ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-১৯ ডকুমেন্টেশন
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Documentation সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ১৯তম পর্বে।
প্রশ্ন: মি: শাখায় কোথায় কাজ করেন?
উ: স্যার, Investment In Charge হিসাবে আছি।
প্রশ্ন: আচ্ছা বলেন তো Documentation কি?
উ: স্যার, আইন সম্মতভাবে Documents গ্রহন করাকে Documentation বলে।
প্রশ্ন: বলতে পারবেন Documents কত প্রকার?
উ: জি স্যার, Documents দুই প্রকার।
প্রশ্ন: সে গুলি কি কি?
উ: সে গুলি হলো:
১. Charge Documents ও
২. Mortgage Documents.
প্রশ্ন: Charge Documents কি?
উ: স্যার, যে Documents এর মাধ্যমে Investment এর উপর আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় যে, গ্রাহক ব্যাংকের নিকট থেকে Investment গ্রহন করেছে।
প্রশ্ন: আচ্ছা বুঝলাম, তবে Charge Documents কি কি?
উ: Agreement, DP Note, DP Note Delivery Letter, Balance confirmation, Letter of Disbursement, Acceptance of sanction letter, Letter of Disclaimer ইত্যাদি।
প্রশ্ন: Balance Confirmation বলতে কি বুঝায়?
উ: স্যার, এর মাধ্যমে প্রমানিত হয় যে গ্রাহকের Investment Account এ কোন Balance ছিল না।
প্রশ্ন: আচ্ছা তবে Letter of Disclaimer কি? এটা কখন নিতে হয়?
উ: স্যার, যখন মালামাল পার্টির গোডাউন এ রাখা হয় তখন গ্রাহক ঘোষনা দেয় যে, Bank ইচ্ছা করলে মাল নিয়ে নিতে পারবে তাতে গ্রাহক আপত্তি বা বাধা দিবে না।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রশ্ন: Trust Receipt কি?
উ: স্যার, Trust Receipt একটা Charge Document যার উপর বিশ্বাস রেখে মালের মূল্য গ্রহন না করে মাল গ্রাহককে Delivery দেওয়া হয়।
প্রশ্ন: আপনি কি জানেন Mortgage Documents কি?
উ: জি স্যার, Mortgage হলো বন্ধক রাখা, Mortgage কে Security Document ও বলা হয় কারণ এর মাধ্যমে বিনিয়োগ নিরাপদ হয়ে যায়।
প্রশ্ন: বলেন তো Mortgage কয় প্রকার হয়?
উ: Mortgage দুই প্রকার যেমন:
১. Equitable ও
২. Registered Mortgage.
প্রশ্ন: Equitable Mortgage কি?
উ: Equitable Mortgage এর দ্বারা সম্পত্তির দলিল আটক রাখা হয় মাত্র।
প্রশ্ন: কি কি দলিল আটক রাখা হয়?
উ: Original Deed, Bia Deed, Personal Guarantee, Mutation, Lawyer Opinion, Rent Receipt, NEC, CS, SA, RS Khatian ইত্যাদি।
প্রশ্ন: Registered Mortgage কি?
উ: স্যার, এ Mortgage এর মাধ্যমে সম্পদের উপর এমন অধিকার প্রতিষ্ঠিত হয় যে ব্যাংক কোর্টের অনুমতি ছাড়াই সম্পদ বিক্রি করে দিতে পারে।
প্রশ্ন: যদি Power of Attorney না দেয় তাহলে?
উ: Power of Attorney না দিলে কোর্টের অনুমতি লাগবে।
প্রশ্ন: Guarantee কি?
উ: তৃতীয় কোন ব্যাক্তি দেনাদারের পক্ষে দেনা পরিশোধের নিশ্চয়তা দেওয়া হলো Guarantee.
প্রশ্ন: বলতে পারবেন Indemnity কি?
উ: Indemnity হলো এক পক্ষ অন্য পক্ষকে দায় থেকে মুক্তি দেওয়া, ব্যাংক বিভিন্ন ধরনের দায় থেকে মুক্তি পেতে গ্রাহকের নিকট থেকে Indemnity নিয়ে থাকে।
প্রশ্ন: Redemption কি বলতে পারবেন?
উ: দেনা পরিশোধের পর গ্রাহকের Charge গুলিকে মুক্ত করে দেওয়া।
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)
এ ধরনের লেখা চাই। ধন্যবাদ
সব সময় দেয়ার চেষ্টা করছি। আপনাকেও ধন্যবাদ।
Thank you writer to give utmost effort for us. Very very good writing
আমাদের সাথেই থাকুন, আমরা নতুন নতুন ভাইভা ট্রায়াল দেয়ার চেষ্টা করছি৷
Mortgage তো ৬ প্রকার