ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৪৪ হস্তান্তরযোগ্য দলিল ২
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Negotiable Instrument পর্ব ২ সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৪৪তম পর্বে।
প্রশ্ন: মি: বলেন তো Negotiable instrument কি?
উ: স্যার, NI Act অনুযায়ী Negotiable Instrument হলো Promissory Note, Bill of Exchange এবং Cheque.
প্রশ্ন: বলতে পারবেন এই Instrument গুলি সম্পর্কে NI Act এর কোন Section এ কোনটার সম্পর্কে বলা হয়েছে?
উ: জি স্যার, NI Act এর
Section – 4 এ Promissory Note
Section – 5 এ Bill of Exchange
Section- 6 এ Cheque নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রশ্ন: তবে কোন Instrument ব্যাংকে কোন কাজে লাগে?
উ: স্যার, Cheque ব্যাংকের General Banking এ, Promissory Note ব্যাংকের Investment এ এবং Bill of Exchange, Foreign Exchange এর কাজে ব্যবহৃত হয়।
প্রশ্ন: বলেন তো Collecting Bank বলতে কি বুঝায়?
উ: যখন কোন ব্যাংক তার নিজের পক্ষে বা তার গ্রাহকের পক্ষে কোন Cheque অথবা বিলের অর্থ আদায় করে তাকে Collecting Bank বলে।
প্রশ্ন: যদি কোন Collecting ব্যাংক কোন প্রতিষ্ঠানকে দেওয়া চেক ব্যাক্তির হিসাবে জমা করে তাহলে কি কোন সমস্যা হবে?
উ: জি স্যার, সমস্যা আছে। এটা করা যাবে না।
প্রশ্ন: প্রতিষ্ঠান তো ঐ ব্যাক্তির নিজের তা হলে সমস্যা কিসের?
উ: সমস্যা হলো, এটা NI Act এর লংঘন তাই পরবর্তীতে কোন সমস্যা দেখা দিলে ব্যাংকার আইনগত নিরাপত্তা পাবে না।
প্রশ্ন: আচ্ছা আপনি কি জানেন IDR কি?
উ: স্যার, IDR হলো Investment Deposit Ratio.
প্রশ্ন: CDR কি জিনিষ?
উ: Credit Deposit Ratio.
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রশ্ন: তবে IDR ও CDR এর মধ্যে পার্থক্য কি?
উ: IDR ব্যবহৃত হয় Islamic Bank এর জন্য আর CDR ব্যবহৃত হয় Conventional Bank এর জন্য।
প্রশ্ন: আচ্ছা বলেন তো Rating এবং Grading কি জিনিষ?
উ: Grading দ্বারা Investment Risk এর পরিমান জানা যায়, আর Rating দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্হান মূল্যায়ন করা হয়।
প্রশ্ন: ব্যাংক Rating এবং Grading করে কি করে?
উ: Rating করে ব্যাংক Risk Weighted Asset নির্দিষ্ট করার জন্য, আর Grading করে Investment Proposal এর Sanction এর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করার জন্য।
প্রশ্ন: Risk Weighted Asset নির্দিষ্ট করে কি করে?
উ: কি পরিমান টাকা CAR হিসাবে রাখতে হবে তা বের করার জন্য।
প্রশ্ন: আপনি কি বলতে পারবেন Core Risk কি কি?
উ: স্যার, Core Risk হলো ৬টি যেমন:
1: Investment Risk Management
2: Foreign Exchange risk Management
3: Asset Liability Management Risk
4: Prevention of Money Laundering Risk
5: Internal Control & Compliance Risk
6: Information & Communication Technology Risk.
প্রশ্ন: আপনি কি Stress Testing সম্পর্কে কিছু জানেন?
উ: জি স্যার জানি, Stress Testing হলো এমন একটা Test বা পরীক্ষা যার মাধ্যমে জানা যায় বিভিন্ন ধরনের ঝুকি মোকাবেলায় ব্যাংকের কি ধরনের ক্ষমতা আছে বা ঝুকির সামনে ব্যাংকের কি ধরনের পরিবর্তন হতে পারে তা নির্নয় করার কৌশল।
প্রশ্ন: আপনি কি বলতে পারবেন Reputation Risk কি?
উ: Reputation Risk হলো যেমন: Credit Rating, Internal & External fraud, Customer Service ইত্যাদি।
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)
Assalamu Alaikum. How I can get viva trail from 1st to last?
You can get all VIVA Trials by bellow link.
https://www.bankingnewsbd.com/category/ব্যাংকার্স-ভাইভা-টিপস/