ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৩৮ এন্ডোর্সমেন্ট বা অনুমোদন
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Endorsement বা অনুমোদন সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৩৮তম পর্বে।
প্রশ্ন: আচ্ছা, আপনি Endorsement কি তা জানেন?
উ: হ্যা স্যার, যদি হস্তান্তরের উদ্দেশ্য কোন হস্তান্তরযোগ্য দলিলের পিছনে ইহার ধারক অথবা প্রতিনিধি কত্তৃক স্বাক্ষর করা হয় তবে তাকে Endorsement বা অনুমোদন বলে।
প্রশ্ন: আচ্ছা, আপনি কি বলতে পারবেন বিনিময় বিল আইনের কত ধারায় এন্ডোর্সমেন্ট এর কথা বলা হয়েছে?
উ: জি স্যার, ১৮৮১ সালের বিনিময় বিল আইনের ৩১ (৩) ধারায়।
প্রশ্ন: আচ্ছা, আপনি কি বলতে পারবেন Endorsement কত প্রকার?
উ: স্যার, Endorsement ৫ প্রকার।
প্রশ্ন: সেগুলো কি কি বলতে পারবেন?
উ: জি স্যার, সেগুলো হলো-
১. Blank Endorsement বা ফাঁকা অনুমোদন।
২. Special Endorsement বা বিশেষ অনুমোদন।
৩. Restrictive Endorsement বা সীমিত অনুমোদন।
৪. Conditional Endorsement বা শর্ত সাপেক্ষে অনুমোদন। ও
৫. Partial Endorsement বা আংশিক অনুমোদন।
প্রশ্ন: আচ্ছা, বলেন তো Endorser বা অনুমোদনকারী কাকে বলে?
উ: চেকের ধারক চেকের পেছনে স্বাক্ষর দান করে চেকটি অন্যের নিকট হস্তান্তর করলে হস্তান্তর কারীকে বলা হয় Endorser বা অনুমোদনকারী।
প্রশ্ন: আচ্ছা, আপনি কি বলতে পারবেন Endorsee কি?
উ: জি স্যার, অনুমোদনকারী চেকের পেছনে স্বাক্ষর করে যার কাছে চেকটি প্রদান করেন তাকে Endorsee বা অনুমোদন গ্রহীতা বা অনুমোদন বলে প্রাপক বলা হয়।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রশ্ন: আপনি কি এন্ডোর্সমেন্ট এর কয়েকটি বৈশিষ্ট্য বলতে পারবেন?
উ: জি স্যার, পারবো তা হলো-
১. অনুমোদনকারীর স্বাক্ষর অবশ্যই হস্তান্তরযোগ্য দলিল এ থাকতে হবে।
২. অনুমোদন অবশ্যই সম্পূর্ণ বিলের জন্য হতে হবে।
৩. বিলটিতে অবশ্যই আইনানুগ ব্যক্তির অনুমোদন থাকতে হবে।
৪. অনুমোদন বৈধভাবে হতে হবে।
৫. অনুমোদন এমনভাবে হতে হবে যাতে সহজেই হস্তান্তর করা যায়। ও
৬. বিনিময় বিলে একাধিক অনুমোদন থাকতে পারে।
প্রশ্ন: আপনি ব্যাংকারের অনুমোদন বলতে কি বোঝেন?
উ: ব্যাংক যখন কোনো আদেশ চেকের অর্থ অন্য ব্যাংক থেকে আদায় করবে, তখন আদেশ চেকের প্রাপক প্রথমত আদায় কারী ব্যাংকের অনুকূলে অনুমোদন দেবে কিন্তু ভুলে এরূপ অনুমোদন না দিয়ে যদি সংগ্রহের জন্য ব্যাংকের কাছে জমা দেয় তবে এরূপ ক্ষেত্রে সংগ্রহকারী ব্যাংক সাধারণত “প্রাপকের হিসাবে জমা করা হয়েছে/হবে” বলে চেকের পিছনে সার্টিফিকেট প্রদান করে, তখন তাকে ব্যাংকারের অনুমোদন বলে।
প্রশ্ন: অনুমোদনের ফলাফল কি?
উ: হস্তান্তরযোগ্য দলিল অনুমোদনসহ প্রদান করলে, যার নামে অনুমোদন করা হবে, দলিলের মালিকানা তার কাছে চলে যাবে। তবে কোনো সংগ্রহকারীর নামে অনুমোদন দিলে মালিকানা সংগ্রহকারীর নামে চলে যাবে না।
প্রশ্ন: Cheque Processing এর ক্ষেত্রে আপনি কি সিল মেরে endorsement করে থাকেন?
উ: ১. Payees A/C Credited,
২. Received Payment & Payees A/C Credited,
৩. Received Payment, ও
৪. Our Branch Endorsement Confirmed.
প্রশ্ন: Received Payment সিল কখন দেন?
উ: যখন চেক এর Fevouring তে শুধুমাত্র ব্যাংকের নাম থাকে, যেমন: Pay to IBBL, Local Office.
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)