮ আরটিজিএস ও ক্লিয়ারিং

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা RTGS & Clearing সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ২৮তম পর্বে।

প্রশ্ন: মি. কোথায় কাজ ক‌রেন?
উ: স্যার Clearing এ কাজ ক‌রি।
প্রশ্ন: ব‌লেন‌ তো Clearing এ এমন কি Item আছে যেটা Contingent Liability?
উ: স্যার, OBC বা Outward Bill for Collection.
প্রশ্ন: আচ্ছা Contingent Liability বল‌তে আপ‌নি কি বু‌ঝেন?
উ: স্যার, Contingent Liability হ‌লো ভ‌বিষ্যত ঘটনা সা‌পে‌ক্ষে দায়। ইহা এমন একটা দায় যা ভ‌বিষ্য‌তে কোন ঘটনা ঘট‌লে তার বিপ‌রি‌তে সৃ‌ষ্টি হয়।

প্রশ্ন: আচ্ছা ক‌য়েকটা Contingent Liability এর নাম বলুন‌ তো?
উ: ক‌য়েক‌টি Contingent Liability হ‌লো যেমন:
১. Letter of Credit
২. Acceptance or Endorsement ও
৩. Bill for Collection.
প্রশ্ন: আচ্ছা RTGS কি বলতে পার‌বেন?
উ: জি স্যার পারব, RTGS হ‌লো Real Time Gross Settlement. যার মাধ্য‌মে Real Time এ Large Value Interbank Fund Transfer করা হয় এবং বাংলা‌দেশ ব্যাংক One to One Basis Settlement ক‌রে দেয়।

প্রশ্ন: আপ‌নি বল‌লেন “Large Value” এর দ্বারা কি বুঝায়?
উ: স্যার Large Value হ‌লো এক লাখ টাকা এর কম Transfer করা যা‌বেনা।
প্রশ্ন: বুঝলাম, ত‌বে Real Time বল‌তে কি বুঝা যায়?
উ: স্যার Real Time বল‌তে যেখা‌নে কোন ধর‌ণের Waiting Period থাক‌বেনা।
প্রশ্ন: আচ্ছা, RTGS এর মাধ্য‌মে টাকা ছাড়া অন্য কোন Currency কি Transfer করা যায়?
উ: জি স্যার, Taka ছাড়াও আরও ৫ টি Currency Transfer করা যায়।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: বুঝলাম, কিন্তু সে Currency গু‌লি কি‌কি?
উ: স্যার সর্ব ‌মোট ৬টা Currency যথা:
1. Bangladeshi Taka (BDT)
2. USD Dollar (USD)
3. Canadian Dollar (CAD)
4. EURO (EUR)
5. British Pound (GBP) ও
6. Japanese Yen (JPY).

প্রশ্ন: Taka এক লা‌খের নি‌চে হ‌লে Transfer করা যা‌বে না কিন্তু অন্য কোন Currency হ‌লেও কি এক লাখ হওয়া লাগ‌বে?
উ: না স্যার, অন্য Currency এর বেলায় যে‌কোন Amount হ‌লেই transfer করা যা‌বে।
প্রশ্ন: ত‌বে স‌র্বোচ্চ কত টাকা Transfer এর সু‌যোগ আছে?
উ: স্যার, এ ব্যাপা‌রে কোন ধর‌ণের Limit দেওয়া নেই।

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button