ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-১১ মূলধন পর্যাপ্ততা অনুপাত
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা Capital Adequacy Ratio সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ১১ম পর্বে।
প্রশ্ন: মি: CAR কি?
উ: CAR হলো Capital Adequacy Ratio.
প্রশ্ন: Ratio টা কি পরিমান?
উ: 10% Capital of Risk Weighted Assets.
প্রশ্ন: 10% Capital এর হিসাব কিভাবে বের করা যাবে?
উ: স্যার, Basell-II অনুযায়ী হিসাব হলো: Core Capital সাথে Supplementary Capital যোগ করে Risk Weighted Asset দ্বারা ভাগ দিতে হবে।
প্রশ্ন: RWA এর উপাদানগুলি কি কি?
উ: স্যার, উপাদানগুলি হলো: Credit Risk, Market Risk এবং Operational Risk.
প্রশ্ন: আচ্ছা, Credit Risk এর ক্ষেত্রে Corporate Client জন্য Risk কত?
উ: স্যার, 125% তবে যদি Corporate Client বাংলাদেশ ব্যাংক এর নিকট স্বীকৃত কোন Credit Rating Agency দ্বারা AAA হিসাবে Grading পায় তাহলে সে Client এর বেলায় Risk হবে 20%.
প্রশ্ন: Basell-II কি?
উ: বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের নিয়ে গঠিত একটি কমিটি যার উদ্দেশ্য হলো ব্যাংকগুলি নিয়ন্ত্রন এবং তদারকী করা।
প্রশ্ন: Basell-II এর স্তম্ভ কয়টি?
উ: তিনটি, যথা:
Pillar-I: Minimum Capital Requirement.
Pillar-II: Supervisory & Review.
Pillar-III: Market Discipline.
প্রশ্ন: আচ্ছা CRR কি?
উ: Cash Reserve Requirement.
প্রশ্ন: এটা কিসের Against এ করা হয়?
উ: এটা চলতি ও মেয়াদী জমার বিপরিতে রাখা হয়, এর পরিমান Weakly Basis 5.50% এবং Daily Basis 5.00%.
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রশ্ন: Money Market এবং Capital Market সম্পর্কে বলতে পারবেন?
উ: Money Market হলো এমন একটা Market যেখানে স্বল্প মেয়াদী ঋন নিয়ে কারবার হয় সাধারনত: ১ বছর এর কম সময়ের জন্য, Capital Market এ দির্ঘ মেয়াদের Assets বা Security নিয়ে কারবার হয়।
প্রশ্ন: Money Market এর Instruments কি কি?
উ: Bankers Acceptance, Treasury Bill, Commercial Paper ইত্যাদি।
প্রশ্ন: Capital Market এর Instrument কি কি?
উ: Ordinary Share, Preference Share, Bond ইত্যাদি।
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)