ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৩৬ এলডিসি
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Least Developed Country (LDC) সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৩৬তম পর্বে।
প্রশ্ন: মি বলেন তো LDC কি?
উ: LDC হলো Least Developed Country.
প্রশ্ন: বুঝলাম, তবে বলতে পারবেন LDC ভুক্ত দেশ কতটি?
উ: স্যার, LDC ভুক্ত দেশ বর্তমানে ৪৮ টি।
প্রশ্ন: আচ্ছা, বলুন তো Developing Country হতে কি প্রয়োজন?
উ: Developing Country হতে প্রয়োজন হলো:
১. মাথাপিছু আয়= ১২৩০ ডলার
২. মানব উন্নয়ন সুচক= ৬৬ ও
৩. অর্থনীতি ভঙ্গুরতা সুচক= ৩২।
প্রশ্ন: বাংলাদেশ কি এ যোগ্যতা অর্জন করেছে?
উ: জি হ্যা, কারণ বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় হলো ১৬১০ ডলার, আর মানব উন্নয়ন সুচক হলো ৭২ এবং অর্থনীতির ভঙ্গুরতার সুচক হলো ২৫।
প্রশ্ন: Developing Country হওয়ার জন্য কি তিনটি শর্তই পূরণ করা লাগে?
উ: না স্যার, তিনটির যে কোন ২ টি শর্ত পূর্ণ হলেই হয়।
প্রশ্ন: আচ্ছা, বাংলাদেশ যদি Developing Country হয় তাহলে কি কোন লাভ আছে?
উ: জি স্যার লাভ আছে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রশ্ন: কি লাভ হবে? কয়েকটা সুবিধা বলেন তো?
উ: ১. বিদেশি বিনিয়োগ বাড়বে: কারণ Developing Country হওয়ার বিদেশিরা লাভের আশায় বিনিয়োগ করবে।
২. কর্মসংস্থান বাড়বে, কারণ বিনিয়োগ বাড়লে কাজের সুযোগ বাড়বে। ও
৩. উৎপাদন বাড়বে, সাথে সাথে রপ্তানিও বেড়ে যাবে।
প্রশ্ন: তবে Developing Country এর তালিকায় গেলে সমস্যা কি হবে?
উ: সমস্যা হবে:
১. বিদেশে সহায়তা কমে যাবে।
২. বাংলাদেশ যে বিশ্ব বাংক তথা IDA এর কাছ থেকে স্বল্প সুদে ঋণ নিতে পারত সে সুযোগ থাকবে না। ও
৩. GSP সুবিধা কমে যাবে।
প্রশ্ন: আচ্ছা, আপনি বললেন যে, “ঋণ সুবিধা কমে যাবে” তাহলে আমাদের দেশের বাজেটে যে ঘাটতি থাকে তা কিভাবে পাওয়া যাবে?
উ: স্যার, এ ক্ষেত্রে
১. করের পরিমান বাড়াতে হবে,
২. আর ঋণ পাওয়া যাবে না তা নয় তবে বেশি সুদে ঋণ নেওয়ার সুযোগ থাকবে, ও
৩. দক্ষ জনশক্তি রপ্তানি করলে সহজে বিদেশি মুদ্রা পাওয়া যাবে।
প্রশ্ন: মি বলতে পারেন vision 2021 কি?
উ: স্যার, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে দারিদ্রমুক্ত মাধ্যম আয়ের দেশে পরিণত করার উদ্দেশ্য নিয়ে যে পরিকল্পনা গ্রহন করা হয়েছে তাকে বলা হয় vision 2021.
প্রশ্ন: আচ্ছা, মধ্যম আয়ের দেশ হতে মাথাপিছু আয় কত হওয়া প্রয়োজন?
উ: মধ্যম আয়ের দেশ হতে মাথাপিছু আয় ৪১২৬ ডলার হওয়া প্রয়োজন।
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)