ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-২৭ লোন বা বিনিয়োগ ২
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Investment বা বিনিয়োগ এর ২য় ভাগ সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ২৭তম পর্বে।
প্রশ্ন: মি: শাখায় কি কাজ করেন?
উ: স্যার, Investment এ কাজ করি।
প্রশ্ন: বলেন তো Investment কি?
উ: স্যার, Investment অর্থ বিনিয়োগ অর্থাৎ যখন কোন অর্থ রুপান্তরিত হয়ে দ্রব্যে এবং কোন দ্রব্য অর্থে রুপান্তরিত হয়ে বিনিয়োগদাতার নিকট লাভ বা ক্ষতিসহ ফেরত আসে তাকে Investment বলে। বিনিয়োগের ক্ষেত্রে লাভ হলেও ক্ষতির ঝুকি সব সময় বিনিয়োগদাতাকে গ্রহন করতে হয়।
প্রশ্ন: তাহলে Loan কি?
উ: Loan মানে ধার দেওয়া অর্থাৎ কোন অর্থ বা দ্রব্য কাউকেব দেওয়ার পর তা শর্তমোতোবেক নির্দিষ্ট সময়ে সমপরিমান ফেরত দেওয়াকে Loan বলে।
প্রশ্ন: আচ্ছা Loan দেওয়া কি জায়েজ আছে? ইসলামী ব্যাংক কি Loan দেয়?
উ: জি স্যার, Loan দেওয়া জায়েজ আছে. ইসলামী ব্যাংকগুলিও Loan দিয়ে থাকে।
প্রশ্ন: কি বলেন Loan কিভাবে জায়েজ হয়? Loan তো সুদি Bank গুলি দিয়ে থাকে?
উ: স্যার Loan কে ইসলামে কর্জ বলা হয় আর কর্জ দিয়ে যদি সমপরিমান অর্থ ফেরত নেওয়া হয় তাহলে তাকে কর্জে হাসানা বলে যা ইসলামে উৎসাহিত করা হয়েছে। তবে সুদি Bank গুলি যে Loan দেয় তার বিপরীতে কোন ধরনের ক্ষতির ঝুকি না নিয়ে নির্দিষ্ট সময় পর অতিরিক্ত গ্রহন করে বলে সেটা সুদে পরিনত হয়ে যায় বলে সে ধরনের Loan ইসলামে বৈধ করা হয়নি।
প্রশ্ন: ইসলামী ব্যাংকগুলি গ্রাহককে যে Loan দেয় তার নাম কি?
উ: স্যার, সেটার নাম হলো QTDR. অর্থাৎ গ্রাহককের প্রয়োজনে কোন ধরনের অতিরিক্ত না নিয়ে নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়ার শর্তে কর্জ হাসানা হিসাবে দেওয়া হয়।
প্রশ্ন: বলেন তো Diversification of Investment কি?
উ: স্যার, Investment কে বহুমুখী করা অর্থাৎ শুধুমাত্র একটা Sector এ বিনিয়োগ না করে বহু Sector এ বিনিয়োগ করাকে Diversification of Investment বলে। যেমন: কৃষি, শিল্প, শিক্ষা, যানবাহন ইত্যাদি খাতো বিনিয়োগ করা।
প্রশ্ন: বলেন তো Investment Mixed কি?
উ: স্যার, Investment করার ক্ষেত্রে বিভিন্ন Mode এ বিনিয়োগ দেওয়াকে Investment Mixed বলা হয়।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রশ্ন: ইসলামী ব্যাংকগুলি কি কি Mode এ বিনিয়োগ দিয়ে থাকে?
উ: ইসলামী ব্যাংক তিনটি Mode এ বিনিয়োগ দিয়ে থাকে. যেমন:
1. Trading Mode বা Bai Mechanism.
2. Financing Mode বা Share Mechanism. ও
3. Leasing Mode বা Ijara Mechanism.
প্রশ্ন: Bai Mechanism এ কি ধরনের বিনিয়োগ দিয়ে থাকে?
উ: এ ক্ষেত্রে চার ধরনের বিনিয়োগ দিয়ে থাকে যেমন:
1. Bai Murabaha
2. Bai Muajjal
3. Bai Salam ও
4. Bai Istishna.
প্রশ্ন: Share Mechanism এ কি ধরনের বিনিয়োগ দিয়ে থাকে?
উ: Share Mechanism বা অংশিদারিত্ব পদ্ধতিতে দুই ধরনের বিনিয়োগ দেয়, যেমন:
1. Mudaraba ও
2. Musharaka.
প্রশ্ন: Leasing Mode এ কি ধরনের বিনিয়োগ দিয়ে থাকে?
উ: Leasing Mode বা ভাড়া পদ্ধতিতে তিন ধরনের বিনিয়োগ দিয়ে থাকে যেমন:
1. Ijarah
2. Hire purchase ও
3. HPSM.
প্রশ্ন: HPSM দ্বারা কি বুঝা যায়?
উ: HPSM হলো Hire Purchase under Shirkatul Milk.
প্রশ্ন: HPSM পদ্ধতিটা বুঝিয়ে বলতে পারবেন?
উ: জি স্যার, এ পদ্ধতিতে গ্রাহক ও ব্যাংক যৌথভাবে একটা Asset ক্রয় করে যোথ মালিকানা লাভ করে এবং গ্রাহক Asset ব্যবহার করে এবং প্রতি মাসে গ্রাহক ব্যাংকের মালিকানা অংশের ভাড়া পরিশোধ করার সাথে সাথে ব্যাংকের Principal ও কিস্তিতে পরিশোধ করে দেয় তাই পর্যায়ক্রমে গ্রাহকের মালিকানা বাড়তে থাকে এক পর্যায় গ্রাহক সম্পুর্ণ সম্পদের মালিকানা লাভ করে।
প্রশ্ন: আপনি বলেনতো Mudaraba বিনিয়োগ কিভাবে হয়ে থাকে?
উ: Mudaraba বিনিয়োগের সময় ব্যাংক পূজি সরবরাহ করবে এবং গ্রাহক ব্যবসা পরিচালনা করবে এতে লাভ হলে চুক্তি অনুযায়ী ভাগ হবে কিন্তু লোকসান হলে লোকসানের সকল টাকা ব্যাংকে বহন করতে হবে।
প্রশ্ন: মুদারাবা বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংককে কি বলা হবে?
উ; স্যার, এ ক্ষেত্রে ব্যাংকে সাহিবাল মাল বলা হবে।
প্রশ্ন: মুদারাবা চুক্তিতে ব্যাংক কি ব্যবসা পরিচালনায় অংশগ্রহন করতে পারবে?
উ: না, পারবে না।
প্রশ্ন: গ্রাহককের যেহেতু লোকসান হলে সমস্যা নায় সে ক্ষেত্রে সে যদি কোন ধরনের অব্যবস্থাপনা করে তাহলে কি হবে?
উ: স্বাভাবিক কারণে ক্ষতি হলে কিছু করার নায় তবে গ্রাহক যদি কোন অব্যবস্হাপনা করে বা কোন হেলা ফেলা করার কারণে লোকসান করে তাহলে তার নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে। তবে বিষয়টি পূর্বেই Mudaraba চুক্তির সময় উল্লেখ করে দিতে হবে।
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)
Economics teke viva question make korle kov opokritho hote partam …apnader question gula kov balo hoi
ইনশাআল্লাহ দেয়ার চেষ্টা করবো
PLS. DISCUSS ABOUT CRG IN DETAILS.
CRG related post we published in our blog few days ago. please find it by search in our blog. Thanks