ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-১৪ চেক সংক্রান্ত
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা Cheque সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ১৪তম পর্বে।
প্রশ্ন: মি: শাখায় কি কাজ করেন?
উ: স্যার, Cheque Book Issue করি।
প্রশ্ন: NI Act সম্পর্কে কি জানেন?
উ: Negotiable Instrument Act-1881.
প্রশ্ন: NI Act- তো 1881 সালে কার্যকারী হয়েছিল নাকি?
উ: না স্যার, NI Act টি 1/03/1882 তারিখে কার্যকারী হয়েছিল।
প্রশ্ন: Cheque সম্পর্কে NI Act এ কোন Article আছে?
উ: Article-6.
প্রশ্ন:NI Act অনুসারে Cheque এর সংগা কি?
উ: Cheque is a bill of exchange drawn on a specified banker and not express to be payable otherwise than on demand.
প্রশ্ন: Cheque এর Party কে কে?
উ: স্যার, Cheque এর তিনটি Party যেমন: Drawer, Drawee & Payee.
প্রশ্ন: Drawer কে? Drawee বা কে?
উ: Drawer হচ্ছে Account Holder, এবং Drawee হচেছ Bank বা Bank এর Officer.
প্রশ্ন: Cheque কয় প্রকারের হয়?
উ: স্যার, Cheque দুই প্রকার, Bearer Cheque & Order Cheque.
প্রশ্ন: Order Cheque কি?
উ: যখন A/C Holder নির্দিষ্ট কাহার নাম লিখে দেয় এবং Bearer শব্দটি কেটে দেয় তবে তাকে Order Cheque বলে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রশ্ন: Order Cheque কি Cash Counter এ Payment দেওয়া যাবে?
উ: Payment দেওয়া যাবে, যদি নিশ্চিত হওয়া যায় যে, Payment যিনি নিচ্ছেন তিনিই হলেন চেকে প্রাপক, এ ক্ষেত্রে প্রমান হিসাবে Govt স্বীকৃত ID Card নিতে হবে।
প্রশ্ন: আচ্ছা, বলতে পারবেন, Holder in due Course কি?
উ: যখন কোন ব্যাক্তি সরল বিশ্বাসে মেয়াদ উত্তীর্ন হওয়ার পূর্বে নির্দিষ্ঠ মূল্যের বিনিময়ে এমন কাহারও নিকট থেকে কোন Negotiable Instruments গ্রহন করে যার মালিকানায় সন্দেহের কোন অবকাশ নেয় তবে তাকে Holder in due Course বলে।
প্রশ্ন: আচ্ছা বুঝলাম, তবে Payment in due Course কি?
উ: যদি সরল বিশ্বাসে কোন হস্তান্তরযোগ্য দলিলের মূল্য এমন ব্যক্তিকে পরিশোধ করে যার মালিকানায় ত্রুটি থাকার কোন যুক্তি সংগত কারন নেই।
প্রশ্ন: Not Transferable Cheque কি Transfer করা যাবে?
উ: স্যার, Transfer করা যাবে না কারন এ ধরনের Cheque হস্তান্তরযোগ্যতা হারায়।
প্রশ্ন: বুঝলাম তবে Not Negotiable Cheque ক্ষেত্রে কি হবে?
উ: এ ধরনের চেক হস্তান্তরযোগ্যতা হারায় না, তবে এটা একটা সাবধান বানী, এ ধরনের চেক যদি পূর্ববর্তী মালিকানায় কোন ত্রুটি থাকে তবে পর্বর্তী মালিকানায় ও ত্রুটি থাকবে।
প্রশ্ন: Stale Cheque কি?
উ: যদি কোন চেক ৬ মাস পূর্বের Date দেওয়া থাকে তবে তাকে Stale Cheque বলে।
প্রশ্ন: Stale Cheque কি Payment দেওয়া যায়?
উ: Payment দেওয়া যাবে না, তবে চেকের প্রস্তুতকারী ৩ বছরের পুর্বে তার দায় মুক্ত হতে পারবেনা।
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)