ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৫২ মাইক্রো, কটেজ এবং এসএমই সংক্রান্ত
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা মাইক্রো, কটেজ এবং এসএমই সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৫২তম পর্বে।
১. প্রশ্ন: Cottage Industry কি?
উ: পরিবারের সদস্যদের প্রাধান্যভুক্ত Industry কে Cottage Industry বা কুঠির শিল্প বলে।
২. প্রশ্ন: Cottage Industry এর কি কি বৈশিষ্ট্য থাকবে?
উ: Cottage Industry বৈশিষ্ট্য হলো-
ক) সর্বোচ্চ Employee পরিবারের সদস্যসহ ১৫ জন হবে৷
খ) জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদ প্রতিস্থাপন ব্যয় সহ ১০ লাখের কম হবে৷
৩. প্রশ্ন: Trade এবং Service Sector এর ক্ষেত্রে Micro Industry এর বৈশিষ্ট্য কি?
উ: Micro Industry এর বৈশিষ্ঠ হলো-
ক) Employee এর সংখ্যা সর্বোচ্চ ১৫ জন হবে৷
খ) জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদ প্রতিস্থাপন ব্যয় সহ ১০ লাখের কম হবে৷
৪. প্রশ্ন: তবে Manufacturing হলে Micro Industry এর কি বৈশিষ্ট্য থাকবে?
উ: Manufacturing হলে তার বৈশিষ্ট্য হবে-
ক) Employee ১৬ থেকে ৩০ জনের মধ্যে হবে৷
খ) জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদ প্রতিস্থাপন ব্যয় সহ ১০ লাখ থেকে ৭৫ লাখের মধ্যে হবে৷
৫. প্রশ্ন: SME কি?
উ: Small Medium Enterprise
৬. প্রশ্ন: SME হওয়ার জন্য ১ম শর্ত কোনটি?
উ: SME হওয়ার জন্য ১ম শর্ত হলো Public Limited Company না হওয়া ৷
৭. প্রশ্ন: Small Enterprise কিভাবে চেনা যাবে?
উ: Small Enterprise চেনার উপায় হলো-
ক) Trade এবং Service Sector এর ক্ষেত্রে স্থায়ী সম্পদ ১০ লাখ থেকে ২ কোটির মধ্যে হবে৷
খ) Employee হবে ১৬ থেকে ৫০ এর মধ্যে।
৮. প্রশ্ন: Medium Enterprise যদি Service এবং Trading Sector এর হয় তবে কি বৈশিষ্ট হবে?
উ: Medium Enterprise যদি Service এবং Trading Sector এর হয় তবে কি বৈশিষ্ট হবে-
ক) এ ক্ষেত্রে স্থায়ী সম্পদ ২ কোটির চেয়ে বেশি হবে তবে ৩০ কোটির কম হবে।
খ) Employee হবে ৫১ থেকে ১২০ এর মধ্যে৷
৯. প্রশ্ন: Manufacturing Company হলে কি Small এবং Medium এর বৈশিষ্ট কি হবে?
উ: এ ক্ষেত্রে Small Enterprise এর বৈশিষ্ট হলো-
ক) স্থায়ী সম্পদ হবে ৭৫ লাখ থেকে ১৫ কোটির মধ্যে।
খ) Employee হবে ৫১ থেকে ১২০ এর মধ্যে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
১০. প্রশ্ন: Medium Enterprise এর বৈশিষ্ট হবে?
উ: Medium Enterprise এর বৈশিষ্ট হবে-
ক) Fixed Asset হবে ১৫ কোটির বেশি তবে ৫০ কোটির কম৷
খ) Employee হবে ১২১ থেকে ৩০০ এর মধ্যে।
১১. প্রশ্ন: Fixed Asset এর মধ্যে Land এবং বিল্ডিং কি Included হবে?
উ: না, Land এবং Building বাদে Fixed Asset হিসাব করতে হবে৷
১২. প্রশ্ন: Private Limited Company ও Partnership Company হলে Woman Entrepreneur হওয়ার জন্য শর্ত কি?
উ: এ ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের ৫১% Share এর মালিক নারীদের হতে হবে৷
Source: SMESPD Circular-2, Dated 29 June, 2017
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত ও সংশোধিত)