ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-২৩ হস্তান্তরযোগ্য দলিল ১
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Negotiable Instrument পর্ব ১ সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ২৩তম পর্বে।
প্রশ্ন: মি: বলুনতো Negotiable Instrument কি?
উ: স্যার Negotiable Instrument Means Promissory Note, Bill of Exchange & Cheque.
প্রশ্ন: বলেনতো Cheque এর Party কি কি?
উ: স্যার, Cheque এর তিনটি Party যেমন:
1. Drawer বা A/C Holder
2. Drawee বা Bank এবং
3. Payee বা Beneficiary.
প্রশ্ন: বলতে পারবেন কোন অবস্থায় ব্যাংকার Cheque অবশ্যই ফেরত দিতে হয়?
উ: স্যার, যদি Cheque টি Post Dated, Steel Dated হয়, Insufficient Fund হয়, Signature Differ হয় এবং Cheque টি Stop Payment হয়।
প্রশ্ন; আপনি ঠিক বলেছেন কিন্তু এসব ঠিক থাকার পরও আর কোন অবস্থায় Cheque পরিশোধ করবেন না?
উ: স্যার, যদি Court এর নিষেধাজ্ঞা থাকে।
প্রশ্ন: মি: বলুন তো CRG কি?
উ: Credit Risk Grading.
প্রশ্ন: এ ক্ষেত্রে কি কি Risk কে বিবেচনা করা হয়।
উ: স্যার, এ ক্ষেত্রে পাচটি Risk কে বিবেচনা করা হয় যেমন:
1. Financial Risk
2. Business Risk
3. Management Risk
4. Security Risk এবং
5. Relationship Risk.
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রশ্ন: বুঝলাম, তবে Financial Risk এর মধ্যে কি কি Parameter কে বিবেচনায় করা হয়?
উ: স্যার, এ ক্ষেত্রে ৪ টি Parameter রয়েছে যেমন:
1. Leverage Ratio
2. Liquidity Ratio
3. Profitability Ratio এবং
4. Coverage ratio.
প্রশ্ন: আচ্ছা, Leverage Ratio কি?
উ: স্যার, Leverage Ratio হলো Total Equity ভাগ Total Liability × 100.
প্রশ্ন: আচ্ছা আপনি বলতে পারবেন Spread Rate কি?
উ: জি স্যার, Spread Rate হলো Deposit Rate এবং Investment Rate এর পার্থক্য।
প্রশ্ন: বলতে পারবেন Spread Rate এর ব্যাপারে Bangladesh Bank এর নির্দেশনা কি?
উ: জি স্যার, Spread Rate সর্বোচ্ছ সাড়ে ৪% এর বেশী হবে না।
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)