ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-১৬ ফরেন এক্সচেঞ্জ ৩
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Foreign Exchange সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ১৬ তম পর্বে।
প্রশ্ন: মি: শাখায় কি কাজ করেন?
উ: স্যার, Foreign Exchange এ কাজ করি।
প্রশ্ন: আন্তর্জাতিক বানিজ্যের ক্ষেত্রে মূল্য পরিশোধ এর পদ্ধতিগুলি বলতে পারবেন?
উ: জি স্যার, এ গুলি হলো: Open Account, Advance Payment, Bill for Collection, Consignment Sale & Letter of Credit.
প্রশ্ন: আচ্ছা, Consignment Sale আবার কি?
উ: যখন রপ্তানিকারক বিদেশে কোন দালাল বা Auction House কে রপ্তানিদ্রব্য পাঠিয়ে দেয় এবং দালালরা উক্ত পন্য বিক্রি করে নিজেদের কমিশন রেখে বাকী টাকা রপ্তানীকারককে পাঠিয়ে দেয়, এ ক্ষেত্রে ৪ মাসের মধ্যে বিক্রয় মূল্য দেশে আনতে হয়।
প্রশ্ন: আচ্ছা বুঝলাম তবে সবচেয়ে বেশী ব্যবহৃত পদ্ধতি কোনটি?
উ: সবচেয়ে বেশী ব্যবহৃত হয় LC পদ্ধতি।
প্রশ্ন: LC সাধারণত কয় প্রকার?
উ: দুই প্রকার, যেমন:
1. Revocable ও
2. Irrevocable.
প্রশ্ন: আচ্ছা Revocable LC কি?
উ: যে LC, Issuing Bank রপ্তানিকারকের সম্মতি ছাড়াও বাতিল করতে পারে।
প্রশ্ন: আচ্ছা, আপনি Standby LC সম্পর্কে কি জানেন?
উ: স্যার, এ ধরনের LC তে রপ্তানিকারককে মূল্য পরিশোধের জন্য অধিক নিশ্চয়তা প্রদান করে, যদি কোন কারনে আমদানীকারকের দেশের সাথে রপ্তানীকারকের দেশের মধ্যে কোন রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিবন্ধকতা দেখা দিলেও আমদানীকারক মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়।
প্রশ্ন: বলতে পারবেন LC তে সাধারনত কয়টি Party থাকে?
উ: স্যার, LC তে সাধারনত ৪টি Parties থাকে।
প্রশ্ন: Parties গুলি কি কি?
উ: 1. Applicant 2. Issuing Bank 3. Negotiating Bank 4. Beneficiary.
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রশ্ন: আচ্ছা, তবে Negotiating Bank বলতে কি বুঝায়?
উ: যখন Nominated Bank কর্তৃক রপ্তানিকারকের Draft অথবা Bill of Exchange ক্রয় করে সে ক্ষেত্রে সকল Document যথাযতভাবে Presentation করা হয়েছে কিনা তা পরিক্ষা করে থাকে।
প্রশ্ন: আচ্ছা তা Nominated Bank আবার কি?
উ: স্যার, রপ্তানিকারককে Payment দেওয়ার জন্য যে Bank এর নাম LC থাকে।
প্রশ্ন: আচ্ছা মি:, আপনি কি Off Shore Bank সম্পর্কে কিছু জানেন?
উ: স্যার জানি, Off Shore Bank হলো যে Bank বিদেশী উৎস থেকে Foreign Currency আহরন করে এবং Foreign Currency তে বিনিয়োগ দেয়, এর জন্য আলাদা ব্যাংক প্রয়োজন নেই বরং দেশিও ব্যাংকগুলি আলাদা Unit এর মাধ্যমে Off Shore Banking কার্যক্রম চালাতে পারে তবে সে ক্ষেত্রে আলাদা হিসাব সংরক্ষন করতে হবে, এ ধরনের ব্যাংকের ক্ষেত্রে কিছু আলাদা নিয়ম মানতে হয়, কর ও শুল্ক রেয়াত পেয়ে থাকে।
প্রশ্ন: আপনি Exchange Position কি জানেন?
উ: জি স্যার, Foreign Currency ক্রয় বিক্রয় করে দিন শেষে Bank এর Foreign Currency এর যে নীট অবস্থা তাকে Exchange Position বলে।
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)
Good consent
Thanks
Thanks for your endeavor for spreading knowledge. However there are some fabricate information in this topic such as LC parties may be 2 or 3 but must not be 4